আসন্ন আইপিএল নিয়ে রীতিমতন জল্পনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস খবরের শিরোনামে রয়েছে। চেন্নাই দলের অলরাউন্ডার তারকা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ফিরছেন তাঁর প্রথম আইপিএল দল রাজস্থান রয়্যালসে। রাজস্থানের দীর্ঘদিনের খেলোয়াড় সঞ্জু স্যামসনকে (Sanju Samson) কিনছে চেন্নাই সুপার কিংস। আইপিএল ইতিহাসের সব থেকে বড় ট্রেড হতে চলেছে জাদেজা-স্যামসনের এই ট্রেডটি। তবে আসন্ন আইপিএলে মোটা অংকের টাকা নিয়ে নিলামের মঞ্চে নামতে চলেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দল। ২০২৪ সালে আইপিএল জয় করার পর ২০২৫ সালে বিস্তর পরিবর্তন দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
ক্যাপ্টেনকে ছাঁটাই করবে KKR

দলকে শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়াস আইআর (Shreyas Iyer) KKR ছেড়ে পাঞ্জাব কিংস দলে খেলেছিলেন গত মৌসুমে। শুধু তাই নয় দলের প্রদর্শন খুবই সাধারণ ছিল। যে কারণে একের পর এক ম্যাচ হারতে হয়েছে তাদের। গত মৌসুমে নিলামের মঞ্চে ২ কোটিতে রাহানেকে দলে টেনেছিল নাইট রাইডার্স। তবে, ক্যাপ্টেন হিসাবে কিংবা ব্যাটসম্যান হিসেবে নিজের সেরাটা দিতে পারেননি রাহানে। যে কারণে, আসন্ন নিলামের আগেই ও আগামী মৌসুমে নাইট রাইডার্স দলে দুই অধিনায়ককেই ছাঁটাই করতে চলেছে নাইট রাইডার্স দল। রাহানের জন্য দলে একটি অস্থায়ী ব্যাটিং অর্ডার তৈরি হয়েছিল, যেহেতু তিনি দলের অধিনায়ক ছিলেন তাই তিনি ছিলেন অপরিবর্তিত। এই পরিস্থিতিতে আসন্ন মৌসুমের আগেই রাহানেকে ছাঁটাই করতে চলেছে KKR।
Read More: রশিদ খানের জীবনে নতুন বিতর্ক, এক বছরে দ্বিতীয় বিয়ে করলেন আফগান তারকা !!
নতুন দল গঠন করবে KKR

অন্যদিকে ২৩ কোটি ৭৫ লক্ষ দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দলে সামিল করেছিল নাইট শিবির। এবার এই দুই তারকাকে ছাড়তে চলেছে নাইট রাইডার্স দল। দুই খেলোয়াড়কে ছাড়লেই নাইট শিবিরে প্রায় ২৫-২৬ কোটি টাকা বেড়ে যাবে যা নিলামের সময় শক্তিশালী দল গঠন করতে সুবিধা হবে। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার দলে দীর্ঘদিন ধরেই রয়েছে, তাই তাকে ছেড়ে দিয়ে কম টাকায় আবার দলে ফিরিয়ে আনতে পারবে নাইট দল। গত মৌসুমে ব্যাট হাতে তিনি অতি জঘন্য একটি পারফরম্যান্স দেখিয়েছিলেন। দলে তাঁর নির্বাচন নিয়েও বেশ প্রশ্ন উঠেছিল। তবে, সূত্রের দাবি আসন্ন আইপিএলের আগে এই দুই খেলোয়াড়কে ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাববে না নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।