সংবাদের শিরোনামে থামতে পছন্দ করেন যোগরাজ সিং (Yograj Singh)। টিম ইন্ডিয়ার কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং-এর বাবা যখনই মুখ খোলেন, তখনই শুরু হয় বিতর্ক। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সম্পর্কে তাঁর মূল্যায়ন নিয়ে রীতিমত ঝড় ওঠে ক্রিকেটদুনিয়ায়। সম্প্রতি ‘আনফিল্টারড উইথ সমদীশ’ নামে একটি অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন তিনি। সেখানেও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন যোগরাজ (Yograj Singh)। তাঁর কথায় উঠে এসেছে পুত্র যুবরাজের কেরিয়ার, বিশ্বকাপ জয় ও ক্যান্সারের মত বিষয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে যোগরাজ যা বলেছেন তার মধ্যে নারীবিদ্বেষ খুঁজে পেয়েছেন অনেকেই। হিন্দি ভাষা সম্পর্কেও তাঁর মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রাক্তন সতীর্থ ও বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব’কে (Kapil Dev) নিয়ে মুখ খুলেও বিতর্কের আগুন জ্বালিয়েছেন যোগরাজ।
Read More: টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ? রোহিতের উত্তরসূরির খোঁজ শুরু বিসিসিআই-এর !!
কপিল’কে খুন করতে চেয়েছিলেন যোগরাজ-
ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন যোগরাজ সিং (Yograj Singh)। কিন্তু বেশীদূর এগোতে পারেন নি। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৩টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে তাঁর কেরিয়ার ১টি টেস্ট ও ৬টি একদিনের ম্যাচেই সীমিত থেকে গিয়েছে। কেরিয়ারের অকালমৃত্যুর জন্য বরাবর ‘হরিয়ানা হারিকেন’ কপিল দেবকেই (Kapil Dev) দায়ী করে এসেছেন তিনি। দল থেকে বাদ পড়ার পর সেই ক্রোধ যে দাবানল হয়ে উঠেছিলো তা ‘আনফিল্টারড উইথ সমদীশ’ অনুষ্ঠানে জানিয়েছেন যোগরাজ (Yograj Singh)। বলেন, “কপিল দেব ভারত, নর্থ জোন ও হরিয়ানার অধিনায়ক হওয়ার পর আমায় কোনো কারণ ছাড়ায় বাদ দিয়েছিলো দল থেকে। আমার স্ত্রী আমায় বলে কপিলকে এর কারণ জিজ্ঞেস করতে। আমি তখন বলেছিলাম, ‘এই লোকটাকে শিক্ষা দেব’।”
ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে খুন করতে চেয়েছিলেন, অকপটে জানিয়েছেন যোগরাজ (Yograj Singh)। “…নিজের পিস্তল বের করে সেক্টর-৯-এ কপিলের বাড়িতে গেছিলাম। ও বেরিয়ে এসেছিলো নিজের মায়ের সাথে। আমি তখন ওকে প্রচণ্ড গালিগালাজ করি। বলেছিলাম, ‘তুমি একজন বন্ধু হারালে। এর মূল্য তোমায় দিতে হবে’।” কপিলের মায়ের জন্যই সেই সময় রাগ সংবরণ করেছিলেন, জানিয়েছেন যোগরাজ (Yogaj Singh)। “…আমি বলেছিলাম, ‘তোমার মাথায় গুলি করতে চাই আমি। কিন্তু তোমার মা যেহেতু একজন ধর্মপ্রাণ মহিলা, তাই তা করছি না‘,” ফাঁস করেছেন তিনি। এই ঘটনার পরেই তিনি পুত্র যুবরাজকে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে তৈরি করার সংকল্প নিয়েছিলেন, জানান যোগরাজ (Yograj Singh)।
পাত্তা দিতেই রাজী নন কপিল-
যোগরাজ সিং-এর (Yograj Singh) বিস্ফোরক স্বীকারোক্তির পর হইচই পড়ে গিয়েছে ক্রিকেটদুনিয়ায়। ঘটনার সত্যতা যাচাই করতে খোদ কপিল দেবকেই (Kapil Dev) এই নিয়ে প্রশ্ন করা হয়েছিলো। একটি অনুষ্ঠানের যোগ দেওয়ার কথা ছিলো ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী অধিনায়কের। সেখানে পার্কিং লটেই তাঁকে রীতিমত ঘিরে ধরেন সাংবাদিকরা। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে রাজী নন কিংবদন্তি তারকা। প্রথমে বলেন, “কে? কার কথা বলছেন আপনারা?” “যোগরাজ সিং, যুবরাজ সিং-এর বাবা,” ধোঁয়াশা দূর করেন ঐ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা। তার পরেও বিশেষ হেলদোল দেখা যায় নি কপিলের (Kapil Dev) মধ্যে। শান্ত স্বরেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। জানান, “আছা! আর কিছু?” বিতর্ক থেকে তিনি যে শতহস্ত দূরে থাকতে চান তা কপিলের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট।
দেখুন কপিলের প্রতিক্রিয়া-
Kapil Dev said “Yograj singh kon hai”?😭 pic.twitter.com/h6qkSho9UW
— Dhonism (@Dhonismforlife) January 13, 2025
Also Read: “একজন নির্ভীক মানুষ…” যোগরাজ সিং-এর ভোলবদল, প্রশংসায় ভরালেন MS ধোনি’কে !!