এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল বলে মনে করা হচ্ছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ান কলকাতা নাইট রাইডার্স’কে।গতবছর সমস্ত প্রতিকূলতা’কে কাটিয়ে উঠে দারুণ কিছু পারফরম্যান্স দিয়েছিলো রাসেলরা।সমর্থকদের মন জয় করলেও টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নিতে পারেনি তারা।শেষ করে পন্চম স্থানে।
কিন্তু এবার পরিস্থিতি পুরোটাই অন্যরকম ।দারুণ ঝকঝকে দেখাচ্ছে এবারের নাইটদের।তাই ভালো কিছু আশা করা যেতেই পারে।আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।সংযুক্ত আরব আমিরাশাহির দুবাই, আবু ধাবি এবং শারজাহ শহরে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্টের ম্যাচ গুলো।
গতবছরের যা খামতি ছিলো, তা এবার ঢেকে ফেলার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট ।দলে নিয়েছিলেন বেশ কিছু তারকা ক্রিকেটারদের।তালিকায় আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।ইংল্যান্ডের ইওন মর্গ্যান।এছাড়াও আন্দ্রে রাসেল,সুনীল নারিন,শুভমান গিল,দীনেশ কার্তিকদের থেকে আক্রমণাত্মক খেলা আশা করা যায়।
আগামী ২৩ শে সেপ্টেম্বর আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।প্রথম ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।এরপর আগামী ২৬ শে সেপ্টেম্বর কার্তিটরা খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।দুটো খেলাই আয়োজিত হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।এরপর দুবাইয়ে উদ্দেশ্যে উড়ে যাবে নাইটরা,সেখানে ৩০ শে সেপ্টেম্বর রাজস্থান র্যয়ালস।অক্টোবরের ৩ তারিখ শারজাহ তে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
পরবর্তী সময়ে যথাক্রমে অক্টোবরের সাত এবং দশ তারিখ আবু ধাবিতে যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পান্জাবের মুখোমুখি হবে নাইটরা।
এরপর অক্টোবরের ১২ তারিখ শারজাহ’তে রয়্যাল চ্যালেন্জার্সের বিপক্ষে ম্যাচের পর পরপর চারম্যাচ আবুধাবি’তে খেলবে রাসেলরা।অক্টোবরের ১৬,১৮,২১,২৪ যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স,সানরাইজার্স হায়দ্রাবাদ,রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে কলকাতা।এরমধ্যে আবার দুটি ম্যাচ,সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ গুলো খেলা হবে দুপুর ৩:৩০ টে থেকে।
অক্টোবরের ২৬ তারিখ শারজাহ’তে কিংস ইলেভেন পান্জাবের মুখোমুখি হবে নাইটরা।এরপর দুবাইতে গ্রপ পর্যায়ের শেষ দুই ম্যাচে আগামী ২৯ শে অক্টোবর এবং ১ নভেম্বর যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থানের রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে নাইটরা।