৭ বছরের ছোটো খেলায়োড়ের প্রতি অনুরক্ত হলেন করিনা, বিবাহিত না হলে করতেন বিয়ে!

বিরাট কোহলির দল আরসিবি ২০১৯ আইপিএলের লিগ পর্যায় থেকেই বিদায় নিয়েছিল। বিরাটের অধিনায়কত্বে আরসিবি অষ্টম বার আইপিএলের খেতাব অব্ধি পৌঁছতে ব্যর্থ হল। দল আইপিএলের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ায় বিরাট যথেষ্ট হতাশ ছিলেন। যদিও অভিনেত্রী করিনা কাপুর বিরাটকে নিয়ে এমন কথা বললেন যা শুনে অনুষ্কা শর্মাও অবাক হয়ে যেতে পারেন। আসুন জেনে নিই করিনা ঠিক কি বলেছেন বিরাটকে নিয়ে।
৭ বছরের ছোটো খেলায়োড়ের প্রতি অনুরক্ত হলেন করিনা, বিবাহিত না হলে করতেন বিয়ে!! 1
সিনেমার প্রোমোশনে পৌঁছে ছিলেন করিনা

করিনা কাপুর খান নিজের আসন্ন ছবি ‘বীরে দি ওয়েডিং’ এর প্রমোশনে ব্যস্ত রয়েছেন। আইপিএল চলাকালীনই করিনা কাপুর খান, আইপিএলে ফাইনাল নিয়ে একটি টিভি শো ‘ক্রিকেট ফাইনাল পার্টি তো বনতি হ্যায়’ এর সেটে পৌঁছেছিলেন। করিনা নিজের ছবির প্রমোশন করার পাশাপাশি ক্রিকেট সংক্রান্ত সমস্ত প্রশ্নেরই জবাব দিয়েছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে বিরাটকে নিয়ে অনেক কথাই বলেন তিনি, জানান বিরাট তার হৃদয়ে রাজত্ব করেন। বিরাটের পর করিনার হৃদয়ে সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনও রাজ করেন।
৭ বছরের ছোটো খেলায়োড়ের প্রতি অনুরক্ত হলেন করিনা, বিবাহিত না হলে করতেন বিয়ে!! 2
‘ক্রিকেট ফাইনাল পার্টি তো বনতি হ্যায়’ এর সেটে নিজের ছবির প্রমোশন চলাকালীন ক্রিকেট সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন করিনা। ঠিক সেই সময় তাকে প্রশ্ন করা হয় যে তার মতে তিনি কোন ক্রিকেটারকে সবচেয়ে ফিট মনে করেন। জবাব দেওয়ার সময় করিনার মুখে সবার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামই আসে।
৭ বছরের ছোটো খেলায়োড়ের প্রতি অনুরক্ত হলেন করিনা, বিবাহিত না হলে করতেন বিয়ে!! 3
তিনি বলেন, “ আমার বিরাট কোহলিকে পছন্দ। কারণ দারুণ ফিট, আর ওকে আমার ভীষণ হট লাগে। আমার কেন উইলিয়ামসনকেও ভাল লাগে, ওকেই ভীষণ হট মনে হয়”। যদিও এর পরই করিনা দ্রুত বলেন যে আমার নিজের নবাবকে পছন্দ। সম্প্রতি শেষ হওয়া আইপিএলে আরসিবি রাজস্থানের কাছে হেরে লীগ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল।
৭ বছরের ছোটো খেলায়োড়ের প্রতি অনুরক্ত হলেন করিনা, বিবাহিত না হলে করতেন বিয়ে!! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *