Aus vs wi
AUS vs WI | Image: Getty Images

টেস্ট ক্রিকেটের শুরুটাই সাড়া জাগিয়ে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের নবতম পেস সেনসেশন শামার জোসেফ (Shamar Joseph)। প্রথম বলেই তুলে নিয়েছিলেন স্টিভ স্মিথের উইকেট। বাহবা কুড়িয়েছিলেন ঠিকই, কিন্তু পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে খানিক পিছনের সারিতে জায়গা করে নিয়েছিলো শামারের (Sharma Joseph) পারফর্ম্যান্স। গাব্বার দ্বিতীয় টেস্টে বল হাতে আগুন ঝরিয়ে লাইমলাইট পুরোপুরিই নিজের দিকে টেনে নিলেন তিনি। এক সময় অস্ট্রেলীয় ক্রিকেটের দুর্গ হিসেবে পরিচিত গাব্বার প্রাচীর ৩২ বছরে প্রথমবার ভাঙে ভারত। ঋষভ পন্থের অভাবনীয় ইনিংসে ভর করে জয় ছিনিয়ে নিয়েছিলেন অজিঙ্কা রাহানেরা। সেই জয়ের বছর তিনেকের মধ্যেই গাব্বায় ফের পরাজিত টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শামারের সমরাস্ত্রেই গাব্বা গুঁড়িয়ে ঐতিহাসিক জয় ক্যারিবিয়ানদের।

Read More: AUS vs WI: ওয়েস্ট ইন্ডিজের গাব্বা বিজয়ের দিনে নেটিজেনদের স্মৃতিতে উজ্জ্বল ঋষভ পন্থ !!

লড়াই করে আজ ক্রিকেটের ময়দানে শামার-

Shamar Joseph | Image: Getty Images
Shamar Joseph | Image: Getty Images

 

বারাকারা নামে যে গ্রামে শামার জোসেফের (Shamar Joseph) জন্ম, সেখানে জনসংখ্যা মাত্র ৩৫০। ইন্টারনেটের সঙ্গে সেই গ্রামের পরিচয় হয়েছে ২০১৮ সালে। ইউ আমস্টারডাম থেকে জাহাজে বা নৌকায় বারাকারা পৌঁছতে সময় লাগে অন্তত দুই দিন। ক্যারিবিয়ানের এই অখ্যাত, ক্ষুদ্র গ্রাম থেকে উঠে এসেই আজ ক্রিকেটদুনিয়ার চর্চার কেন্দ্রে শামার জোসেফ। অবিশ্বাস্য পরিশ্রম ও সংগ্রামের মধ্যে দিয়ে নিজের পরিচিতি গড়তে হয়েছে তাঁকে। জীবনযুদ্ধের শুরুটা শামার করেছিলেন একজন মজুর হিসেবে। পরে সেই কাজ ছেড়ে নিরাপত্তারক্ষীর চাকরিতে যোগ দিয়েছিলেন অর্থের সংস্থান করতে। জীবনের নানা ঘাত-প্রতিঘাতেও ক্রিকেটকে ছেড়ে যান নি শামার। তাঁর পরিশ্রম, ধৈর্য্য, অনুশীলন আর অধ্যবসায়ের ফলেই আজ ত্রিনিদাদ থেকে জামাইকা-সর্বত্রই লোকের মুখে মুখে ঘুরছে শামার জোসেফের নাম।

অভিষেক সিরিজে লড়াইটা সহজ ছিলো না শামারের (Shamar Joseph) সামনে। ম্যাচের তৃতীয় দিনে মিচেল স্টার্কের বিষাক্ত ইয়র্কার আছড়ে পড়েছিলো পায়ের আঙুলে। ফিজিও’র কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। আদৌ আর মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়েই দেখা গিয়েছিলো সংশয়। কিন্তু যাবতীয় সমস্যা, যন্ত্রণাকে পিছনের সারিতে রেখে ফের একবার চতুর্থ দিনের সকালে বল হাতে রান আপে দেখা যায় তাঁকে। তৃতীয় দিনের শেষে উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেনের উইকেট নিয়েছিলেন যথাক্রমে আলঝারি জোসেফ ও জাস্টিন গ্রিভস। চতুর্থ দিন প্রায় একাই অস্ট্রেলিয়াকে ভাঙলেন সামার। ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড-মোট ৭ অজি ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। হ্যাজেলউডকে ফিরিয়ে তাঁর স্বপ্নের দৌড় যেন গতকাল গাব্বায় ঘোষণা করলো –আ স্টার ইজ বর্ন।

IPL ফ্যাঞ্চাইজিদের নজরে শামার জোসেফ-

Shamar Joseph | Image: Getty Images
Shamar Joseph | Image: Getty Images

গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে অংশ নেন শামার জোসেফ (Shamar Joseph)। ট্যালেন্ট স্কাউট প্রসন্ন আগোরাম নেটে শামার’কে বোলিং করতে দেখে গায়ানা দলের অধিনায়ক ইমরান তাহির’কে (Imran Tahir) বলেছিলেন তাঁর কথা। তাহির সরাসরি টুর্নামেন্টে খেলানোর উদ্যাগ নেন তরুণ তুর্কিকে। সেখান থেকেই উত্থান তাঁর। সিপিএল ছাড়িয়ে ইন্টারন্যাশলান লীগ টি-২০তেও অংশ নিচ্ছেন শামার জোসেফ। খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। টি-২০ ক্রিকেটে তাঁর পরবর্তী লক্ষ্য এখন আইপিএল। ১৯ ডিসেম্বর ইতিমধ্যেই সপ্তদশ মরসুমের নিলাম সম্পন্ন হয়েছে। তবে চোট-আঘাত বা অন্য কোনো কারণে যদি বিকল্প ক্রিকেটারের প্রয়োজন হয় কোনো ফ্র্যাঞ্চাইজির, শামার যে পছন্দের তালিকায় উপর দিকেই থাকবেন, তা নিশ্চিত। কোন দল আদর্শ হবে তাঁর জন্য? রইলো বিস্তারিত-

দিল্লী ক্যাপিটালস-

Shamar Joseph | Image: Getty Images
Shamar Joseph | Image: Getty Images

তালিকায় প্রথমে থাকবে দিল্লী ক্যাপিটালস (DC)। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং-দের দলের হাতে এখনও ৯ কোটি ৯০ লক্ষ টাকা রয়েছে। দলে জায়গা যদিও খালি নেই। বিদেশী পেসার হিসেবে অনরিখ নর্খিয়া, লুঙ্গি এনগিডি, ঝাই রিচার্ডসন রয়েছেন তাদের দলে। যদি এদের মধ্যে কেউ সরে দাঁড়ান, তাহলে জায়গা পেতে পারেন শামার (Shamar Joseph)। দিল্লী ক্যাপিটালসের মালিকানাধীন দুবাই ক্যাপিটালসে ইতিমধ্যেই খেলেন তিনি। ফলে শামারকে পাওয়া অপেক্ষাকৃত সহজ হবে দিল্লীর জন্য।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

Shamar Joseph | Image: Getty Images
Shamar Joseph | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় দল হতে পারে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গত কয়েক মরসুমেই বোলিং বড় সমস্যা বেঙ্গালুরুর জন্য। মহম্মদ সিরাজ ছাড়া ধারাবাহিক নন কেউই। এবারের নিলাম থেকে লকি ফার্গুসন, আলঝারি জোসেফ, টম কারানের মত বিদেশী পেসারদের দলে নিয়েছে তারা। মরসুমের মাঝপথে এঁদের মধ্যে কেউ ছিটকে গেলে শিকে ছিঁড়তে পারে শামারের ভাগ্যে।

কলকাতা নাইট রাইডার্স-

Shamar Joseph and Pat Cummins | Image: Getty Images
Shamar Joseph and Pat Cummins | Image: Getty Images

শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স’ও নিঃসন্দেহে নজর রাখবে শামার জোসেফের (Shamar Joseph) উপর। ক্যারিবিয়ান ক্রিকেটারদের সঙ্গে কলকাতা সম্পর্ক নতুন নয়। আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা দীর্ঘ দিন ধরে খেলছেন নাইট জার্সিতে। সেখানে নবতম সংযোজন হতে পারেন শামার। এইবারের নিলাম থেকে মিচেল স্টার্ক, গাস অ্যাটকিনসনদের মত বিদেশী পেসারদের নিয়েছে তারা। মরসুমের মাঝপথে বিকল্প প্রয়োজন হলে শামারকে নিশানা করতে পারে বেগুনি-সোনালী ব্রিগেড।

চেন্নাই সুপার কিংস-

Shamar Joseph | Image: Getty Images
Shamar Joseph | Image: Getty Images

২০২৪ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK) দলে বিদেশী বোলারের সংখ্যা তিন। শ্রীলঙ্কার মাথিশা পথিরানা ও মহেশ তীক্ষণা রয়েছেন। আর থাকছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বিকল্প প্রয়োজন হলে মরসুমের মাঝপথে চেন্নাই দলে নিতে পারে শামার জোসেফকে। চেন্নাই দলের কোচ ওয়েস্ট ইন্ডিজেরই ডোয়েন ব্র্যাভো। ক্যারিবিয়ান কানেকশন আইপিএলে সুযোগ এনে দিতে পারে শামারকে।

রাজস্থান রয়্যালস-

Shamar Joseph | Image: Getty Images
Shamar Joseph | Image: Getty Images

এই তালিকায় পঞ্চম দল হতে পারে রাজস্থান রয়্যালস (RR)। তাদের স্কোয়াডে বিদেশী বোলার বলতে রয়েছেন দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। কোনো কারণে তাঁদের মধ্যে কেউ যদি সম্পূর্ণ মরসুম না খেলতে পারেন, তাহলে শিকে ছিঁড়তে পারে শামারের (Shamar Joseph) ভাগ্যে।

Also Read: TOP 3: হায়দ্রাবাদে লজ্জাজনক হারের পর ভারতীয় দলকে বিদায় জানাতে চলেছেন তিন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *