IPL শুরু হওয়ার আগেই খারাপ খবর KKR শিবিরে, চোট পেয়ে ছিটকে গেলেন অধিনায়ক !! 1

আগামী মাসেই শুরু হচ্ছে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। ফেব্রুয়ারি-মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এরপর মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। দশ দল বিশিষ্ট এই আইপিএল লীগ চলবে মার্চ থেকে মে মাস পর্যন্ত। তবে এই লীগ শুরু হওয়ার আগেই বিপত্তি এসে দাড়ালো কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। চলতি রঞ্জি ট্রফিতে চোট পেয়েছেন KKR দলের তারকা ব্যাটসম্যান। সূত্রের খবর, তাঁর চোট এতটাই গুরুতর যে তাকে আগামী ২ মাস ক্রিকেট থেকে ছিটকে যেতে হবে।

চোট পেলেন KKR’এর তারকা ব্যাটসম্যান

Ipl 2025, kkr
Venkatesh Iyer | Image: Twitter

প্রসঙ্গত, কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়েছেন তারকা খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। এবারের আইপিএল নিলামে রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্স দলে শামিল করা হয়েছিল আইয়ারকে। ২৩.৭৫ কোটি টাকায় KKR দলে খেলার সুযোগ পান ভেঙ্কটেশ। বৃহস্পতিবার, তিরুবনন্তপুরমের সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে রঞ্জি ট্রফির ম্যাচ চলছিল মধ্যপ্রদেশ এবং কেরালার মধ্যে। ব্যাটিং করার সময় গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন মধ্যপ্রদেশ তথা কলকাতা নাইট রাইডার্স দলের এই তুর্কি অলরাউন্ডার। ম্যাচ চলাকালীন ১৭.২ ওভারে ৪৯ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল মধ্যপ্রদেশ। যার পরে সমস্ত দায়িত্ব চলে আসে ভেঙ্কটেশ আইয়ারের কাঁধে। আগেও দলকে কঠিন পরিস্থিতি থেকে বার করেছেন তিনি। এমনকি, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের হয়েও তার প্রদর্শন ছিল অসামান্য।

Read More: রঞ্জি ট্রফিতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা, বল হাতে গুঁড়িয়ে দিলেন তারকাখচিত দিল্লীকে !!

KKR-এর জার্সিতে দেখা যাবে না ভেঙ্কটেশকে

ipl-2025-venkatesh-iyer-to-lead-kkr
Venkatesh Iyer | Image: Getty Images

তবে কেরলের বিরুদ্ধে কঠিন পরিস্থিতির মুখে ব্যাটিং করতে এসে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন তিনি। তীব্র যন্ত্রনায় মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মধ্যপ্রদেশ দলের ফিজিও মাঠে পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেন। যদিও, সবকিছু পরেও আর ব্যাটিং করতে পারেননি তিনি। ফিজিওর হাত ধরেই তাকে ছাড়তে হয়েছিল মাঠ। যে কারণে রিটায়ার হার্ট বলে ঘোষণা করা হয়েছিল তাকে। ডাগ আউটে ভেঙ্কটেশকে এক পায়ে প্যাড পরা অবস্থায় চেয়ারে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছিল। সামনেই আইপিএল, তাকে কিনতে মোটা টাকা ব্যয় করেছিল নাইট রাইডার্স দল। শুধু তাই নয়, তাকে দলের অধিনায়ক করার ভাবনায় ছিল নাইট টিম ম্যানেজমেন্ট। তবে, রঞ্জি ট্রফিতে তাঁর এই চোট প্রশ্ন তুলেছে তার আইপিএলে ফিরে আসা নিয়ে। যদিও আইয়ারের চোট কতটা গুরুতর সে সম্পর্কে কোনো বিবৃতি জারি করেনি মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ড।

Read Also: IPL 2025: আইপিএলের ‘হিরো’এই খেলোয়াড়, টিম ইন্ডিয়ার জার্সিতে ‘সুপার ফ্লপ’ হয়ে দলের মুখ পুড়িয়েছে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *