নিলামের আগেই IPL’কে বিদায় জানালেন কিয়েরণ পোলার্ড, শুভেচ্ছাবার্তায় কিংবদন্তী’কে ভাসালো ট্যুইটারভার্স !! 1

যে কয়েকজন বিদেশী ক্রিকেটার’কে IPL-এর সৌজন্যে ভারতবাসী আপন করে নিয়েছে তাঁদের মধ্যে একজন কিয়েরণ পোলার্ড(Kieron Pollard)। ত্রিনিদাদে যদি তাঁর জন্ম হয়, মুম্বই’কে নিজের দ্বিতীয় বাড়ি তো বলতেই পারেন ক্যারিবিয়ান ক্রিকেটার। এক দশকের’ও বেশী সময় আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নীল জার্সি গায়ে চাপিয়ে ঘাম ঝরিয়েছেন তিনি। দেশের হয়ে দুইবার টি-২০ বিশ্বকাপ জেতার খুব কাছাকাছিই তাঁর কাছে থাকবে মুম্বই জার্সি’তে পাঁচবার আইপিএল জয়ের স্মৃতি। আইপিএল অনেক তরুণ প্রতিভা’কে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। ক্যারিবিয়ান পোলার্ড’ও ব্যতিক্রম হয়। ২২ বছর বয়সে মুম্বই ফ্র্যাঞ্চাইজি’র হয়ে অভিষেক হয় তাঁর। মাঝের ১৩ বছরে ব্যাটে-বলে দলের অন্যতম সেরা ভরসা হয়ে ঊঠেছিলেন তিনি। তাঁর দৈত্যাকার ছক্কা আর ঘাতক স্লো বলগুলিতে ভর করে কত ম্যাচ যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে তার হিসেব মনে হয় দিতে পারবে না পরিসংখ্যানবিদের রেকর্ডের খাতাও। সতীর্থ’দের প্রিয় ‘পলি’ বিদায় নিলেন আইপিএল থেকে। বিদায়বেলায় তাঁর আবেগময় বক্তব্য ছুঁয়ে গিয়েছে দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমী’দের।

“হে বন্ধু, বিদায়!” IPL-এ আর দেখা যাবে না পোলার্ড’কে-

Kieron Pollard | image: twitter
Kieron Pollard bids farewell to Mumbai Indians after 13 glorious years.

জাঁকজমকে ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কিয়েরণ পোলার্ড(Kieron Pollard )নামের প্রতিভার সাথে পরিচিত হয় ২০১০ সালে। মুম্বই ইন্ডিয়ান্স জার্সি গায়ে চাপিয়ে ২২ বছরের অনামী প্রতিভা পোলার্ড প্রথম মরসুমেই ১৪ ম্যাচে ২৭৩ রান করেন। নজর কাড়ে তাঁর ১৮৫.৭১ এর দুরন্ত স্ট্রাইক রেট। বোলিং-এ নেন ১৫ উইকেট। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি। দেখতে দেখতে কেটে গিয়েছে ১৩ টা বছর। আস্তে আস্তে মুম্বই পল্টনের ঘরের ছেলে হয়ে উঠেছেন ত্রিনিদাদের পোলার্ড। কিয়েরণ পোলার্ড থেকে লাসিথ মালিঙ্গা, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব’দের কাছে হয়েছেন আদরের ‘পলি।’ ১৩ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৮৯ ম্যাচে ৩৪১২ রান এবং ৬৯ উইকেট নিয়েছেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাট করেও করেছেন ১৬টি অর্ধশতক, মেরেছেন ২২৩ টি ছক্কা। আইপিএলের ইতিহাসে শ্রেষ্ঠ অলরাউন্ডারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। শোনা যাচ্ছিলো বয়সের কারণে তাঁকে রিলিজ করতে চলেছে মুম্বই। এই খবর জানতেন পোলার্ড’ও। পুরনো দলের বিরুদ্ধে ব্যাট ধরতে মন চায় নি তাঁর। “মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যদি খেলার সুযোগ না আসে তা হলে তাদের বিরুদ্ধে খেলতে পারবো না!” আবেগঘণ মন্তব্য করে আইপিএল থেকেই সরে দাঁড়ালেন তিনি। শোনা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হতে পারেন তিনি। পোলার্ডের বিদায়ে তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন ট্যুইটার ব্যবহারকারী’রা। দেখে নিন ট্যুইট চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *