karun-nair-was-seen-crying-at-lords

২০১৭-র গোড়ায় অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। তারপর দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেটের আঙিনায় নিরন্তর সংঘর্ষ চালাতে হয়েছে তাঁকে। অবশেষে কোহলি-রোহিতদের বিদায়ের পর ফের একবার শিকে ছিঁড়েছিলো কর্ণাটকের ব্যাটারের ভাগ্যে। আট বছর পর তাঁকে ফেরানো হয়েছিলো টিম ইন্ডিয়াতে। ইংল্যান্ড সিরিজে করুণকে নিয়ে আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো ক্রিকেটজনতার। সেই প্রত্যাশা আরও বেড়েছিলো ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ’র জার্সিতে তাঁর অসামান্য দ্বিশতরানের পর। পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে করুণ’কে, ঘোষণা করেছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর’ও। সেইমত ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পান তিনি। কিন্তু আহামরি সাফল্য পান নি করুণ (Karun Nair)। ব্যর্থতার সাথে সাথে উড়ে এসেছে সমালোচনা’ও।

Read More: ভাঙা পা নিয়েই দলের স্বার্থে সবাইকে চমকে দিয়ে বাইশ গজে হাজির ঋষভ পন্থ, ভাইরাল ভিডিও !!

লর্ডসে করুণের চোখ কান্নাভেজা-

Karun Nair | Image: Twitter
Karun Nair | Image: Twitter

লিডসে প্রত্যাবর্তন ম্যাচে শূন্য করে সাজঘরে ফিরেছিলেন করুণ (Karun Nair)। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ২০ রান করে উইকেট উপহার দেন প্রতিপক্ষ ইংল্যান্ডকে। করুণের উইকেট মোড় ঘুরিয়ে দিয়েছিলো ম্যাচের। শেষমেশ হারতে হয় ভারতীয় দল’কে। এজবাস্টনে টিম ইন্ডিয়া ৩৩৬ রানের ব্যবধানে জিতলেও আশাহত করেছিলেন করুণ (Karun Nair)। পছন্দের তিন নম্বরে ব্যাটিং-এর সুযোগ পেয়েছিলন তিনি। তা সত্ত্বেও ফেরেন ৩১ ও ২৬ রান করে। লর্ডসেও রানের মুখ দেখেন নি তিনি। প্রথম ইনিংসে করেন ৪০। আর দ্বিতীয় ইনিংসে যেভাবে বলের লাইন বুঝতে না পেরে লেগ বিফোর হন করুণ, তা বেশ দৃষ্টিকটূ দেখিয়েছিলো। চতুর্থ দিনের বিকেলে ফের একবার উইকেট বিসর্জন দিয়ে স্টোকসবাহিনীর সুবিধা করে দেন তিনি।

লাগাতার ব্যর্থতার পরে জাতীয় দলে জায়গা ধরে রাখা যে কঠিন হবে তা সম্ভবত সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীনই অনুমান করতে পেরেছিলেন করুণ নায়ার (Karun Nair)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ছবিতে দেখা গিয়েছে বেদনাক্লিষ্ট মুখে লর্ডসের ব্যালকনিতে বসে রয়েছেন তিনি। চোখে জল রয়েছে তাঁর। পাশে দেখা গিয়েছে কে এল রাহুল’কে। ঘরোয়া ক্রিকেটে একসাথে দীর্ঘদিন খেলেছেন রাহুল (KL Rahul) ও করুণ (Karun Nair)। একে-অপরের বেশ ভালো বন্ধু তাঁরা। সতীর্থের কঠিন সময়ে কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে রাহুল’কে। সেই সান্ত্বনার পরেও অবশ্য শেষরক্ষা হয় নি। ম্যাঞ্চেস্টারে করুণ’কে বাদ দিয়েই মাঠে নেমেছে ভারতীয় দল। হেডিংলেতে রান না পাওয়ায় বাদ পড়েছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। ওল্ড ট্র্যাফর্ডে ফেরানো হয়েছে তাঁকেই।

চোখে জল করুণের, দেখুন ছবি-

শেষের পথে করুণের টেস্ট অধ্যায়-

Karun Nair | Image: Getty Images
Karun Nair | Image: Getty Images

হেডিংলেতে টেস্ট অভিষেক হয়েছিলো সাই সুদর্শনের (Sai Sudharsan)। তিন নম্বরে তাঁকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। আর করুণ নায়ার খেলেন ছয় নম্বরে। প্রথম ইনিংসে শূন্য করে ফিরেছিলেন দু’জনেই। দ্বিতীয় ইনিংসে করুণ মুখ থুবড়ে পড়লেও কঠিন পরিস্থিতিতে নতুন বলের মুখোমুখি হয়ে সাই করেন ৩৬। তার পরেও তারুণ্যের বদলে অভিজ্ঞতায় আস্থা রাখে ‘মেন ইন ব্লু।’ এজবাস্টন ও লর্ডসে তামিলনাড়ুর তরুণকে সরিয়ে তিনে খেলানো হয়েছিলো করুণ’কে (Karun Nair)। কিন্তু জ্বলে উঠতে পারেন নি তিনি। অগত্যা সাইকেই ম্যাঞ্চেস্টারে পাঠানো হয়েছে তিন নম্বরে। কঠিন পিচে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। ২৩ বর্ষীয় ব্যাটারের সাফল্যই কার্যত বাজিয়ে দিয়েছে করুণের বিদায়ঘন্টা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই বাদ পড়তে পারেন তিনি। ৩৪ ছুঁইছুঁই বয়সে বাদ পড়লে ফেরার লড়াইটাও যে বেশ কঠিন হয়ে দাঁড়াবে তাও বলাই বাহুল্য।

Also Read: শুধুমাত্র ইংল্যান্ড সিরিজ নয়, শ্রীলঙ্কার বিপক্ষেও বাদ ঋষভ পান্থ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *