“বড় ভুল হয়েছে গুরু…” MS ধোনিকে নিজের একাদশ থেকে বাদ দেওয়ায় আফসোস করলেন দীনেশ কার্তিক, সকলের কাছে চাইলেন ক্ষমা !! 1

MS Dhoni: কয়েকদিন আগেই নিজের সেরা একাদশ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক (Dinesh Karthik)। কার্তিক তার ক্যারিয়ারে যাদের সাথে খেলেছেন তাদেরকে নিয়ে ভারতীয় দলের সেরা একাদশ নির্বাচন করেছিলেন। কার্তিকের বাছাই করা একাদশে রথী মহারথীদের সুযোগ দিলেও দলে সুযোগ তার বাছাই করা দলে সুযোগ হয়নি মহেন্দ্র সিং ধোনির আর এই পরিস্থিতিতে কার্তিকের বাছাই করা একাদশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দেয় অবশেষে নিজের ভুল স্বীকার করলেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি একসময় কার্তিকের বড় প্রতিপক্ষ ছিলেন। ধোনির প্রদর্শনের সামনে কার্তিকের ক্যারিয়ার প্রায় সমাপ্ত হয়ে গিয়েছিল।

ক্ষমা চাইলেন কার্তিক

Dinesh karthik, ms dhoni
Dinesh Karthik| Image: Getty Images

তবে, কার্তিক জনসম্মুখে ধোনিকে নির্বাচন না করায় ক্ষমা চাইলেন। কার্তিকের বেছে নেওয়া সেরা একাদশ নিয়ে তিনি বলেছেন, “ভাইরা, খুব বড় ভুল হয়ে গিয়েছে। আমি সত্যি ভুল করেছি। আমার বক্তব্য প্রকাশ করার পর আমি ভুলটা বুঝতে পেরেছি। আমি যে একাদশ বেছে নিয়েছিলাম তাতে কোনও উইকেটরক্ষককেই বাছাই করা হয়নি। ভাগ্যিস দলে রাহুল দ্রাবিড় ছিলেন, তাই সকলে ওনাকেই দলের উইকেটরক্ষক হিসাবে ভেবে নিয়েছেন। তবে, আমি দ্রাবিড়কে উইকেটরক্ষক হিসাবে দলে ভাবিনি। আমি দলে উইকেটরক্ষক বাছাই করতে ভুলেই গিয়েছিলাম। একজন উইকেট রক্ষক হয়ে আমি পার্ট টাইমার উইকেট রক্ষককে দলে রাখতে পারি না।

Read More: টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হচ্ছে শুভমান গিলের জন্য, প্রাক্তন অধিনায়ক ছিনিয়ে নিচ্ছেন জায়গা !!

আবার ধোনির প্রশংসা করে কার্তিক বলেন, “আমার দলের উইকেটরক্ষক হবেন ধোনি। যে কোনও ফরম্যাটের খেলা হোক, ধোনিই থাকবেন। আমার মতে উনি পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড়। আমি ধোনিকে আমার দলে সাত নম্বরে রাখব তাছাড়া দলের অধিনায়কও তিনিই থাকবেন।

এম এস ধোনির ক্রিকেট ক্যারিয়ার

MS Dhoni, t20 world cup
MS Dhoni | Image: Getty Images

ভারতীয় দলের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম সবার আগেই উঠে আসবে। তিনটি আইসিসি শিরোপা জয়ী অধিনায়ককে দলে জায়গা না দিয়ে বড় ভুল করেছিলেন কার্তিক। ভারতীয় দলের হয়ে মহেন্দ্র সিং ধোনি ৯০টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান বানিয়েছেন।

তাছাড়া এই ফরমেটে তিনি ছয়বার শতরান এবং ৩৩ বার অর্ধশত রানের গন্ডি পার করেছিলেন। ওডিআই ফরমেটে ধোনি ৩৫০ টি ম্যাচ খেলে ৫০.৫৮ গড়ে ১০,৭৭৩ রান বানিয়েছেন। তাছাড়া ক্যারিয়ার জুড়ে দশটি শতরান এবং ৭৩ টি অর্ধশত রান বানিয়েছেন তিনি। এছাড়া তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৮ টি ম্যাচ খেলেছেন ভারতের জার্সিতে। ৩৭.৬ গড়ে ও ১২৬.১৩ স্ট্রাইক রেটে ১৬১৭ রান বানিয়েছেন তিনি।

Read Also: MS Dhoni’কে ক্যাপ্টেন বানিয়ে বিরাট কোহলি প্রকাশ করলেন ভারতের সেরা একাদশ, জায়গা পেলেন না এই তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *