রিচা ঘোষ চ্যাম্পিয়ন হতেই WPL'এ নতুন দল, KKR মালিকের কাছে বিশেষ আর্জি সৌরভ গাঙ্গুলীর !! 1

গত কয়েক বছরে ভারতীয় মহিলা ক্রিকেটে ব্যাপক উন্নতি ঘটেছে। আন্তর্জাতিক মঞ্চে উঠে এসেছেন একাধিক প্রতিভাবান ক্রিকেটার। এই বছর মহিলাদের বিশ্বকাপে (Women’s ODI WC 2025) ভারতীয় দলে অভিজ্ঞ তারকাদের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের একাধিক ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। বাংলার হয়ে রিচা ঘোষ‌ও (Richa Ghosh) সুযোগ পেয়ে জ্বলে উঠেছিলেন। হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) সাফল্যের পর ওম্যানস প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। আগামী বছর টুর্নামেন্টের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যে তাদের দল গোছানো শুরু করে দিয়েছে। তবে এর মধ্যেই এবার ডব্লিউপিএলে (WPL 2025) কলকাতার নাম যুক্ত হতে চলেছে বলে খবর সামনে এসেছে।

Read More: পুলিশের বড়ো পদে রিচা ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সন্মান বিশ্বকাপ জয়ীকে !!

WPL’এ কলকাতা-

রিচা ঘোষ চ্যাম্পিয়ন হতেই WPL'এ নতুন দল, KKR মালিকের কাছে বিশেষ আর্জি সৌরভ গাঙ্গুলীর !! 2
Richa Ghosh | Image: Twitter

ওম্যানস প্রিমিয়ার লিগে বর্তমানে ৫ টি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে আইপিএলের তিনটি দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও (Royal Challengers Bangaluru) খেলতে দেখা যায়। তবে কলকাতার নাম এতো দিন এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়নি। সূত্র অনুযায়ী খুব তাড়াতাড়ি ডব্লিউপিএলে কলকাতার নাম‌ও যুক্ত হতে চলেছে। গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা সভায় এইরকম ইঙ্গিতই পাওয়া গেল বলে ক্রিকেট ভক্তরা মনে করছেন।

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) তার বক্তব্যে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আগ্রহের কথা জানান। বাংলার দাদা বলেন, “আমি একটা কথা বলতে চাই আমি যখন রাজ্যে পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করার কথা ভাবি তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমায় বলেছিলেন মহিলা ক্রিকেট টুর্নামেন্টেও কথাও ভাবনা চিন্তা করতে। মনে রাখতে হবে এটা দু’বছর আগের কথা তখন ডব্লিউপিএল শুরু হয়নি। মুখ্যমন্ত্রী পুরুষদের ক্রিকেটের মতো মহিলা ক্রিকেটকে সমর্থন করেন।”

উল্লেখ্য বর্তমানে সিএবির (CAB) প্রধান হিসেবে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। মহারাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম মালিক শাহরুখ খানের‌ (Sharukh Khan) ভালো সম্পর্ক রয়েছে। রিচার ঘোষের সাফল্যকে যে দৃষ্টান্ত তৈরি করেছে তাকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ডব্লিউপিএলে মহিলা দল কেনার জন্য প্রস্তাব দেওয়া হতে পারে। এই বিষয় সিএবি কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন।

RCB’এর হয়ে খেলছেন রিচা-

Richa Ghosh
Richa Ghosh | Image: Twitter

বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) ডব্লিউপিএলে (WPL) ২০২৩ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) হয়ে অংশগ্রহণ করছেন। বেঙ্গালুরু ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। এই দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রিচা। তাকে ২.৭৫ কোটি টাকার বিনিময়ে আগামী মরসুমের জন্য রিটেন করেছে‌ আরসিবি। এখনও পর্যন্ত ডব্লিউপিএলে ২৪ ম্যাচে ৮১৫ রান সংগ্রহ করেছেন এই বঙ্গ তনয়া। কলকাতা নাইট রাইডার্স ডব্লিউপিএলে যুক্ত হলে রিচা এই দলের হয়ে নেতৃত্ব দিতে পারেন।

অন্যদিকে এই বছর মহিলাদের বিশ্বকাপেও ব্যাটসম্যান এবং উইকেটকিপার হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন রিচা ঘোষ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার (India W vs South Africa W) বিপক্ষে ১৪০’এর ওপর স্ট্রাইক রেটে ২৪ বলে সংগ্ৰহ করেন ৩৪ রান। এই বছর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন রিচা। ১২ টি ছক্কা হাঁকিয়ে দৃষ্টান্ত তৈরি করেন এই তারকা। ব্লু ব্রিগেডদের হয়ে ৮ ম্যাচে মোট ২৩৫ রান‌ তুলে নিয়ে দলকে সাহায্য করেন তিনি।

Read Also: মহিলা বলেই কি বৈষম্য? বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও ‘ভিক্টরি প্যারেড’ নিয়ে বিতর্কে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *