karthik-want-rohit-gill-duo-in-ct-2025

আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার জানাচ্ছে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসর। টি-২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে হাজির ছিলেন পিসিবি প্রধান মহসীন নকভি (Mohsin Naqvi)। তিনি প্রস্তাবিত গ্রুপ বিন্যাস ও খসড়া সূচি জমা করে দিয়েছেন আইসিসি’র কাছে। অংশগ্রহণকারী আট দেশের মধ্যে পাকিস্তান যাওয়া নিয়ে প্রথমেই আপত্তি তুলেছে ভারত। তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলতে চেয়ে আবেদন করেছে। এখনও পর্যন্ত আইসিসি এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় নি। তবে জলঘোলা চলছেই। এই আবহেই টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গেমপ্ল্যান নিয়ে মুখ খুললেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। বেছে নিলেন আদর্শ ওপেনিং কম্বিনেশন।

Read More: ৬, ৬, ৬, ৪, ৬…হার্দিক হারিকেন দিল্লীর মাঠে, ‘ফিনিশিং টাচে’ করলেন বাজিমাত !!

ওপেনিং-এ শুভমানকেই চান দীনেশ কার্তিক-

Yashasvi Jaiswal, Rohit Sharma and Shubman Gill | CT 2025 | Image: Getty Images
Yashasvi Jaiswal, Rohit Sharma and Shubman Gill | Image: Getty Images

২০২২ সালে শেষবার ওডিআই-তে দেখা গিয়েছে শিখর ধাওয়ানকে। তারপর থেকে রোহিত শর্মা’র (Rohit Sharma) সাথে ওপেনিং স্লটে নিয়মিত দেখা গিয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। ব্যাট হাতে নানান পরিস্থিতিতে বড় রান করে নিজেকে প্রমাণও করেছেন তিনি। এশিয়া কাপের মত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। দ্বিতীয় দ্রুততম হিসেবে পা রেখেছেন আইসিসি র‍্যাঙ্কিং-এর মগডালে। আপাতত র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে শুভমান (Shubman Gill) বিশেষ রান না পাওয়ায় ক্রিকেটজনতার একটা অংশ চাইছেন, তাঁকে রিজার্ভ বেঞ্চে থেকে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) রোহিতের সঙ্গী হিসেবে ভাবা হোক। টেস্ট ও টি-২০তে ভারতের জার্সিতে মাঠে নেমেছেন যশস্বী, কিন্তু এখনও ওডিআই অভিষেক হয় নি তাঁর। অনভিজ্ঞ তারকাকে চাইছেন না দীনেশ কার্তিক।

শুভমান না যশস্বী (Yashasvi Jaiswal)? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার সংবাদসংস্থা ক্রিকবাজকে জানিয়েছেন, “কেন? রোহিত আর শুভমান খুবই ভালো জুটি। হ্যাঁ (যশস্বী) জয়সওয়ালের সামনে ব্যাক-আপ ওপেনার হওয়ার ভালো সুযোগ আছে। যদি শুভমান ভালো পারফর্ম করতে না পারে তাহলে সুযোগও পাবে। ভারতের মিডল অর্ডার’ও বেশ শক্তিশালী। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওরা (ভারত) আরও তিনটি ম্যাচ খেলবে। আমি নিশ্চিত যে রোহিত আর শুভমানের জুটিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ওপেন করবে।” ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। ২০২৭-এর টুর্নামেন্ট এখন নিশানায় রোহিতদের। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) তারই ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে ধরছে ‘মেন ইন ব্লু।’

CT 2025 খেলতে পাকিস্তান যাবে ভারত?

ICC Champions Trophy | Image: Getty Images
ICC Champions Trophy | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য গত বছরের এশিয়া কাপের মতই এক হাইব্রিড মডেল প্রস্তাব করেছে বিসিসিআই। নিজেদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহী বা শ্রীলঙ্কার মত কোনো দেশে খেলতে চেয়ে আইসিসি’র উপর চাপ বাড়াচ্ছে বিসিসিআই। কিন্তু আয়োজনের স্বত্ব ছাড়তে কোনো ভাবেই রাজী নয় পিসিবি’ও। তারা এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, “পিসিবি পাকিস্তানের তিনটি আইকনিক ভেন্যুতে বিশ্বমানের এক চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বদ্ধপরিকর। আমাদের ক্রিকেট অনুরাগীদের এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য আমরা সংকল্পবদ্ধ। সেই কারণে ইতিমধ্যেই পিসিবি আইসিসি’র কাছে এক খসড়া সূচি জমা করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।” দুই পড়শি দেশের দড়ি টানাটানিতে শেষমেশ জেতে কারা সেদিকেই তাকিয়েই সকলে।

Also Read: অবসর ঘোষণা কে এল রাহুলের, তারকার ইন্সটাগ্রাম পোস্টে হতবাক অনুরাগীরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *