karnataka-cricketer-died-after-match

রাঁচীতে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) চতুর্থ টেস্ট। সিরিজ জয়ের হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এছাড়াও উৎসাহ রয়েছে আইপিএল নিয়েও। আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়ার কথা প্রতিযোগিতা। এর মাঝেই শোকের আবহ ক্রিকেটমহলে। টাইমস অফ ইন্ডিয়া (TOI) সূত্রে জানা গিয়েছে যে গত ২০ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কর্ণাটকের ফাস্ট বোলার হয়সালা কে (Hoysala K.)। এজিস সাউথ জোন টুর্নামেন্টে কর্ণাটকের হয়ে তিনি খেলছিলেন তামিলনাড়ুর বিরুদ্ধে। বেঙ্গালুরুর আরএসআই স্টেডিয়ামে ম্যাচ শেষে হাডল করছিলেন ক্রিকেটাররা। কথা ছিলো নৈশভোজে যাওয়ার। তখন মাঠের মধ্যেই আচমকা লুটিয়ে পড়েন হয়সালা।

Read More: IND vs ENG: লাঞ্চের আগেই সাজঘরে ফিরলেন রোহিত শর্মা, ইংল্যান্ডের থেকে ৩১৯ রান পিছিয়ে টিম ইন্ডিয়া !!

৩৫ বর্ষীয় ফাস্ট বোলারকে মাঠে লুটিয়ে পড়তে দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান মাঠে উপস্থিত মেডিক্যাল স্টাফেরা। তাঁকে সিপিআর’ও দেওয়া হয়েছিলো। কিন্তু ক্রিকেটারের তরফে সাড়া মেলে নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে হয়সালা কে’কে (Hoysala K.) সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর বোরিং হাসপাতালে। একইসাথে খবর দেওয়া হয় তাঁর আত্মীয়স্বজনদের। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সংবাদসংস্থা ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে বোরিং হাসপাতাল ও অটল বিহারী মেডিক্যাল কলেজের ডিন ডঃ মনোজ কুমার (Dr. Manoj Kumar)  জানিয়েছেন, “হয়শালাকে মৃত অবস্থাতেই আনা হয়েছিলো। সম্ভবত হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার মৃত্যু হয়েছে ওর। আমরা ময়নাতদন্ত করেছি। রিপোর্টের অপেক্ষা করছি।”

একটা সময় কর্ণাটক ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে ধরা হত হয়শালা কে’কে (Hoysala K.)। রাজ্য দলের হয়ে তিনি অনুর্দ্ধ-২৫ ক্রিকেট খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ কর্ণাটক প্রিমিয়ার লীগে তিনি খেলেছেন শিভামোগগা লায়ন্স দলের হয়ে খেলেছেন। দুঃখজনক ঘটনায় শোকস্তব্ধ কর্ণাটক। রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের মন্ত্রী দীনেশ গুন্ডু রাও এক্স-হ্যান্ডেলে লিখেছেন, “এজিস টুর্নামেন্টে খেলার সময় কর্ণাটকের উঠতি ক্রিকেটার, ফাস্ট বোলার কে হয়শালা’র মৃত্যুতে শোকাহত। ওনার পরিবার ও পরিজনদের প্রতি আমার সমবেদনা রইলো। সাম্প্রতিক কালে অল্পবয়সীদের মধ্যে হৃদরোগের ঘটনার ব্যাপক বৃদ্ধি স্বাস্থ্যসচেতনার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। বোঝায় যে আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের দিকে নজর রাখতেই হবে।”

দেখুন সেই ট্যুইটবার্তাটি-

Also Read: WPL 2024: “চ্যাম্পিয়নরা এমনই ক্রিকেট…”, শেষ বল ছয় মেরে ম্যাচ জেতা মুম্বাই ইন্ডিয়ান্সে নিয়ে উল্লাস টুইটারে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *