বড়ো ভুলে হাত কামড়াচ্ছে KKR, ব্যর্থতার পাহাড় গড়েই চলছেন এই তারকা !! 1

এবারের আইপিএলে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দলের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতন ভেঙে পড়ছে প্রতি ম্যাচেই। গত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১৬ রানেই ভেঙে পড়েছিল। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের বিরুদ্ধেও কলকাতা দলের ব্যাটসম্যানরা ফ্লপ প্রদর্শন দেখিয়েছিল। বিশেষ করে নাইট রাইডার্স দলের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা তুলনামূলক ভাবে ব্যার্থ হয়েছেন। প্রথম তিন ম্যাচে দলের এরূপ ব্যাটিং প্রদর্শনের পর সমালোচনার পাত্র হয়ে উঠেছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।

আইপিএলের মঞ্চে চূড়ান্তভাবে ব্যার্থ ভেঙ্কটেশ

Ipl 2025
Venkatesh Iyer | Image: Getty Images

এবারের আইপিএল ভেঙ্কটেশ আইয়ারের উপর ভরসা জুগিয়েছিল কলকাতা দল। নিলামের মঞ্চে তাকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে শামিল করেছিল নাইট রাইডার্স দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ৭ বলে ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এরপর, মুম্বইয়ের বিরুদ্ধে ৯ বলে ৩ রান বানাতেই সক্ষম হয়েছিলেন তিনি। গত ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে এসে একবার জীবনদান পেয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তারকা খেলোয়াড়। বেপরোয়া ব্যাটিং করে নিজের উইকেট হারিয়ে ফেলেন তিনি। দীপক চাহারের বলে উইকেট কিপারের হাতে সহজ ক্যাচ তুলে দেন চাহার। কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএল ২০২৫-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচেও তার থেকে বড় আশা থাকলেও জলদি প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

Read More: IPL 2025: ‘ক্ষমা করা হবে না…’ ভেঙ্কটেশের পিছনে খরচ ২৩.৭৫ কোটি, নাইট কর্মকর্তাদের দুষছেন সমর্থকেরা !!

মোটা টাকা নষ্ট করেছে KKR

ipl-2025-venkatesh-iyer-to-lead-kkr
Venkatesh Iyer | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন ধরে খেলে আসছেন ভেঙ্কটেশ। ২০২১ সালে প্রথম নাইট দলে আবির্ভাব ঘটেছিল তাঁর, প্রথম মৌসুমেই ভক্তদের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালের মেগা নিলামের আগে ৮ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল এবং শুভমান গিলের (Shubman Gill) মতন তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিল কলকাতা। এবার আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে অবশ্য ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে, মেগা নিলামের মঞ্চে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) না কিনে ভেঙ্কটেশ আইয়ারের উপর মোটা টাকা খরচ করতে পিছুপা হয়নি। আইপিএলের মঞ্চে ভেঙ্কটেশ KKR-এর জার্সিতে ৫৩ ম্যাচে ৩০.৩৪ গড়ে এবং ১৩৫.৮১ স্ট্রাইক রেটে ১৩৩৫ রান বানিয়েছেন এবং ৩ উইকেট পেয়েছেন।

Read Also: দিন ফুরালো এই বিস্ফোরক ব্যাটারের, KKR’এর জার্সিতে আর দেখা যাবে না তাকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *