IPL 2024: ভেস্তে গেল গুজরাটের প্লে-অফে যাওয়ার স্বপ্ন। গত দুই সিজিনে প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট কনফার্ম করা গুজরাত দলকে আর দেখা যাবে না প্লে-অফের মঞ্চে। গত দুই মরশুমে দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বইতে ফিরে গিয়েছেন, মুখ্য পেসার মোহাম্মদ শামি (Mohammed Shami) চোটের কবলে জর্জরিত। একাধিক প্রতিকূলতার মধ্যে খেলতে হয়েছে গুজরাত টাইটান্সকে। চলতি মরশুমে মোট ১২’টি ম্যাচে ৫টি জয় ও ৭টি পরাজয়ের পর আজ কামব্যাকের উদ্যেশ্যে কলকাতার বিরুদ্ধে নামতে চলছিল গুজরাত টাইটান্স (GT)
প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল গুজরাত
শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দলটি মুম্বইকে ৬ রানে পরাস্ত করে চলতি সিজিনের সূচনাটা বেশ ভালো করেছিল। তবে দ্বিতীয় ম্যাচেই চেন্নাইয়ের বিরুদ্ধে ৬৩ রানে পরাজিত হতে হয়েছিল গুজরাতকে। এরপর হায়দ্রাবাদের বিরুদ্ধে গুজরাটের দুরন্ত কামব্যাক দেখে নেটিজেনদের একাংশ ভেবেই নিয়েছিলেন এবারের আইপিএলেও প্লে-অফে পৌঁছে যাবে গুজরাত। তবে সেটা আর হয়ে উঠলো না, পাঞ্জাব, লখনৌ’এর বিরুদ্ধে ১টি করে ম্যাচ এবং দিল্লি ও ব্যাঙ্গালুরুর কাছে ২টি করে ম্যাচে পরাজিত হয়ে গুজরাত টেবিলের একদম শেষে পৌঁছে যায়। তবে, শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে আসার আলো দেখে গুজরাত। কিন্তু আজকের বৃষ্টিতে সব ভেস্তে গেল শুভমান গিলদের প্রত্যাশা। ১৩ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করতেই সক্ষম হয়েছে ২০২২’এর চ্যাম্পিয়ন দলটি।
Read More: IPL 2024: রণক্ষেত্র মুম্বই ইন্ডিয়ান্স সাজঘর, হার্দিক পান্ডিয়ার সাথে তিলক বর্মার বিবাদ চরমে !!
প্রথম কোয়ালিফায়ারের টিকিট কনফার্ম করলো কলকাতা
মুম্বই ও পাঞ্জাবের পর তৃতীয় দল হিসেবে চলতি আইপিএল থেকে ছিটকে গেল গুজরাত। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের কথা বলতে গেলে, জয়ের হ্যাটট্রিক দিয়েই নতুন মরসুমের উদ্বোধন করেছিল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দলটি। গত শনিবার আইপিএল ২০২৪’এর ৬০তম ম্যাচে মুম্বইকে ১৮ রানে পরাজিত করে প্রথম ও একমাত্র দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের জন্য কোয়ালিফাই করে ফেলে কলকাতা। প্লে-অফে কোয়ালিফাই করাটাই মূল উদ্যেশ্যে ছিল না কলকাতা ব্রিগেডের, প্রথম কোয়ালিফায়ারে পৌঁছানো ছিল তাদের মূল লক্ষ্য। তাদের বাঁকি দুই ম্যাচের একটি জিতলেই নিশ্চিত ছিল প্রথম কোয়ালিফায়ার।
তবে, আজকে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যেতেই দুই দল ১ পয়েন্ট সংগ্রহ করেছে এবং কলকাতা ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করে প্রথম কোয়ালিফায়ার খেলার টিকিট সুনিশ্চিত করলো কারণ বাঁকি দলগুলির মধ্যে কেবলমাত্র রাজস্থান রয়্যালসের কাছেই কলকাতার পয়েন্ট টপকে যাওয়ার সুযোগ রয়েছে, তাই অফিসিয়াল ভাবেই কলকাতা এখন শীর্ষ ২ স্থানে বহাল থাকবে এবং ২১’মে প্রথম কোয়ালিফায়ার খেলার জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হবে।