IPL 2024, KKR vs LSG, MATCH 28 HIGHLIGHTS: সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৬ বল আগেই জয় সুনিশ্চিত করলো KKR, পয়েন্ট তালিকায় অবনতি LSG'র !! 1

পরিসমাপ্তি ঘটলো কলকাতা ও লখনৌএর আইপিএল ২০২৪’এর (IPL 2024) ২৮তম ম্যাচের। মহা ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন KKR দলের ক্যাপ্টেন শ্রয়েস আইয়ার। প্রথমে ব্যাটিং করতে এসে ১৬৭ রান বানাতে সক্ষম হয় লখনৌ। এই রান তাড়া করতে এসে ২৬ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন | IPL 2024: ইডেন গার্ডেন্সে অনবদ্য ক্রিকেট নাইটদের, লক্ষ্ণৌ’র বিরুদ্ধে ৮ উইকেটের ব্যবধানে জিতলো কলকাতা !!

পাওয়ার প্লেতে চাপের মুখে পড়ে LSG

KKR vs LSG, IPL 2024
KKR vs LSG | Image: Getty Images

লখনৌএর পক্ষ থেকে ব্যাটিং করতে এসে কুইন্টন ডি কক ও কেএল রাহুল বেশ ভালো সূচনা দিয়েছিলেন। তবে দ্বিতীয় ওভারে বৈভব অরোরার বলে প্যাভিলিয়নে ফিরতে হয় কুইন্টন ডি কককে (Quinton De Kock)। ৮ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তাছাড়া পাওয়ার প্লের ভিতরেই উইকেট হারান দীপক হুডা তিনি ১০ বলে ৮ রান বানাতে সক্ষম হয়েছিলেন।

রাহুল ও বাদনীর মধ্যে গড়ে ওঠে পার্টনারশিপ

পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর কেএল রাহুল ও আয়ুশ বাদনীর মধ্যে একটি ছোট্ট পার্টনারশিপ গড়ে ওঠে। আন্দ্রে রাসেলের বলে উড়িয়ে মারার চেষ্টায় ১১তম ওভারে ক্যাচ তুলে দেন কেএল রাহুল, ৩৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় দলের ক্যাপ্টেনকে।

মিডিল ওভারে রান বানাতে ব্যার্থ হয় LSG

রাহুল আউট হতে ব্যাটিং করতে আসেন মার্কস স্টয়নিস, ৫ বলে ১০ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আয়ুশ বদনী ও নিকোলাস পুরান মিডিল ওভারে রান বানাতে রিতিমতন চাপের মুখে পড়েন। ১৫তম ওভারে ২৭ বল খেলে ২টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ২৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন বদনী।

ভালো ফিনিশ করেন পুরান

Nicholas Pooran, IPl 2024
Nicholas Pooran | Image: Getty Images

এবারের আইপিএলে ফিনিশারের ভূমিকা বেশ ভালো ভাবেই পালন করছেন নিকোলাস পুরান। গতকাল ২টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৩২ বলে ৪৫ রান বানিয়ে দলকে সম্মান জনক পর্যায়ে পৌঁছে দেন। ১৬৭ রানে শেষ হয় LSG’র ব্যাটিং অন্যদিকে দলের হয়ে মিচেল স্টার্ক ৪ ওভারে ৩ উইকেট তুলে নেন ও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ফেলে কলকাতা

KKR vs LSG, IPL 2024
KKR vs LSG | Image: Getty Images

কলকাতার হয়ে ব্যাটিং করতে আসা সুনীল নারায়ণ ম্যাচে ফ্লপ প্রমাণিত হয়েছে। ৬ বলে ৬ রান রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাছাড়া তরুণ রঘুবংশী ৬ বলে ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে চাপের মুখে পড়ে কলকাতা নাইট দল।

২৬ বল আগেই জয় সুনিশ্চিত করলেন সল্ট ও আইয়ার

দুই উইকেট হারালেও দলের হয়ে অসাধারণ প্রদর্শন দেখান ফিল সল্ট ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ৪৭ বলে ১৪টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিল সল্ট, তাকে সঙ্গ দেন ক্যাপ্টেন আইয়ার যিনি ৩৮ বলে ৬টি চারের বিনিময়ে ৩৮ রান বানাতে সক্ষম হয়েছিলেন।

আরও পড়ুন | IPL 2024: “নতুন বছরে স্টার্ক’ও নয়া অবতারে…” লক্ষ্ণৌর বিরুদ্ধে চমকপ্রদ বোলিং করে নেটদুনিয়ার তারিফ কুড়োলেন নাইট রাইডার্স পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *