IPL 2025: দৌড় শেষ রাহানেদের, বৃষ্টির জলে ধুয়ে গেলো নাইট রাইডার্সের শেষ চারের স্বপ্ন !! 1

IPL 2025: অঙ্কের হিসেবে শেষ চারের দৌড়ে টিকে থাকতে গেলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিততেই হত কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু মাঠের লড়াইতে বিরাট কোহলিদের বিপক্ষে শ্রেষ্ঠত্ব প্রমাণের কোনো রকম সুযোগই পেলেন না অজিঙ্কা রাহানেরা। আজ তাঁদের ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ালো বৃষ্টি। সকাল থেকেই মুখ ভার ছিলো বেঙ্গালুরুর আকাশের। সন্ধ্যে থেকেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশী ব্যবস্থা বিশ্বমানের। ফলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী ছিলেন আয়োজকরা। কিন্তু এক মুহূর্তের জন্যও বৃষ্টি না থামায় কাজে এলো না প্রযুক্তিও। রাত ১০টা বেজে ২৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা হতেই স্বপ্ন ভাঙলো গতবারের চ্যাম্পিয়নদের। ট্রফির দৌড় থেকে ছিটকে গেলো তারা।

Read More: IPL 2025: লিগ পর্বের বাকি দুই ম্যাচের পরেই কি অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!

চতুর্থ দল হিসেবে বিদায় নাইটদের-

RCB vs KKR Match Got Cancelled | IPL | Image: Twitter
RCB vs KKR Match Got Cancelled | IPL | Image: Twitter

গত ৬ তারিখ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে হার বড়সড় ধাক্কা দিয়েছিলো কলকাতা’কে। আজ কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলো বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে দুই দলের মধ্যে। যার ফলে নাইট রাইডার্সের ঝুলিতে আপাতত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অষ্টাদশতম আইপিএলে নিজেদের শেষ ম্যাচটি যদি সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরা জেতেনও তাহলে তাঁদের সর্বোচ্চ পয়েন্ট সংখ্যা হতে পারে ১৪। কলকাতার নেট রান-রেটের যা অবস্থা তাতে কোনো ভাবেই আর প্রথম চারে থাকা সম্ভব নয় তাদের পক্ষে। ইতিপূর্বে আইপিএল থেকে ছিটকে গিয়েছে রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাই। আজ চতুর্থ দল হিসেবে বাদের খাতায় নাম লেখালো কলকাতা।

এই প্রথম নয়, চলতি মরসুমে এর আগেও বৃষ্টি কপাল পুড়িয়েছে নাইট রাইডার্সের। ইডেনে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটিও ভেস্তে গিয়েছিলো প্রকৃতির খামখেয়ালিপনার কারণে। সেবারও পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছিলো রাহানে, ভেঙ্কটেশ আইয়ারদের। আজও দেখা গেলো একই ঘটনা। আজ ম্যাচ ভেস্তে যাওয়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অবশ্য বিশেষ সমস্যায় পড়তে হচ্ছে না। ১২ ম্যাচে +০.৪৮২ নেট রান-রেট ও ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা। আগামীকাল রয়েছে দু’টি ম্যাচ। রাজস্থান দুপুর বেলা মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের। এবং সন্ধ্যেয় সম্মুখসমরে গুজরাত টাইটান্স ও দিল্লী ক্যাপিটালস। পাঞ্জাব বা দিল্লী যদি নিজেদের ম্যাচগুলি হারে তাহলেই প্লে-অফে পৌঁছে যাবে বেঙ্গালুরু। যদি তা নাও হয়, তাহলেও ২টি ম্যাচ থাকছে শেষ চারের যোগ্যতা অর্জনের জন্য।

জমে উঠেছে প্লে-অফের দৌড়-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

নাইট রাইডার্স ছিটকে যাওয়ার পর প্লে-অফের দৌড়ে এখন ছয়টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। তাদের ঝুলিতে আপাতত ১৭ পয়েন্ট। প্লে-অফের জন্য যথেষ্ট হতে পারে এই পুঁজি। তবে যদি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স ১৮ বা তার বেশী (গুজরাতের ক্ষেত্রে) পয়েন্ট পায় এবং দিল্লী, পাঞ্জাব ও বেঙ্গালুরুর মধ্যে ত্রিমুখী লড়াই হয় বাকি দু’টি জায়গার জন্য, তখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে নেট রান-রেট। আপাতত সেদিক থেকেও অবশ্য স্বস্তিতেই রয়েছেন বিরাট কোহলিরা। তিন দলের মধ্যে সবচেয়ে বেশী নেট রান-রেট তাঁদেরই। সানরাইজার্স ও লক্ষ্ণৌর বিপক্ষে বড় ব্যবধানে না হারলে আটকাবে না শেষ চারে পা রাখা। পাঞ্জাব বা দিল্লীর’ও সম্ভাবনা রয়েছে প্লে-অফে পৌঁছানোর। অঙ্কের হিসেবে সুযোগ রয়েছে লক্ষ্ণৌ’রও। তবে মিরাক্‌ল ছাড়া পন্থদের শেষ চারে জায়গা করে নেওয়া সম্ভব নয়, মত বিশেষজ্ঞমহলের।

দেখুন IPL-এর বর্তমান পয়েন্ট তালিকা-

IPL Points Table | Image: Twitter
IPL Points Table | Image: Twitter

Also Read: গৌতম গম্ভীর নন, ইংল্যান্ড সফরে শুভমান-যশস্বীদের কোচের পদে এই তারকা প্রাক্তনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *