আইপিএল ২০২৪ (IPL 2024) এর হট টপিক ছিলেন কে এল রাহুল (KL Rahul) এবং সঞ্জীব গোয়েঙ্কা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসের ৫৭ তম ম্যাচে LSG দলের লজ্জাজনক পরিণতির পর দলের মালিক এবং দলের অধিনায়কের মধ্যে দীর্ঘ কুড়ি মিনিট ধরে ম্যাচ শেষে চলেছিল আলাপ-আলোচনা। গোয়েঙ্কা এবং রাহুলের মধ্যে চলতে থাকা এই আলাপ আলোচনা সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়ে ওঠে। গোয়েঙ্কার সঙ্গে রাহুলের এই আলোচনা করার পর বেশ বিষন্ন দেখাচ্ছিলো ক্যাপ্টেন রাহুলকে। ২০২২ ও ২০২৩ সালে প্লে অফে কোয়ালিফাই করা লখনৌ দলের কাছে ২০২৪’ মরশুম ছিল খুবই দুর্বিষহ। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব হারাতে চলেছেন রাহুল।
লখনৌ দলের পাল্টে যাচ্ছে অধিনায়ক
ইউটিউবে দেওয়া একটি সাক্ষাৎকারে লখনৌ দলের শীর্ষ স্পিনার অমিত মিশ্র বলেন, আসন্ন আইপিএলের জন্য লখনৌ দল নতুন অধিনায়ক খুঁজে নেবেন বলে জানিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার মিশ্রর মতে, “আমার মনে হয় অধিনায়ক পাল্টানো হবে। এমন কাউকে দায়িত্ব দেওয়া হবে যিনি টি-টোয়েন্টির মতো করে ভাবতে পারেন। এমন কাউকে নিতে হবে তিনি যেন দলের জন্য খেলেন। আমি আশাবাদী লখনৌ সুপার জায়ান্টস আগামী সিজিনে আগের থেকে (কেএল রাহুল) ভালো অধিনায়ক খুঁজে নেবে। রাহুল ভারতীয় দলে খেলছেন কি খেলছেন না, সেটা কোনো ভাবনার বিষয় নয়।’’
Read More: KL Rahul বা হার্দিক নয়, এই খেলোয়াড় হবেন টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক, চোখ বন্ধ করে গম্ভীর দেবেন দায়িত্ব !!
এরপর গোয়েঙ্কা ও রাহুলের মধ্যেকার বচসা নিয়ে মন্তব্য করে অমিত বলেছেন, “তিনি (সঞ্জীব গোয়েঙ্কা) দলের মালিক, তিনি টাকা লাগিয়েছেন।আমি যেটা জানি সেটা হলো, তিনি বলেছিলেন যে ওই দিন (সানরাইজার্স বনাম লখনৌ) বোলিং পারফরম্যান্স কেমন ছিল? অন্তত, কিছু লড়াই দেখানোর দেখান, এভাবে আত্মসমর্পণ করা ঠিক নয়।’ রাহুলকে এটাই বলেন তিনি।“
নতুন অধিনায়ক খুঁজছেন গোয়েঙ্কা
পরে রাহুল ও গোয়েঙ্কার এই লড়াইয়ের জন্য সমান মাধ্যমকে দায়ী করেন মিশ্র, তিনি বলেন, “অন্তত আমাদের এই খেলাটা বেশি সময় নেওয়া উচিত ছিল। এমনকি আমরাও একই পিচে ব্যাটিং করছিলাম। ২০ মিনিটের মধ্যে সত্যিই কি পরিবর্তন হয়েছে? তবে মিডিয়া এটাকে একটু বেশিই হাইপ করেছে।” অধিনায়ক হিসেবে রাহুল ২০২২ ও ২০২৩’এর প্রথমার্ধে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং চোট পেয়ে অর্ধেক সিজিন থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর ২০২৪’ মরশুমে বেশ ভালো ভাবে সিজিনের শুরু করলেও শেষের দিকে দলের খারাপ পারফরমেন্সের জন্য প্লে-অফের হ্যাটট্রিক করা সম্ভব হয়নি দলের।
বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটাল্সের ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant), ডেভিভ ওয়ার্নার (David Warner) কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের ও ৫ বার আইপিএল জয়ী তথা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দলের দায়িত্ব তুলে দিতে পারেন গোয়েঙ্কা। গতবছর লখনৌ ও মুম্বইয়ের ম্যাচ শেষে বেশ লম্বা সময় ধরে রোহিতের সঙ্গে আলাপ-আলোচনাও করেছিলেন গোয়েঙ্কা।