আইপিএলের (IPL 2025) ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অন্যতম সফল দল। গত বছর তারা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই বছর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে টুর্নামেন্টে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। লিগ পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয় তারা। এর ফলে আগামী মরসুমের আগে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছেন নাইট কর্মকর্তারা। ইতিমধ্যেই চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এবার মিনি নিলামের আগে একাধিক তারকা ক্রিকেটারদের ছাড়তে চলেছে কলকাতা বলে খবর সামনে এল।
Read More: রিচা ঘোষের আবেদনে সাড়া, শিলিগুড়িতে হতে চলেছে নতুন ক্রিকেট স্টেডিয়াম !!
KKR’এর লজ্জাজনক পারফর্মেন্স-

গত বছর আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে কলকাতা নাইট রাইডার্স (KKR) তৃতীয়বারের মতো ট্রফি জয় করে। এরপর মেগা নিলামের মাধ্যমে দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। আজিঙ্কা রাহানেকে সামনে রেখে দল প্রস্তুত করেন কর্মকর্তারা। তবে এই অভিজ্ঞ ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে দলকে সফলতা এনে দিতে পারেননি। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে কেকেআর লিগ পর্ব থেকেই ছিটকে যায়।
ক্যারিবিয়ান দুই অলরাউন্ড সুনীল নারিন (Sunil Narine) থেকে আন্দ্রে রাসেল (Andre Russell) কেউই প্রভাব ফেলতে পারেননি। নারিন ১২ ম্যাচে ২৪৬ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১২ টি উইকেট তুলে নেন। অন্যদিকে আন্দ্রে রাসেল ১৩ ম্যাচে মাত্র ১৬৭ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মাত্র ৮ টি উইকেট ছিনিয়ে নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েন। তারকা ব্যাটসম্যান ভরসা দিতে সম্পূর্ণ ব্যর্থ হন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।
বাদ যেতে চলেছেন একাধিক তারকা-

২০২৬ আইপিএলের (IPL 2026) জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিনি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। তার আগেই কলকাতা নাইট রাইডার্স নিজেদের পার্সের অর্থের পরিমাণ বাড়িয়ে নিতে চাইছে। এর ফলে একাধিক তারকা ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে কলকাতাকে। এই বিষয়ে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra) বলেন, “সবচেয়ে বড়ো রিলিজ হতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। তাকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ফিরিয়ে আনা অনেকটাই বেশি অর্থ ছিল।
আইয়ারকে ছেড়ে দিলে নিলামে অনেক বেশি অর্থ হাতে নিয়ে নামতে পারবে কেকেআর।” উল্লেখ্য এই বছর আইপিএলে ১১ ম্যাচে মাত্র ১৪২ রান সংগ্রহ করেছিলেন ভেঙ্কটেশ। এই তারকা ব্যাটসম্যান ছাড়াও স্পেন্সার জনসন (Spencer Johnson) এবং মঈন আলীকেও (Moeen Ali) ছেড়ে দিতে পারে কেকেআর। উল্লেখ্য এই বছর আইপিএলে ২.৮০ কোটি টাকার বিনিময়ে স্পেন্সার জনসনকে এবং ২ কোটি টাকার বিনিময়ে মঈন আলীকে কিনেছিল কলকাতা। ফলে সূত্র অনুযায়ী কেকেআর মিনি নিলামে ৪০ কোটি টাকার ওপর হাতে রেখে মাঠে নামবে।