গত বছরের আইপিএলে (IPL) নজর কেড়েছিলেন নাইট রাইডার্সের (KKR) তরুণ তুর্কি হর্ষিত রাণা (Harshit Rana)। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেলদের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দল’কে তৃতীয় ট্রফি এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন দিল্লীর তরুণ। ১৯ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। হর্ষিতের গতি ও নিখুঁত নিয়ন্ত্রণের তারিফ করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএলের পরে জাতীয় দলে ডাক পেতে বিশেষ অপেক্ষা করতে হয় নি তাঁকে। অস্ট্রেলিয়া সফরের আগে হর্ষিতের জন্য নির্বাচনী বৈঠকে রীতিমত লড়াই করেছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পার্থ-এ অভিষেক ম্যাচে নজর কাড়েন তিনি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে কনকাশন সাবস্টিটিউট হিসেবে টি-২০ অভিষেক হয় তাঁর। ওয়ান ডে’তে ডাক পান চলতি বছরের ফেব্রুয়ারিতে। অল্প সময়ের মধ্যেই তিন ফর্ম্যাটে অপরিহার্য্য হয়ে উঠেছেন তিনি।
Read More: KKR ভক্তদের জন্য সুখবর, দলের সহকারী কোচ হিসেবে এন্ট্রি নিচ্ছেন অভিষেক নায়ার !!
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন হর্ষিত-

বল হাতে হর্ষিতের (Harshit Rana) পারফর্ম্যান্স নজর কেড়েছে বিসিসিআই-এর’ও। ক্রিকেটমহলে জোর গুঞ্জন যে ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিতে চলেছেন তিনি। সম্ভবত ‘সি’ গ্রেডে দেখা যেতে পারে তাঁকে। বর্তমানে ‘সি’ গ্রেডে থাকা ক্রিকেটাররা বিসিসিআই-এর কাছ থেকে বার্ষিক ১ কোটি টাকা করে পেয়ে থাকেন। যদি চুক্তির অর্থমূল্য না বাড়ানো হয়, সেক্ষেত্রে হর্ষিত’ও সেই একই অঙ্কের টাকা পাবেন। ডান হাতি ফাস্ট বোলারের পাশাপাশি অভিষেক শর্মা (Abhishek Sharma), নীতিশ কুমার রেড্ডি’র মত তরুণ তুর্কিরাও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নেবেন বলে মনে করা হচ্ছে। টি-২০ ক্রিকেটে সাম্প্রতিক অতীতে অনবদ্য পারফর্ম করেছেন অভিষেক। দেশের জার্সিতে করেছেন শতরান’ও। পক্ষান্তরে নীতিশ নজর কেড়েছেন অস্ট্রেলিয়া সফরে। সেই সাফল্যের দাম পেতে পারেন তাঁরা।
টি-২০ থেকে অবসর নিলেও ‘এ+’ ক্যাটেগরিতে থাকবেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রা, খবর বিসিসিআই সূত্রে। জসপ্রীত বুমরাহ’রও জায়গা হতে পারে সর্বোচ্চ ক্যাটেগরিতে। শৃঙ্খলাভঙ্গের কারণে গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁকে বাদ দেওয়া হয়েছিলো দল থেকেও। তবে দারুণ ভাবে ফিরে এসেছেন তিনি। আইপিএল-সহ চারটি ট্রফি জিতেছেন গত বছর। এই বছরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন। হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সূত্রের খবর যে কেন্দ্রীয় চুক্তি ফিরে পাচ্ছেন তিনি। বাদ পড়ার আগে ছিলেন গ্রেড ‘বি’তে। পেতেন বার্ষিক ৩ কোটি টাকা। এবার কোথায় ঠাঁই হয় তাঁর, সেদিকে নজর থাকবে ক্রিকেটজনতার। শ্রেয়সের সাথেই বাদ পড়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। তাঁর ভাগ্যে এবারও শিকে ছিঁড়ছে না বলেই খবর।
হর্ষিত রাণা’র পরিসংখ্যান-

দেশের হয়ে ইতিমধ্যে দু’টি টেস্ট ম্যাচ খেলেছেন হর্ষিত রাণা (Harshit Rana)। নিয়েছেন ৪টি উইকেট। সাদা বলের দুই ফর্ম্যাটেও ভারতের প্রতিনিধিত্ব করে ফেলেছেন তিনি। ৫টি একদিনের ম্যাচে তাঁর ঝুলিতে ১০ টি উইকেট। আর টি-২০তে ১ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। একমাত্র ভারতীয় বোলার হিসেবে তিন ফর্ম্যাটেই অভিষেক ম্যাচে অন্তত ৩ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও জাত চিনিয়েছেন হর্ষিত। ১২ প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ঝুলিতে ৪৭ উইকেট। লিস্ট-এ ফর্ম্যাটে ১৯টি ম্যাচ খেলে পেয়েছেন ৩২টি সাফল্য। আর টি-২০তে ৩৩ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট। ২০২২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে (KKR) রয়েছেন তিনি। এখনও অবধি চার মরসুমে খেলেছেন ২৮টি ম্যাচ। হর্ষিত পেয়েছেন ৩৫ উইকেট। ব্যাট হাতেও প্রয়োজনে কার্যকরী হতে পারেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন শতরান’ও।