বুমরাহের সঙ্গে ওভাল টেস্টের আগেই দেশে ফিরলেন তারকা পেসার, খেলবেন না বলে স্পষ্ট বার্তা দিলেন তিনি !! 1

ইংল্যান্ড বনাম ভারতের (IND vs ENG) পঞ্চম টেস্ট ম্যাচ বৃহঃস্পতিবার থেকে শুরু হতে চলেছে। এই ম্যাচের আগে বর্তমানে চলতি সিরিজে ব্লু ব্রিগেডরা ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে ওভাল টেস্টে ভারতীয় দল পরাজিত হলে বা ড্র করলে সিরিজেও হারের সম্মুখীন হবে তারা। এইরকম পরিস্থিতির মধ্যেই শেষ মুহূর্তে দল গোছাতে শুরু করে দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মাঠে নেমে পিচ‌‌ও পর্যবেক্ষণ করেন দীর্ঘক্ষণ ধরে। তবে দলের মধ্যে চোট সমস্যা মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই এবার এই তারকা পেসার বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে পঞ্চম টেস্ট শুরু হ‌ওয়ার ৩৬ ঘন্টা আগেই দেশে ফিরে এলেন।

Read More: চন্দ্রকান্ত পন্ডিতের পদত্যাগের পর সামনে এলো KKR’এর নতুন প্রধান কোচের নাম, প্রাক্তন অধিনায়ক পাচ্ছেন দায়িত্ব !!

দেশে ফিরলেন তারকা পেসার-

বুমরাহের সঙ্গে ওভাল টেস্টের আগেই দেশে ফিরলেন তারকা পেসার, খেলবেন না বলে স্পষ্ট বার্তা দিলেন তিনি !! 2
Khalil Ahmed | Images: Getty Images

চলতি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে ভারতীয় ‘এ’ দল ইংল্যান্ড লায়ন্সের (IND ‘A’ vs ENG Lions) বিপক্ষে মাঠে নেমেছিল। এই সিরিজে ভারতীয় ‘এ’ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খলিল আহমেদ (Khalil Ahmed)। তিনি দলের হয়ে ৭০ রান খরচ করে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। এরপর কাউন্টি ক্রিকেটে সুযোগ পান এই তারকা পেসার। এসেক্স (Essex) খলিল আহমেদের সঙ্গে দুই মাসের চুক্তি স্বাক্ষরিত করে। এই চুক্তি অনুযায়ী ভারতীয় এই পেসারের এসেক্সের হয়ে ৬ টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং এক দিনের টুর্নামেন্টের ১০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার কথা ছিল।

কিন্তু কাউন্টিতে মাত্র দুটি ম্যাচ খেলে দেশে ফিরে এলেন খলিল আহমেদ (Khalil Ahmed)। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ভারতে ফিরে আসায় হতাশ হয়েছে এসেক্স কর্তৃপক্ষ। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “খলিল আহমেদ (Khalil Ahmed)দল ছেড়ে যাওয়ার কারণে আমরা খুবই হতাশ হয়েছি। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা সমস্যাটি মেনে নিয়েছি। এসেক্সকে নিজের সেরাট উজাড় করে দেওয়ার আপনাকে ধন্যবাদ জানাই।” উল্লেখ্য এখনও পর্যন্ত খলিল আহমেদ (Khalil Ahmed) দেশের হয়ে ১১ টি ওডিআই ম্যাচে ১৫ টি উইকেট এবং ১৮ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৬ টি উইকেট সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ২২ ম্যাচে তুলে নিয়েছেন ৬০ টি উইকেট।

নেই জসপ্রীত বুমরাহ-

বুমরাহের সঙ্গে ওভাল টেস্টের আগেই দেশে ফিরলেন তারকা পেসার, খেলবেন না বলে স্পষ্ট বার্তা দিলেন তিনি !! 3
Jasprit Bumrah | Images: Getty Images

ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) চতুর্থ টেস্টের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন নিতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) মতো তারকা অলরাউন্ডার। এরপর ম্যাঞ্চেস্টারে ম্যাচ চলাকালীন গুরুতর আঘাত পান ঋষভ পান্থ (Rishabh Pant)। এবার কাজের চাপ কমানোর জন্য জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পঞ্চম ম্যাচে মাঠে নামবেন না বলে খবর সামনে এসেছে। তিনি পিঠে আর যেন নতুন করে চোট না পান সেই নিয়ে পর্যবেক্ষণ করছেন চিকিৎসক দল।

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজের আগেই জানানো হয়েছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) মাত্র ৩ ম্যাচে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই তিনি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে মাঠে নেমে মোট ১৪ টি উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে সূত্র অনুযায়ী জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) বদলে আর্শদীপ সিং (Arshdeep Singh) ওভালে ভারতীয় টেস্ট দলের হয়ে অভিষেক করতে পারেন। এই তারকা পেসার এখনও পর্যন্ত দেশের হয়ে ৯ টি ওডিআই ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৬৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৯ উইকেট তুলে নিয়েছেন।

Read Also: ওভালে মেজাজ হারালেন গৌতম গম্ভীর, মাঠকর্মীদের সাথে তুমুল বাগ্‌বিতণ্ডা ভারতীয় কোচের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *