KKR: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। আর বাঁকি রয়েছে কয়েকটি ম্যাচ। যদিও এখনো পর্যন্ত কোন দল প্লে-অফের জন্য কোয়ালিফাই করবে তা জানা যায়নি। পয়েন্ট তালিকার বিচারে আপাতত শীর্ষস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১১টি ম্যাচ খেলে আটটি ম্যাচে জয়লাভ করে তারা শীর্ষস্থানে বহাল রয়েছে। আগামীকাল তারা এই টুর্নামেন্টের ১২ তম ম্যাচ খেলতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারা তাদের শেষ ম্যাচটিও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছিল ওয়ানখেড়ে স্টেডিয়ামে।
মুম্বইয়ের মুখোমুখি হতে চলেছে কলকাতা
চলতি মরশুমে কলকাতা তাদের সপ্তম ম্যাচটি ইডেন গার্ডেন্সে খেলতে চলেছে। মরসুমের শেষ ম্যাচের আগে কলকাতা দলের অধিনায়ক কেকেআর ত্যাগ করার কথা জানিয়েছেন। তার সমাজ মাধ্যমে করা পোস্ট রিতিমতন সমাজ মাধ্যমে ভাইরাল। গত ম্যাচে দীর্ঘ ১২ বছর পর ওয়ানখেড়ের ময়দানে কলকাতা দল মুম্বাই ইন্ডিয়ান্স দলকে পরাস্ত করেছে। শেষবার ২০১২ সালে যখন মুম্বাই ইন্ডিয়ান্সকে ওয়ানখেড়ের ময়দানে পরাস্ত করেছিল তখন প্রথম বারের জন্য চ্যাম্পিয়নশি জিতেছিল কলকাতা দলটি।
চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে কলকাতা। দলের হয়ে একের পর এক দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছেন দলের প্লেয়াররা। বিশেষ করে দলের দুই ওপেনার সুনীল নারায়ন (Sunil Narine) এবং ফিল সল্ট (Phil Salt) দুজনেই চলতি মৌসুমে ৪০০’র বেশি রান করে ফেলেছেন। পাশাপাশি কলকাতা দলের পাঁচ বোলার দশটির বেশি উইকেট নিয়েছেন চলতি সিজিনে। এই মৌসুমে কলকাতা দলের চ্যাম্পিয়নশিপ জেতার সম্ভাবনা প্রবল, তাদের এই পারফরমেন্সের পিছনে রয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অবদান।
শেষ ম্যাচের আগে বড় খোলাসা শ্রেয়সের
ক্যাপ্টেন শ্রেয়স আইআর (Shreyas Iyer) মাঠের মধ্যে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাতে কলকাতা দলের পারফরম্যান্স বেশ উন্নতি ঘটেছে। সমাজ মাধ্যমে কলকাতার দলের অধিনায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ম্যাচ প্র্যাকটিসের ফটো শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “এই সিজনে শেষ বারের মতো ইডেনে খেলতে চলেছি।” কলকাতা দল আগামীকাল মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের শেষ হোম ম্যাচ খেলতে চলেছে। দলের হয়ে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলতে হবে তাদেরকে। গুজরাট ও রাজস্থানের বিরুদ্ধে কলকাতাকে অ্যাওয়ে গ্রাউন্ডে তারা শেষ দুই ম্যাচ খেলবে এবং বাঁকি ৩ ম্যাচ জিতে কলকাতা তালিকায় শীর্ষ ২ স্থানে শেষ করতে চাইবে।
One last time this season with you, Eden 💜 pic.twitter.com/O48l06S7b8
— Shreyas Iyer (@ShreyasIyer15) May 10, 2024