kl-rahul-announces-shock-retirement

গত বছর চোট সারিয়ে ফেরার পর থেকে ভালো ছন্দে ছিলেন কে এল রাহুল (KL Rahul)। এশিয়া কাপে শতরান করেন পাকিস্তানের বিরুদ্ধে। ওডিআই বিশ্বকাপেও চমৎকার পারফর্ম্যান্স করেছিলেন। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতে ভারত। সেঞ্চুরিয়নের কঠিন পিচে বাকিরা যখন বেশ চাপে, তখন টেস্ট শতরান’ও করেন তিনি। ২০২৪-এর শুরুটাও ভালো হয়েছিলো তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ইনিংস খেলেছিলেন হায়দ্রাবাদ টেস্টে। কিন্তু এরপর চোট-আঘাত ভুগিয়েছে তাঁকে। আইপিএলে প্রত্যাবর্তন ঘটালেও চেনা ছন্দে পাওয়া যায় নি রাহুলকে (KL Rahul)। ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে মাঠেই জড়িয়েছেন বিতণ্ডায়। মাসখানেকের বিরতির পর ভারতীয় দলে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে জুটেছে ব্যর্থতা। সমস্যায় জেরবার ক্রিকেটতারকা শেষমেশ নিলেন চরম সিদ্ধান্ত।

Read More: টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হচ্ছে শুভমান গিলের জন্য, প্রাক্তন অধিনায়ক ছিনিয়ে নিচ্ছেন জায়গা !!

আচমকাই অবসর ঘোষণা রাহুলের-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

শ্রীলঙ্কা সফরের শেষ একদিনের ম্যাচে বাদ পড়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। তবে এখনিই যে তাঁকে পুরোপুরি ছেঁটে ফেলা হবে এমন কোনো আভাস ছিলো না। দলীপ ট্রফিতে ইন্ডিয়া-এ দলে রাখা হয়েছিলো তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট সিরিজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন কর্ণাটকের ক্রিকেটার, এমনটাই মত ছিলো বিশেষজ্ঞদের। কিন্তু গতকাল এক ঘোষণায় চমকে দেন তিনি। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “অনেক কিছু ভেবেচিন্তা দেখার পর আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিলো না, কারণ এই খেলাটা আমার জীবনের সাথে দীর্ঘ সময় ধরে জড়িয়ে ছিলো…” মুহূর্তে ভাইরাল হয় সেই ইন্সটাগ্রাম স্টোরি’র স্ক্রিনশট। বর্তমানে ৩২ বছর বয়স রাহুলের (KL Rahul)। হঠাৎ কেন অবসর? ধাঁধায় পড়ে গিয়েছিলেন সাধারণ অনুরাগী থেকে বিশেষজ্ঞ, সকলেই।

এরপর সেই ইন্সটাগ্রাম স্টোরিতে তারকা ক্রিকেটার আরও লিখেছিলেন, “…আমার কেরিয়ার জুড়ে পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ ও সমর্থকদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে, বহু প্রতিভাবান তারকার সাথে খেলতে পেরে আমি সম্মানিত। আমি জীবনের যে নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তার জন্য মুখিয়ে আছি। একইসাথে খেলার দুনিয়ার স্মৃতিগুলো আমি সারা জীবন উপভোগ করবো। এই অসামান্য যাত্রাপথের শরিক হওয়ার জন্য ধন্যবাদ।” পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট’ও করে দেন তিনি। হঠাৎ এহেন পোস্ট করার পিছনে রহস্য কি? আবার তা মুছেও কেন ফেলা হলো সে সম্পর্কে কোনো রকম তথ্য ক্রিকেট তারকা এখনও প্রকাশ করেন নি। তাঁর ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে সে নিয়ে এখনও জারি জল্পনা।

দেখে নিন রাহুলের সেই ইন্সটাগ্রাম পোস্ট-

এক নজরে KL রাহুলের কেরিয়ার পরিসংখ্যান-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

২০১৪ সালে আন্তর্জাতিক অভিষেক হয়েছিলো কর্ণাটকের কান্নুর লোকেশ রাহুলের (KL Rahul)। দ্বিতীয় টেস্টেই সিডনির মাঠে শতরান করেছিলেন তিনি। সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই প্রথমবার সুযোগ পান ২০১৬ সালে। দেশের হয়ে এখনও পর্যন্ত ৫০টি টেস্ট খেলেছেন তিনি। ৩৪.০৮ গড়ে করেছেন ২৮৬৩ রান। শতরানের সংখ্যা ৮, অর্ধশতক ৩৪টি। ৭৭টি একদিনের ম্যাচে তিনি ৪৯.১৫ গড়ে করেছেন ২৮৫১ রান। শতরানের সংখ্যা ৭, ১৮টি অর্ধশতক রয়েছে তাঁর। টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৭২টি ম্যাচে। ৩৭.৭৫ গড়ে তাঁর সংগ্রহ ২২৫৬ রান। ২টি শতরান ও ২২টি অর্ধশতরান করেছেন। ভারতীয়দের মধ্যে রাহুল (KL Rahul) ছাড়া টি-২০তে একাধিক শতরানের কৃতিত্ব রয়েছে কেবল রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন। ১৩২ ম্যাচে ৪৬৮৩ রান রয়েছে তাঁর।

Also Read: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না মহম্মদ শামি’র, তারকা পেসারকে নিয়ে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *