চ্যাম্পিয়ন করেও কপাল পুড়ছে শ্রেয়াস আইয়ারের, কেকেআর করছে ছাটাই !! 1

Shreyas Iyer: জমে উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) বিশ্বকাপের মরশুমে ভারতীয় দলের পারফরম্যান্স বেশ অসাধারণ। আর মাত্র কয়েকটি পদক্ষেপ যা অতিক্রম করতে পারলেই টীম ইন্ডিয়ার জন্য ট্রফি জয় নিশ্চিত। ভারতীয় দলের এই সাফল্যের অন্যতম অঙ্গিকার হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বা আইপিএল। দশটি ফ্রাঞ্চাইজি নিয়ে চলতে থাকা আইপিএলে আগামী মৌসুমে দেখা যাবে অনেক পরিবর্তন।

আইপিএল ২০২৫ এ প্রতিটি দলে দেখা যাবে একাধিক পরিবর্তন। আসলে আসন্ন আইপিএলের আগে হতে চলেছে মেগা নিলাম। সূত্রের খবর অনুযায়ী, আগামী নিলাম ফ্রাঞ্চাইজি গুলি তাদের পছন্দের প্লেয়ারকে হয়তো ধরে রাখতে পারবে না এই পরিস্থিতিতে কলকাতা দলেও দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। এমনকি, ২০২৪ মরসুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) কে দলছুট হতে দেখা যেতে পারে।

Read More: আফগানিস্তান ম্যাচের আগেই অবসর নিলেন এই খেলোয়াড়, সিদ্ধান্তে হতবাক ক্রিকেটবিশ্ব !!

তৃতীয় বারের জন্য আইপিএল জয় করে কলকাতা নাইট রাইডার্স

এবারের আইপিএলে কলকাতা দলের পেশার হার্ষিত রানার (Harshit Rana) বেশ চর্চায় ছিলেন। তার প্রদর্শনে বেশ মুগ্ধ হয়েছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। তবে পরের বছর তিনি কলকাতা দলের হয়ে খেলবেন কিনা সে বিষয়ে রয়েছে নানান প্রশ্ন। কলকাতা দলের এই পেশার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন।

ভালো প্রদর্শন দেখালেও আগামী বছর আইপিএলে তিনি কলকাতা দলের একজন সদস্য হতে পারবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত তিনি নিশ্চিত নন। যখন রানাকে জিজ্ঞাসা করা হয় আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্স দল কোন চারজন খেলোয়াড়কে রিটেন করবে। সে বিষয়ে মন্তব্য করে রানা শ্রেয়াস আইয়ার’এর (Shreyas Iyer) নাম মুখেও নেননি।

শ্রেয়স আইয়ারকে রিটেন করবে না কেকেআর

Shreyas Iyer
Shreyas Iyer | Image: Getty Images

তিনি প্রথমেই বলেন, “আমার মনে হয় কলকাতা দলের প্রথম রিটেনশন হতে পারেন সুনীল নারায়ন, দ্বিতীয়ত আন্দ্রে রাসেল, তৃতীয়ত রিঙ্কু সিং এবং চতুর্থ প্লেয়ার হিসেবে কে রিটেন হতে চলেছেন তা নিয়ে আমি বেশ সন্দেহে আছে। এখানে নীতিশ ভাই, শ্রেয়াস ভাই, ভেঙ্কটেশ ভাই, বরুণ ভাই এরকম অনেকেই আছেন।

তার কথা থেকে এটা স্পষ্ট হয়ে গেল আগামী মৌসুমে স্টার প্লেয়ারে পরিপূর্ণ কলকাতা নাইট রাইডার্স দলে দেখা যাবে একাধিক পরিবর্তন। অন্যদিকে কলকাতা দল থেকে বিদায় নিতে পারে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর হতে পারেন ভারতীয় দলের প্রধান কোচ তাই তার পক্ষে কলকাতা দলের মেন্টর হয়ে কাজ করা সম্ভব হবে না।

Read Also: Shreyas Iyer: ধনশ্রী অতীত, শ্রেয়সের জীবনে আগমন নতুন নারীর, ভাইরাল হলো ছবি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *