চতুর্থ দল হিসেবে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যাওয়ার KKR এক পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। যে কারণে ১৩ ম্যাচ খেলার পর নাইট রাইডার্স মাত্র ১২ পয়েন্ট অর্জন করেছে। তাছাড়া, তারা শেষ ম্যাচটি জিতলেও তাদের পক্ষে প্লে-অফে পৌঁছানো সম্ভব নয়। কারণ এই মৌসুমে ১৪ পয়েন্ট নিয়ে কোনো দল আর প্লে-অফে পৌঁছাতে পারবে না। এই মৌসুমে নাইট টিম ম্যানেজমেন্টের করা দল গুলি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছিল। নিলামের মঞ্চে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনাটা মেনে নিতে পারেনি KKR ভক্তরা। ১১ ম্যাচে ভেঙ্কটেশ মাত্র ১৪২ রান বানাতেই সক্ষম হয়েছেন। বোঝায় যাচ্ছে নাইট রাইডার্স (KKR) টিম ম্যানেজমেন্ট তাঁর উপরে ভরসা জুগিয়ে কতটা ভুল করেছিল।
চলতি আইপিএল থেকে ছিটকে গেল KKR

সূত্রের খবর, পরেরবার আর তাঁকে রাখার কথা ভাবছে না কেকেআর। গত মৌসুমেও অজি কিংবদন্তি মিচেল স্টার্ককে (Mitchell Starc) রেকর্ড মূল্যে ২৪ কোটি ৭৫ লক্ষে কিনেছিল কেকেআর। গত মৌসুমেও স্টার্কের পারফরমেন্সের উপর উঠেছিল প্রশ্ন। কিন্তু স্টার্ক যে কতটা ভয়ংকর তার জাত ছিনেয়ে ছিলেন প্লে অফের মঞ্চে। প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালের সেরা হয়েছিলেন তিনি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের কাছে নিজেকে প্রমাণ করার আর কোন সুযোগ নেই। ২৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা নিয়ম রক্ষার একটি ম্যাচ খেলবে। দুই দল গতবারের ফাইনালিস্ট ছিল তবে এই মৌসুমে তাদের প্রদর্শন ছিল খুবই খারাপ। এই মৌসুমে ভেঙ্কটেশের ব্যাটিং গড় মাত্র ২০.২৮। তাছাড়া তাকে দিয়ে বোলিংও করেননি ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ভেঙ্কটেশ পুরোপুরি ভাবে দলের বোঝা হয়েই উঠেছেন।
Read More: IPL 2025: “দলটাই বানাতে পারে নি ওরা…” ব্যর্থতার সম্পূর্ণ দায় KKR ম্যানেজমেন্টের কাঁধেই চাপালেন অ্যারন ফিঞ্চ !!
দল থেকে বাদ পড়বেন তারকা অলরাউন্ডার

আগামী মৌসুমে ভেঙ্কটেশ আইয়ারকে ছড়তে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তারা ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে ট্রেড করতে চাইছেন ট্রেডিং সিস্টেমের মাধ্যমে অন্য কোন খেলোয়াড়কে দলে সামিল করতে চাইছে কেকেআর। আর শোনা যাচ্ছে, কেকেআর ম্যানেজমেন্ট এখন থেকেই পরেরবারের দল সাজানোর জন্য ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে। শুধু দলের খেলোয়াড় পরিবর্তন নয় বরং প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকেও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর টিম ম্যানেজমেন্ট। এই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে টার্গেটে ছিলেন ভেঙ্কটেশ আইআর। সূত্রের খবর আরসিবির সাথেই ভেঙ্কটেশ আইয়ারকে ট্রেড করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং তার বদলে ফিলিপ সল্ট (Philip Salt) সহ আরো একজন খেলোয়াড়কে দলে সামিল করতে চায় কলকাতা টিম ম্যানেজমেন্ট।