ছাঁটাই ভেঙ্কটেশ আইয়ার, পরবর্তী IPL'এর আগে দলে আসছেন KKR'এর পুরোনো অস্ত্র !! 1

এই বছর আইপিএলে (IPL 2025) কলকাতার নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পারফর্ম্যান্স একেবারেই সন্তোষজনক ছিল না। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে নাইট বাহিনী প্লে অফেই জায়গা করে নিতে পারেনি। দলের একাধিক তারকা ক্রিকেটার টুর্নামেন্টে ভরসা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এর ফলে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে আগামী মরসুমের জন্য একাধিক পরিবর্তন ঘটাতে চলেছেন কর্মকর্তারা। ইতিমধ্যেই প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) পদত্যাগ করেছেন। এবার নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য।

Read More: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!

ছেড়ে দেওয়া হচ্ছে ভেঙ্কটেশকে-

ছাঁটাই ভেঙ্কটেশ আইয়ার, পরবর্তী IPL'এর আগে দলে আসছেন KKR'এর পুরোনো অস্ত্র !! 2
Vankatesh Iyar | Images: Getty Images

গত বছর কলকাতা নাইট রাইডার্স (KKR) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। দলের হয় গৌতম গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও ব্যাটিং অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) একের পর এক ‌ভরসাযোগ্য ইনিংস খেলে দলের নায়ক হয়ে ওঠেন। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে দুরন্ত অর্ধশতরান করেছিলেন তিনি। ফলে এই বছর মেগা নিলামে কলকাতা ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে এই তারকা ব্যাটসম্যানকে দলে ধরে রেখেছিল।

কিন্তু ব্যাট হাতে এই বছর আইপিএলে (IPL 2025) মিডল অর্ডারে ব্যর্থ হয়ে সমর্থকদের হতাশ করেন তিনি। ফলে টুর্নামেন্ট চলাকালীন তাকে একাদশ থেকে বাদ পড়তেও হয়েছিল। এই বছর আইপিএলে ১১ ম্যাচে মাত্র ১৪২ রান সংগ্রহ করেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন কলকাতার নাইট রাইডার্স (KKR) এই বছর আইপিএলের (IPL 2025) লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই জায়গা করে নিতে পারেনি। এবার সূত্র অনুযায়ী নাইটদের দীর্ঘদিনের এই সদস্য ভেঙ্কটেশ আইয়ারকে‌ (Venkatesh Iyer) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা।

ফিরছেন ফিল সল্ট-

Rcb
Philip Salt | Image: Getty Images

সূত্র অনুযায়ী কলকাতার নাইট রাইডার্স (KKR) ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে ট্রেড উইন্ডোতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাথে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) সঙ্গে ফিল সল্টকে (Phil Salt) অদল-বদল করতে চলেছে। ২০২৪ আইপিএলে (IPL 2024) কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন সল্ট (Phil Salt)। তিনি ১২ ম্যাচে ৪৩৫ রান সংগ্রহ করেছিলেন। এরপর নাইট রাইডার্স তাকে ছেড়ে দিলে এই বছর আইপিএলের মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এই তারকা ব্যাটসম্যানকে দলে নেয়।

১১.৫০ কোটি টাকার বিনিময়ে এই দলে যোগদান করেন ফিল সল্ট (Phil Salt)। এই বছর আরসিবি (RCB) রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। দলের ওপেনার হিসেবে ফিল সল্ট ১৩ ম্যাচে ৪০৩ রান সংগ্রহ করেন। তবে এই ইংলিশ তারকা টুর্নামেন্টের প্রথম দিকে একেবারেই ছন্দ ছিলেন না। এই বছর আইপিএলে ৪ টি অর্ধশতরান করলেও ফাইনালে গুরুত্বপূর্ণ সময় মাত্র ১৬ রান করে আউট হয়ে যান। এর ফলে সূত্র অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এই তারকা ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) সঙ্গে বদল করতে চাইছে।

Read Also: “দো ভাই, দোনো তাবাই…” ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কৃষ্ণ-সিরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *