২০১৬ সালে হইচই ফেলে দিয়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। বীরেন্দ্র শেহবাগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিশতরান করেছিলেন তিনি। ওয়াংখেড়ের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ৩০৩* রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। এই সাফল্যের পর অবশ্য ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি টেস্টে রান না পাওয়ায় তাঁকে ছেঁটে ফেলা হয় টিম ইন্ডিয়া (Team India) থেকে। ২০১৭ সালে ধর্মশালার মাঠে লাল বলের ফর্ম্যাতে শেষবার দেশের জার্সিতে খেলেছেন করুণ (Karun Nair)। এর পরের আটটা বছর জীবনের একটা কঠিন অধ্যায় পেরোতে হয়েছে করুণকে। অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন কর্ণাটক রাজ্য দল থেকেও। ভাগ্যান্বেষণে তিনি পাড়ি দেন বিদর্ভে। সেখানে গিয়েই নিজেকে ফিরে পেয়েছেন তিনি। ফের একবার জাগা করে নিয়েছেন ক্রিকেটদুনিয়ার আলোচনায়।
Read More: IPL 2025: দিল্লী ক্যাপিটালসের নেতৃত্বে পাচ্ছেন না KL রাহুল, ফ্র্যাঞ্চাইজির পছন্দ এই তারকা ক্রিকেটার !!
বিজয় হাজারে ট্রফিতে করুণ ঝড়-
চলছে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। ভারতের ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্টে আগুনে ছন্দে রয়েছেন করুণ নায়ার। তাঁকে আউট করার উপায়ই যেন খুঁজে পাচ্ছেন না প্রতিপক্ষ বোলারেরা। বিদর্ভের জার্সিতে প্রথম ম্যাচে তিনি নেমেছিলেন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। ১১২ করে অপরাজিত থাকেন করুণ। দ্বিতীয় ম্যাচে ছত্তীশগড়ের বিরুদ্ধে তাঁর ব্যাট থাকে আসে অপরাজিত ৪৪ রান। এরপর চন্ডীগড়ের বিরুদ্ধে করেন ১৬৩*। চতুর্থ ম্যাচে করুণ (Karun Nair)। অপরাজিত থাকেন ১১১ রানে। উত্তরপ্রদেশের বিপক্ষে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে প্রথমবার আউট হন তিনি। তবে ১১১ ঠিকই করেন তিনি। এরপর মিজোরামের বিরুদ্ধে আর ব্যাট হাতে নামতে হয় নি তাঁকে। ১২ তারিখ রাজস্থানের বিরুদ্ধে ফের ১২২* করেছেন করুণ। টুর্নামেন্টে ৬ ইনিংসে তাঁর রান সংখ্যা ৬৬৪। গড়’ও ৬৬৪। শুনতে অবিশ্বাস্য লাগলেও, সত্যি এমনটাই।
কাউন্টি খেলতে যাচ্ছেন করুণ নায়ার-
দেশ ছেড়ে এবার বিদেশের মাঠেও নিজের দক্ষতা প্রমাণের চেষ্টায় করুণ নায়ার (Karun Nair)। সংবাদমাধ্যম সূত্রে খবর যে বিজয় হাজারে ট্রফির পর কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে যেতে পারেন তিনি। কাউন্টির আঙিনা একেবারে অপরিচিত নয় তাঁর কাছে। এর আগেও নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন তিনি। ডিভিশন-১-এর খেলায় বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেন তিনি। করেন দ্বিশতক’ও। এবারও নর্দাম্পটনশায়ারেই তিনি সই করেন, নাকি অন্য কোনো দলের হয়ে মাঠে নামেন সেদিকে নজর থাকবে ভারতের ক্রিকেটজনতার। জুন মাসে ইংল্যান্ড সফর রয়েছে টিম ইন্ডিয়ার। বেন স্টোকসদের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলার কথা বুমরাহ-ঋষভ পন্থদের। ইংল্যান্ডের পরিবেশে কাউন্টি ক্রিকেটে যদি ভালো পারফর্ম্যান্স করতে পারেন করুণ (Karun Nair), তাহলে মিডল অর্ডারে তাঁকে ফেরানোর সিদ্ধান্তও নিতে পারে নির্বাচক কমিটি।
ছিলেন সুযোগের অপেক্ষায়-
প্রথমে জাতীয় দল, পরে রাজ্য দল থেকে বাদ পড়ার পর রীতিমত বিপর্যস্ত ছিলেন করুণ নায়ার (Karun Nair)। ভেঙে পড়েছিলেন মানসিক ভাবে। সেই সময় ভাইরাল হয়েছিলো তাঁর একটি ট্যুইট। মিনতির সুরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “প্রিয় ক্রিকেট আমায় দয়া করে আর একটা সুযোগ দাও।” মঞ্জুর হয়েছে করুণের প্রার্থনা। কর্ণাটকের হয়ে না পারলেও বিদর্ভের জার্সিতে ফর্ম খুঁজে নিয়েছেন তিনি। সম্প্রতি বিজয় হাজারে ট্রফির সাফল্যের পর সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’কে সেই ট্যুইটের নেপথ্য কাহিনী জানিয়েছেন করুণ। বলেন, “আমার মনে হয় ওটা একটা আবেগপ্রবণ মুহূর্ত ছিলো। বেশী কিছু না ভেবেই ট্যুইটটা করে দিয়েছিলাম। সাধারণত আমি খুবই শীতল মস্তিষ্কের মানুষ। নিজের আবেগকে চেপে রাখতে পারি। কিন্তু ঐ মুহূর্তটা আমার জন্য সত্যিই খুব হৃদয়বিদারক ও হতশাজনক ছিলো।”
দেখুন সেই ট্যুইট’টি-
Dear cricket, give me one more chance.🤞🏽
— Karun Nair (@karun126) December 10, 2022