karthik-wants-gill-pant-to-lead-india

নতুন এক যুগের সূচনা হয়েছে টিম ইন্ডিয়াতে (Team India)। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এগারো বছরের অপেক্ষার পর ২০২৪-এ দ্রাবিড় জমানার একদম শেষে আইসিসি টুর্নামেন্টে খেতাব জিতেছে ভারত। এক দশকের ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেলতে সক্ষম হয়েছে তারা। গম্ভীরের কাছে চ্যালেঞ্জ সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার। আগামী তিন বছরের মধ্যে দুটি টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল রয়েছে। সাথে থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপ’ও। ট্রফি জয়ের লক্ষ্য সামনে রেখে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে দল। বর্তমানের পাশাপাশি আগামীর প্রতিযোগিতাগুলির জন্যও পরিকল্পনা সাজিয়ে রাখার কাজ শুরু করে দিতে চাইছে তারা। চলছে ভবিষ্যতের তারকাদের চিহ্নিতকরণের কাজ। ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু হয়েছে আগামীর অধিনায়ক নিয়ে।

Read More: বিসিসিআই-এর উপেক্ষার জবাব দিলেন এই বোলার, বিধ্বংসী স্পেলে গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষকে !!

টি-২০তে নেতৃত্ব পেয়েছেন সূর্যকুমার-

Suryakumar Yadav and Hardik Pandya | Team India | Image: Getty Images
Suryakumar Yadav and Hardik Pandya | Image: Getty Images

২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে এক রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতে নিয়েছে ভারতীয় দল (Team India)। ২০০৭ সালের পর দ্বিতীয়বার কুড়ি-বিশের ফর্ম্যাটে পৃথিবীর সেরা দলের তকমা ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। সাফল্যের শিখর স্পর্শ করার পর বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মত সিনিয়র খেলোয়াড়রা সরে দাঁড়িয়েছেন টি-২০ থেকে। ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। হিটম্যানের অবসরের ফলে অধিনায়ক শূন্য হয়ে পড়েছিলো ভারতীয় টি-২০ দল (Team India)। পরবর্তী নেতা কে হবেন তা নিয়ে শুরু হয়েছিলো আলোচনা। দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২০২২ থেকে রোহিতের অবর্তমানে তিনিই সাদা বলের দুই ফর্ম্যাটে পালন করে এসেছিলেন নেতার দায়িত্ব। ভাবা হয়েছিলো জসপ্রীত বুমরাহ’র নাম’ও। কিন্তু সকলকে চমকে দিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকার ও কোচ গম্ভীর দায়িত্ব দেন সূর্যকুমার যাদব’কে।

ভবিষ্যতের অধিনায়ক বাছলেন কার্তিক-

Dinesh Karthik | Image: Getty Images
Dinesh Karthik | Image: Getty Images

টেস্ট ও ওডিআই ফর্ম্যাটে এখনও অধিনায়ক রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বর্তমান বয়স প্রায় ৩৮। আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। অন্যদিকে টি-২০ দলের দায়িত্বে থাকা সূর্যকুমার যাদবেরও (Suryakumar Yadav) বয়স’ও প্রায় ৩৪। দীর্ঘ কেরিয়ার পড়ে নেই তাঁর সামনেই। ফলত এখন থেকেই তিন ফর্ম্যাটের জন্য পরবর্তী নেতাদের কথা ভেবে রাখতে হচ্ছে বিসিসিআই-কে। কে এল রাহুল, জসপ্রীত বুমরাহ’রা আলোচনায় রয়েছেন। চর্চায় থাকছে হার্দিক পান্ডিয়ার নাম’ও। কিন্তু প্রাক্তনী দীনেশ কার্তিক (Dinesh Karthik) মনে করছেন দুই তরুণ তুর্কি শুভমান গিল (Shubman Gill) ও ঋষভ পন্থ’কে ‘গ্রুম’ করে তোলা উচিৎ আগামীর অধিনায়ক হিসেবে। সংবাদসংস্থা ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানালেন টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী তারকা।

কার্তিক বলেন, “দু’জন খেলোয়াড়ের নাম এই মুহূর্তে আমার মাথায় আসছে, যাঁদের মধ্যে সম্ভাবনা রয়েছে সবক’টি ফর্ম্যাটেই আগামীতে ভারতকে নেতৃত্ব দেওয়ার। একজন ঋষভ পন্থ, দ্বিতীয়জন শুভমান গিল। দু’জনেই নিজেদের আইপিএল দলের অধিনায়ক। ভারতকেও নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় ভবিষ্যতে সব ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নেতা হতে পারে ওরা।” বিসিসিআই-এর রেডারেও যে দুই তারকা রয়েছেন তার প্রমাণ মিলেছে আগেই। ২০২২-সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) নেতৃত্বভার দেওয়া হয়েছিলো ঋষভকে। সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে দেশের অধিনায়কত্ব করেছেন শুভমান। তাঁকে সীমিত ওভারের দুই ফর্ম্যাটে সহ-অধিনায়ক’ও করা হয়েছে। রোহিতের ছত্রছায়ায় থেকে নেতৃত্বের সহজপাঠ শিখুন শুভমান, চাইছে বোর্ড, সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছেন খোদ আগরকার।

দেখুন কি বলেছেন দীনেশ কার্তিক-

Also Read: ঋষভ পন্থকে বাদ দিয়েই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড বেছে নিলো টিম ইন্ডিয়া, সুযোগ পেলেন এই তরুণ তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *