kl-rahul-fastest-world-cup-ton-for-ind

World Cup 2023: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে মুখোমুখি ভারত এবং নেদারল্যান্ডস। টুর্নামেন্টে এখনও অবধি আট ম্যাচ খেলে আটটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। আজ ডাচদের বিপক্ষে অপরাজিত তকমা রক্ষা করার লক্ষ্য সামনে রেখে মাঠে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। আগামী ১৫ তারিখ মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল রয়েছে ‘মেন ইন ব্লু’র। তার আগে ধারাবাহিকতা বজায় রাখতে চায় ভারত। অন্যদিকে নেদারল্যান্ডস মাঠে নেমেছে অঘটনের স্বপ্ন নিয়ে। স্কট এডওয়ার্ডস, ওয়েসলি বারেসি’রা ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মত টেস্ট খেলিয়ে দেশকে হারিয়েছে এবারের বিশ্বকাপে (ICC World Cup 2023)। আয়োজক ভারতকেও চমকে দিতে চায় তারা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করেছে ভারত। রোজকার মত আজও ব্যাট হাতে শুরুটা ধুন্ধুমার করতে দেখা গিয়েছিলো রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিলকে (Shubman Gill)। নেদারল্যান্ডস বোলিং-কে তাঁরা গুঁড়িয়ে দেন প্রথম পাওয়ার প্লে’তেই। স্কোরবোর্ডে যুক্ত হয় ৯১ রান। অর্ধশতক করে শুভমান আউট হওয়ার পর হাল ধরেন রোহিত ও বিরাট। অর্ধশতকীয় ইনিংস খেললেন দুজনেই। তবে শতকের স্বাদ পাওয়া হলো না ভারতীয় দলের দুই মহাতারকার। টপ অর্ডার যে মঞ্চ প্রস্তুত করে দিয়ে গেলো, তার উপর ইমারত বানানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল (KL Rahul)। চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন দুজনেই। আজ জোড়া শতরান করেন তিনি। বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাহুল, চেনা চিন্নাস্বামীর বাইশ গজে আজ ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে জায়গা করে নিলেন রেকর্ড বইয়ের পাতায়।

Read More: World Cup 2023: দীপাবলির বেঙ্গালুরুতে রানের রঙমশাল, নেদারল্যান্ডসের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ৪১০ !!

চোট সারিয়ে ফিরে রেকর্ড বইয়ের পাতায় রাহুল-

Shreyas Iyer and KL Rahul | ICC World Cup 2023 | Image: Getty Images
Shreyas Iyer and KL Rahul | ICC World Cup 2023 | Image: Getty Images

গত মে মাসের ১ তারিখ লক্ষ্ণৌর মাঠে আইপিএল খেলার সময় গুরুতর চোট পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। হিপ ফ্লেক্সরের সমস্যার কারণে অস্ত্রোপচার অবধি করাতে হয়েছিলো তাঁকে। দীর্ঘ সময় দূরে ছিলেন ক্রিকেট থেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, উইন্ডিজ শিবিরে ভারতের জার্সি গায়ে চাপাতে পারেন নি। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব সেরে দলের সাথে যোগ দিয়েছেন এশিয়া কাপের (Asia Cup 2023) মাঝপথে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয় নি রাহুলকে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান ছিলো, বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭* রানের ইনিংসে তাঁর ইস্পাতকঠিন মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছিলো। আজ বেঙ্গালুরুর মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৬৪ বলে ১০২ রানের ইনিংস খেলে রাহুল বোঝালেন যে কোনো পরিস্থিতিতেই ব্যাট হাতে তিনি সাবলীল।

বিরাট কোহলি (Virat Kohli) যখন রওলফ ফান দার মার্ভ-এর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তখন ভারতের স্কোরবোর্ডে ঠিক ২০০ রান। এরপর শ্রেয়স আইয়ারের সাথে জুটি বেঁধে স্কোরবোর্ডে আরও ২০৮ রান যোগ করেন কে এল রাহুল (KL Rahul)। শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ১১টি চার এবং ৪টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। মাত্র ৬২ বলে শতরান করে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। ভেঙেছেন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) রেকর্ড। চলতি টুর্নামেন্টেই ভারতীয় হিসেবে দ্রুততম বিশ্বকাপ শতরানের মালিক হয়েছিলেন রোহিত। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর শতক এসেছিলো ৬৩ বলে। তার থেকে ঠিক ১ বল কম খেলে তিন অঙ্কের রানে পৌঁছে যান রাহুল। আজ পঞ্চাশ ওভারে ভারত তোলে ৪১০ রান। বিশ্বকাপের ইতিহাসে এটি টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান এক ইনিংসে।

ভারতের হয়ে দ্রুততম World Cup শতরান-

১) কে এল রাহুল বনাম নেদারল্যান্ডস (৬২ বল)- ২০২৩*

২) রোহিত শর্মা বনাম আফগানিস্তান (৬৩ বল)- ২০২৩

৩) বীরেন্দ্র শেহবাগ বনাম বারমুডা (৮১ বল)- ২০০৭

৪) বিরাট কোহলি বনাম বাংলাদেশ (৮৩ বল)-২০১১

Also Read: World Cup 2023: “চ্যাম্পিয়ন হওয়ার আগে এরা থামবে না…”, নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়াস-রাহুলদের ব্যাটিং দেখে উদ্বেল জনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *