বিশ্বকাপের (World Cup 2023) বড় মরশুমে ভারতীয় দলের প্রদর্শন ছিল অসাধারণ। একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে টিম ইন্ডিয়া পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। টুর্নামেন্টে দুর্দান্ত প্রদর্শন করা দক্ষিণ আফ্রিকা দলকেও সহজেই নাস্তানাবুদ করল ভারতীয় দল। বিরাট কোহলির (Virat Kohli) ৪৯ তম শতরানের ইনিংস এবং ভারতীয় বোলারদের দুর্দান্ত প্রদর্শনের পর ভারতীয় দলের সেমিফাইনালে টিকিট পাকা হয়ে গেল। এরই মাঝে বেশ ভাইরাল হতে শুরু করে দিয়েছে কেএল রাহুলের (KL Rahul) একটি ভিডিও।
Read More: World Cup 2023: বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা, ব্যাটে- বলে হল পর্যুদস্ত !!
প্রসঙ্গত, বিশ্বকাপের পঞ্চম ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছিল। আর দুই দলের মেগা ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ওদিন ম্যাচে দেখা গিয়েছিল এক অদ্ভুত হাস্যকর দৃশ্য। কড়া নিরাপত্তায় ম্যাচ চলার পরেও ইন্ডিয়ার জার্সিতে মাঠে ঢুকে পড়েন ড্যানিয়েল জার্ভিস ওরফে জার্ভো। তাকে দেখার পর মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং পরে কেএল রাহুলের (KL Rahul) থেকে বকা শোনেন জার্ভো। রাহুলের এই ভিডিওটি সমাজ মাধমে বেশ ভাইরাল হয়েছে।
KL Rahul to Jaavo-
"Go Fu*k off, stop coming everywhere"
Is this real? pic.twitter.com/6HwHRlQDVG
— The CrickFun (@TheCrickFun) November 6, 2023
জার্ভোর কারণে বন্ধ থাকে ম্যাচ
অতীতেও একাধিকবার নিরাপত্তাকর্মীদের দৃষ্টি এড়িয়ে মাঠে ঢুকেছেন জার্ভো, আসলে ২০২১ সালে প্রথম বার জার্ভোকে দেখা গিয়েছিল। ভারত যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে ছিল ঠিক তখনই জার্ভোকে প্রথম দেখা যায়। ভারতের ৬৯ নম্বর জার্সি গায়ে দেখা গেল ড্যানিয়েল জার্ভিসকে। তিনি একজন ইউটিউবার তার সাথে তিনি একজন ভারতীয় ক্রিকেট ফ্যানও। যদিও এই ম্যাচের কথা বলতে গেলে, জাদেজা ও কুলদীপের দুরন্ত বোলিংয়ে ১৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সামান্য ২০০’রান তাড়া করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষান (Ishan Kishan) এমনকি দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যায়। তবে বিরাট কোহলির (Virat Kohli) ৮৫ এবং কেএল রাহুলের (KL Rahul) ৯৭ রানের দৌলতে টিম ইন্ডিয়া তাদের প্রথম জয় সুনিশ্চিত করে।