বিশ্বকাপ জয়ী অধিনায়ক MS ধোনিকে বাদ দিয়ে ঘোষণা হলো টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা একাদশ, বিরাট সহ এই প্লেয়াররা পেলেন সুযোগ !! 1

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে, প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik) তিন ফরম্যাটে ভারতের সর্বকালের প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছেন। তার সেরা ভারতীয় একাদশে পাঁচজন ব্যাটসম্যান, দুইজন অলরাউন্ডার, দুইজন স্পিনার এবং দুইজন ফাস্ট বোলার রয়েছেন। কার্তিক যে একাদশ নির্বাচন করেছেন তাতে অনেক মহান কিংবদন্তিরা ঠাঁই পেয়েছেন।

যদিও, কার্তিকের নির্বাচিত দলে জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনির (MS Dhoni)। ধোনি ভারতের হয়ে ১৪ বছরেরও বেশি সময় খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৫হাজারের বেশি রান করেছেন। এমনকি ভারত তার নেতৃত্বে ৩টি আইসিসির শিরোপা জেতার পরেও কার্তিক তাকে তার সেরা দলে কোনো জায়গা দিলেন না।

ওপেনার হিসাবে রোহিত-সেহবাগকে চান ডিকে

rohit and sehwag, karthik
Rohit Sharma and Virender Sehwag | Image: Getty Images

গত এক দশক ধরে ভারতীয় দলের হয়ে ওপেনিং এর ভূমিকাটি পালন করছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিধ্বংসী মেজাজে তাকে এখনও পর্যন্ত ব্যাটিং করতে দেখা যাচ্ছে ৩৭ বছর বয়সেও। রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় নাম। বিশেষ করে সাদা বলেন দুই ফরম্যাটে তার রেকর্ড ছিল অসাধারণ, যে কারণে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) পছন্দের ওপেনার হিসাবে প্রথম স্থানে ঠাঁই হয়েছে রোহিত শর্মার। অন্যদিকে ভারতীয় দলের সেরা ওপেনারদের তালিকায় বীরেন্দ্র সেহবাগকে সুযোগ দিয়েছেন তাই দুই বিধ্বংসী ব্যাটসম্যানকে একসাথে ময়দান কাঁপাতে দেখা যাবে।

Read More: CT 2025: “প্রশ্নই নেই…” পাকিস্তানে যাচ্ছে ভারত? চ্যাম্পিয়ন্স ট্রফি জটিলতা বাড়লো জয় শাহ’র বয়ানে !!

টেন্ডুলকার-কোহলি’রা পেলেন সুযোগ

Sachin and virat, karthik
Sachin Tendulkar and Virat Kohli | Image: Getty Images

কার্তিক তিন নম্বরের জন্য প্রাক্তন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বেছে নিয়েছেন এবং ৪ নম্বরে তিনি মহান শচীন টেন্ডুলকারকে (Sachin Tendulkar) নির্বাচন করেছেন। টেন্ডুলকার ও দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান, ভারতীয় টেস্ট দলের ভীত ছিলেন এই দুই কিংবদন্তি। পাশাপাশি কার্তিক (Dinesh Karthik) পাঁচ নম্বরে আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত বিরাট কোহলিকে নির্বাচন করেছেন। বিরাট টেস্ট ক্রিকেটে আগেও ৫ নম্বরে ব্যাটিং করেছেন, যদিও ওডিআই ক্রিকেটে ৩ নম্বরে তিনি সেরা প্লেয়ার। তবে দলের স্বার্থে তাকে ৫ নম্বর স্থানেই সঠিক বলেই বিবেচনা করলেন ডিকে।

এই অলরাউন্ডাররা পেয়েছেন সুযোগ

কার্তিক অলরাউন্ডারদের মধ্যে যুবরাজ সিং (Yuvraj Singh) এবং রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) বেছে নিয়েছেন। দুজনেই একই ধরণের কাজ করে থাকেন দলের জন্য, দুজনেই দলের সেরা ফিল্ডার। যুবরাজ ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিং চালাতে সক্ষম তা জাদেজা বল ও ব্যাট হাতে খুবই কার্যকর প্রমান হন ভারতের জন্য।

বোলিংয় বিভাগে জায়গা পেয়েছেন ৪ কিংবদন্তি

স্পিন বিভাগে বর্তমান যুগের সেরা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও সর্বকালের সেরা ভারতীয় স্পিনার অনিল কুম্বলেকে (Anil Kumble) বেছে নেন কার্তিক। দুজনেই ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ম্যাচ উইনার, বিশ্বের তাবর তাবর ব্যাটসম্যানদের নিমেষে পরাস্ত করার ক্ষমতা রাখেন এই দুই কিংবদন্তি বোলার।

পাশাপশি কার্তিক ফাস্ট বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহকে (Jasprit Bumrah) এবং জহির খানকে (Zaheer Khan) এই তালিকায় সুযোগ দিয়েছেন। পাশাপশি, দলের ১২তম প্লেয়ার হিসাবে হরভজন সিংকে (Harbhajan Singh) বাছাই করে নিয়েছেন ডিকে।

কার্তিকের সেরা ভারত একাদশ

বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরা এবং জাহির খান।

Read Also: Dinesh Karthik: দীনেশ কার্তিক নয় এই বিদেশি খেলোয়াড়ের ঘর ভাঙছেন মুরলি বিজয়, শীঘ্রই করবেন বিয়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *