karun-nair-eyes-team-india-return

অপেক্ষা আর দিন কুড়ি’র। তারপরেই বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) মাঠে ফিরবে টিম ইন্ডিয়া (Team India)। চেন্নাই ও কানপুরের মাঠে দুটি টেস্টে পড়শি দেশের মুখোমুখি হতে চলেছে ‘মেন ইন ব্লু।’ লাল বলের যুদ্ধ থামছে না বাংলাদেশ সিরিজ দিয়েই। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের মহড়া নিতে হবে রোহিত-কোহলিদের। কিউইদের বিপক্ষে বেঙ্গালুরু, পুণে ও মুম্বইতে তিনটি টেস্ট রয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বিদেশের মাঠে মেগা দ্বৈরথ। শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। দায়িত্ব পাওয়ার পর টি-২০ ও ওডিআই ফর্ম্যাটে দলগঠনের ক্ষেত্রে বেশ কিছু চমক দিয়েছেন নয়া কোচ গৌতম গম্ভীর। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে কি নীতি নেন, তা বোঝা যাবে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা হলেই। রোহিত-অশ্বিন-কোহলিদের মত সিনিয়র’রা থাকবেন। তাঁদের সতীর্থ হতে চেয়ে সওয়াল করলেন করুণ নায়ার’ও।

Read More: প্রকাশ্যে অশ্বিনের পছন্দের IPL একাদশ, সফলতম ক্রিকেটারদেরই দিলেন না সুযোগ !!

ত্রিশতরানের অনন্য রেকর্ড রয়েছে করুণের-

Karun Nair | Team India | Image: Getty Images
Karun Nair | Image: Getty Images

ভারতের (Team India) জার্সিতে আন্তর্জাতিক আঙিনায় ত্রিশতরানের ইনিংস মাত্র তিনটি। দু’টি খেলেছেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে ৩০৯ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে করেন ৩১৯। তৃতীয় ইনিংসটির মালিক কর্ণাটকের করুণ নায়ার (Karun Nair)। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই অনন্য কৃতিত্ব স্থাপন করেছিলেন তিনি। ব্যাটিং সহায়ক বাইশ গজের দুর্দান্ত ফায়দা সেদিন তুলেছিলেন করুণ (Karun Nair)। ৩৮১ বলে ৩০৩ রানের ইনিংস খেলে থেকেছিলেন অপরাজিত। স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকসের মত তারকা বোলার ছিলেন ইংল্যান্ড একাদশে। কিন্তু করুণকে রোখার কোনো রাস্তা খুঁজে পান নি তাঁরা। ৩২ টি চার ও ৪টি ছক্কায় ইনিংস সাজিয়েছিলেন তিনি। ঐ ম্যাচে ১৯৯ করেন কে এল রাহুল। ৭১ রান এসেছিলো পার্থিব প্যাটেলের ব্যাটেও। ৭ উইকেটের ব্যবধানে ৭৫৯ তুলে ডিক্লেয়ার করেছিলো ভারত।

নজির গড়েও বাদ পড়েন করুণ নায়ার-

Karun Nair | Team India | Image: Getty Images
Karun Nair | Image: Getty Images

২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছিলো করুণ নায়ারের (Karun Nair)। কেরিয়ারের তৃতীয় টেস্টেই করে ফেলেছিলেন ধুন্ধুমার ত্রিশতক। বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতীয় (Team India) মিডল অর্ডারের নতুন তারকা হতে পারেন তিনি। কিন্তু ভাবনা আর বাস্তবের মধ্যে ফারাক থেকে গিয়েছে অনেকখানি। ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য সেই ইনিংসের পর আর মাত্র তিনটি টেস্টই খেলার সুযোগ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরু, রাঁচী ও ধর্মশালায় চারটি ইনিংসে পরপর ব্যর্থ হন। রান করেছিলেন যথাক্রমে ২৬, ০, ২৩ ও ৫। সাময়িক ব্যর্থতার পর আর তাঁকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয় নি টিম ইন্ডিয়া। ২০১৭ সালের ২৮ মার্চ শেষবার ভারতের (Team India) জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। এরপর কেটে গিয়েছে ৭টা বছর। ঘরোয়া ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করেছেন করুণ। কিন্তু একবারও তাঁকে ফেরানো হয় নি স্কোয়াডে। দরজা বন্ধই রেখেছেন নির্বাচকেরা।

প্রত্যাবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন করুণ-

Karun Nair | Image: Twitter
Karun Nair | Image: Twitter

বর্তমানে ৩২ বছর বয়স করুণ নায়ারের (Karun Nair)। দেশের হয়ে ৬টি টেস্ট ও ২টি একদিনের ম্যাচের বেশী এগোতে পারে নি তাঁর কেরিয়ার। কিন্তু আশাহত হচ্ছেন না তিনি। কর্ণাটকের তারকা নিয়মিত খেলেন ঘরোয়া ক্রিকেট। চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচকদের ভুল প্রমাণ করে জাতীয় দলে (team India) প্রত্যাবর্তন ঘটানোর। সম্প্রতি নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন। ১০ ম্যাচে ৫২.৫৭ গড়ে ৭৩৬ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন ইংল্যান্ডেও। বড় রানের নেশা এখনও যে অটুট রয়েছে তাঁর, তা বুঝিয়েছেন ২০২* রানের এক ম্যারাথন ইনিংস খেলে। সংবাদসংস্থা PTI-দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছেন করুণ। জানান, “আমার লক্ষ্য ভারতের হয়ে আবার টেস্ট ক্রিকেট খেলা। আমার দক্ষতার উপর আমার ভরসা আছে, স্বপ্নপূরণ হবেই, আমি আশাবাদী।” সামনেই রয়েছে বাংলাদেশ সিরিজ। করুণকে ফেরাবেন নির্বাচকেরা? উত্তরের অপেক্ষায় ক্রিকেটজনতা।

Also Read: Team India: হার্দিক বা গিল নয়, রোহিতের পর ওডিআই দলের নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *