আবারও ফাইনালের স্বপ্ন ভঙ্গ হবে টিম ইন্ডিয়ার ‘পানোতি’ আম্পায়ারের হলো এন্ট্রি !! 1

IND vs SA: চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়া দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ফাইনালের মঞ্চে প্রবেশ করেছে। গতকাল সেমিফাইনালের মহা মঞ্চে ইংল্যান্ড দলকে পরাস্ত করে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় ফাইনালটি খেলতে চলেছে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকাতে এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত প্রথমবারেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করেছিল।

এরপর ২০১৪ সালে ভারতীয় দলের কাছে সেই সুযোগ আসলেও মেগা ফাইনালে ভারতীয় দল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল শ্রীলংকার বিরুদ্ধে। এবার রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে তৃতীয়বারের জন্য ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে পৌঁছে গেল। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল তাদের ফাইনাল ম্যাচটি খেলতে চলেছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের জন্য ফাইনালে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা।

Read More: সাফ জানালেন সানিয়া মির্জা, শামি বা শাহিদ কাপুর নন, মন দিয়েছেন এই সুপারস্টারকে !!

মেগা ম্যাচে এন্ট্রি নিলেন রিচার্ড কেটলবোরো

Richard Kettleborough and Richard Illingworth., ind vs sa
Richard Kettleborough and Richard Illingworth | Image: Getty Images

সেমিফাইনালের মঞ্চে আফগানিস্তানকে হারিয়ে তারা ফাইনালে টিকিট অর্জন করেছে আর মেগা ফাইনালের আগেই ভারতীয় দলের উপরে বেড়ে গেল চিন্তা। কারণ ফাইনালে স্বপ্ন ভঙ্গ করতে এই পানোতি আম্পায়ার নিলেন এন্ট্রি। প্রসঙ্গত আগামীকাল ম্যাচে (IND vs SA) মাঠের (অনফিল্ড) দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি এবং রিচার্ড ইলিংওয়ার্থের। তবে বিশ্বকাপের নক আউট স্টেজে আবার একবার রিচার্ড কেটলবোরোকে নিয়োগ করেছে আইসিসি।

তিনি মেগা ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে কাজ করবেন এবং রিচি রিচার্ডসন হতে চলেছেন ম্যাচ রেফারি। আসলে ভারতের কাছে পানোতি আম্পায়ার হলেন রিচার্ড কেটলবরো, আইসিসির এলিট প্যানেলের অংশ থাকা এই অভিজ্ঞ আম্পায়ার ভারতের সাম্প্রতিক নকআউট পর্বের ম্যাচগুলিতে একটি পরিচিত মুখ। এমনকি, তার উপস্থিতিতে ভারত ছয়বার নক আউট ম্যাচ খেলেছে এবং ছয়বারই ভারতকে পরাজিত হতে হয়েছে।

শেষবার তাকে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে দেখা গিয়েছিল এবং তার উপস্থিতি ভারতের আইসিসি টুর্নামেন্টের নকআউট ম্যাচের কাল। তবে এবার ভারতীয় সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আসলে রিচার্ড কেটলবোরোকে এবার মাঠের আম্পায়ার নয় বরং তিনি টিভি আম্পায়ারের ভূমিকা গ্রহণ করবেন। যদিও, এগুলো অতিক্রম করে টিম ইন্ডিয়া তাদের দুরন্ত প্রদর্শন বজায় রেখে দ্বিতীয় শিরোপা জয় করতে মোরিয়া হয়ে লড়াই করবে।

Read Also: IND vs SA: ভাগ্য খুললো রিংকু সিংয়ের, ফাইনাল দলে এন্ট্রি দিলেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *