World Cup 2023: বিশ্বকাপে KL রাহুলের প্রত্যাবর্তনের ফলে ভারতীয় দলে জায়গা হারাতে চলেছেন দুই ক্রিকেটার !! 1

World Cup 2023:  বিশ্বকাপের আর বেশী দেরী নেই। অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ভারতের মাটিতেই বসবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালের পর চতুর্থবারের জন্য ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসতে চলেছে ভারতের মাটিতে। এর আগের তিনবারই পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মত উপমহাদেশের অন্যান্য ক্রিকেটখেলিয়ে দেশগুলির সাথে মঞ্চ ভাগ করতে হয়েছিলো ভারতকে। এবারই প্রথম মিলেছে আয়োজনের একক দায়িত্ব। প্রস্তুতিতে কোনোরকম ফাঁক রাখতে রাজী নয় বিসিসিআই। ২০২৩-এর বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি রাখছেন না জয় শাহ (Jay Shah), রজার বিনিরা (Roger Binny)। ইতিমধ্যেই আইসিসির তরফে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে অংশগ্রহণকারী দশ দেশের নামও। এখন কেবল অপেক্ষা বাইশ গজে ব্যাট-বলের লড়াই শুরুর।

মাঠের বাইরে যেমন বিশ্বকাপকে (ICC World Cup) সর্বাঙ্গসুন্দর করে তুলতে ব্যস্ত বিসিসিআই। তেমনই ক্রিকেটাররা নিমগ্ন মাঠের মধ্যে নিজেদের উজাড় করে দিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিতে। ২০১১ সালে শেষ যখন ভারতের মাটিতে আয়োজিত হয়েছিলো ক্রিকেটের ‘মেগা ইভেন্ট’, তখন কাপ বাইরে যেতে দেয় নি ধোনির (MS Dhoni) ‘টিম ইন্ডিয়া।’ বারো বছর পর সেই সাফল্যের পুনরাবৃত্তিই লক্ষ্য রোহিত শর্মার (Rohit Sharma) দলের। ২০১৩-র পর কোনো আইসিসি ট্রফি আসে নি ঝুলিতে। বারবার সেমিফাইনাল বা ফাইনালে গিয়েও ফিরে আসতে হয়েছে খালি হাতে। দীর্ঘ ট্রফিখরা কাটিয়ে ঘরে মাঠেই সাফল্যের শৃঙ্গ স্পর্শের লক্ষ্যে অক্টোবর মাসে মাঠে নামবে ভারত। আর খেতাব জয়ের লড়াইতে টিম ইন্ডিয়ার ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন কে এল রাহুল (KL Rahul)। তাঁর প্রত্যাবর্তনের ফলে অন্তত দুই ক্রিকেটারের সামনে বন্ধ হবে বিশ্বকাপের দরজা।

Read More: TOP 3: উইন্ডিজের বিরুদ্ধে ODI সিরিজে ভারতীয় একাদশে জায়গা হবে না এই তিন ক্রিকেটারের !!

রাহুলের প্রত্যাবর্তনে ছিটকে যাবেন দুই ক্রিকেটার-

Sanju Samson | World Cup | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

গত ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ঋষভ পন্থ (Rishabh Pant) আহত হওয়ার পর ভারতীয় একদিনের দলে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিলো কে এল রাহুলকে (KL Rahul)। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সিরিজে উইকেটরক্ষা করছেন তিনি। ঋষভের ক্রিকেট মাঠে ফিরতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। বিশ্বকাপের আগে তাঁর মাঠে ফেরা যে অসম্ভব তা বোঝা গিয়েছিলো আগেই। রাহুলকেই ঋষভের (Rishabh Pant) বিকল্প হিসেবে ভাবা হচ্ছিলো। তবে আইপিএল চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচার করাতে হয়েছিলো তাঁকেও। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর বর্তমানে মাঠে ফেরার অপেক্ষায় তিনি। এশিয়া কাপ এবং বিশ্বকাপের (ICC World Cup) আগেই রাহুল (KL Rahul) সুস্থ হয়ে যাওয়ায় দলে উইকেটরক্ষক হিসেবে তাঁর প্রত্যাবর্তন কেবল সময়ের অপেক্ষা।

আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের (ICC World Cup) দলে কে এল রাহুল ফিরে আসায় কপাল পুড়বে ঈশান কিষণ এবং সঞ্জু স্যামসনের (Sanju Samson)। বর্তমানে দুই তরুণ উইকেটরক্ষক-ব্যাটারই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের দুটি সিরিজ খেলবেন তাঁরা। কিন্তু রাহুল ফিরে আসার পর বাদ পড়তে হতে পারে দুজনের মধ্যে অন্তত একজনকে। এর আগে বেশ কিছু ম্যাচে ঈশানের (Ishan Kishan) উপরেই অধিক ভরসা রাখতে দেখা গিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ঈশান খেলেছেন। একদিনের ম্যাচেও যদি সঞ্জুকে (Sanju Samson) রিজার্ভ বেঞ্চেই রাখা হয়, তাহলে বিশ্বকাপ (ICC World Cup) দল থেকে তাঁর বাদ পড়া একপ্রকার নিশ্চিত ধরে নেওয়া যাবে। অন্যদিকে ঈশান ১৫ জনের দলে থাকলেও হয়ত মাঠে নামার সুযোগ পাবেন না বিশ্বকাপে।

দলে ভারসাম্য বাড়ায় রাহুলের উপস্থিতি-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

ব্যাট হাতে দলের অন্যতম ভরসা কে এল রাহুল (KL Rahul)। সাথে উইকেটরক্ষক হিসেবেও তিনি বেশ নিরাপদ। দ্রুত গতিতে স্টাম্পিং করতে বা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করতে তাঁকে প্রায়ই দেখা যায়। তাই উইকেটরক্ষক হিসেবে তিনি মাঠে নামলে একজন অতিরিক্ত বোলার বা অল-রাউন্ডার খেলানোর সুযোগ পায় ভারতীয় দল। যাতে বাড়ে দলের ভারসাম্য। ২০০৩ বিশ্বকাপে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) যে ভূমিকায় ব্যবহার করেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ২০২৩ বিশ্বকাপে সেই একই ভূমিকায় কে এল রাহুলকে চাইছেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

টিম ইন্ডিয়ার হয়ে বিশ্বকাপে (ICC World Cup) ওপেনিং-এ অধিনায়ক রোহিতের সাথে দেখা যেতে পারে শুভমান গিলকে (Shubman Gill)। তিন নম্বরে থাকবেন বিরাট কোহলি (Virat Kohli)। চার নম্বর পজিশন নিয়ে লড়াই হতে পারে সূর্যকুমার যাদব (Suryakumar yadav) এবং শ্রেয়স আইয়ারের মধ্যে। আসন্ন উইন্ডিজ সিরিজ বড় সুযোগ হতে চলেছে সূর্যকুমারের জন্য। চোট সারিয়ে মাঠে ফিরে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে শ্রেয়সের জন্য। ব্যাট হাতে সম্ভবত পাঁচ নম্বরে নামতে দেখা যাবে কে এল রাহুলকে। দুই অল-রাউন্ডার হিসেবে থাকতে পারেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

বিশ্বকাপে ভারতের সম্ভাব্য একাদশ-

Indian Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Also Read: WI vs IND: ভারতীয় দলকে নাস্তানাবুদ করতে বদ্ধপরিকর উইন্ডিজ শিবির, এই দুর্দান্ত চালেই বিপক্ষকে করবে মাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *