kaneria-thinks-rishabh-can-lead-india

২০২২ সালের ৩০ ডিসেম্বর, এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবনটাই ওলটপালট হয়ে গিয়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant)। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকিতে নিজের বাড়ি ফিরছিলেন নববর্ষ উদ্‌যাপন করতে। ভোররাতে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উলটে যায় গাড়ি টি। সাথে সাথে আগুন লেগে যায় তাতে। উইন্ডস্ক্রিণ ভেঙে বেরিয়ে আসতে পারায় কোনোক্রমে রক্ষা পান ক্রিকেট তারকা। কিন্তু মারাত্মক চোট লেগেছিলো হাঁটুতে। গভীর ক্ষত তৈরি হয়েছিলো মুখে, পিঠে, পায়েও। প্রথমে দেহরাদুন ও পরে মুম্বইতে হয় চিকিৎসা। কোকিলাবেন আম্বানি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হয় ঋষভের (Rishabh Pant)। এরপর শুরু হয় নিরন্তর লড়াই। ১৪ মাসের জন্য ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে। আদৌ ক্রিকেটের দুনিয়ায় কখনও ফিরতে পারবেন কিনা তা নিয়েই ছিলো সংশয়।

Read More: কানপুর টেস্টের আগে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার !!

ফুরিয়ে যান নি, বুঝিয়েছেন ঋষভ পন্থ-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

চোটের কারণে ২০২৩ সালে একটি ম্যাচ’ও খেলতে পারেন নি ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএল, বর্ডার-গাওস্কর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ওডিআই বিশ্বকাপ-সবকিছুই মাঠের বাইরে থেকে দেখতে হয়েছে তাঁকে। সতীর্থেরা যখন বাইশ গজের দুনিয়ায় ব্যাট বা বল হাতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তখন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে একাকী রিহ্যাব চালিয়ে গিয়েছেন ঋষভ (Rishabh Pant)। হার মানেন নি তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। শেষমেশ ২০২৪-এর মার্চে তাঁর খেলার ব্যপারে সবুজ সংকেত দেন চিকিৎসকেরা। সেইমত আইপিএলে দিল্লী ক্যাপিটালসের (DC) জার্সিতে প্রত্যাবর্তন হয় তাঁর। মাঠে ফিরেই বুঝিয়ে দেন যে দুর্ঘটনা তাঁর কেরিয়ার থেকে একটা বছর কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু তাঁর দক্ষতায় মরচে ধরাতে পারে নি। আইপিএলে অনবদ্য খেলেন তিনি। হন দিল্লী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

টেস্ট প্রত্যাবর্তনেও উজ্জ্বল ঋষভ-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

আইপিএলের পর টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই, কিন্তু টেস্টের ময়দানে নামার সুযোগ আসে নি সেপ্টেম্বরের আগে। অবশেষে চলতি মাসের ১৯ তারিখ চেন্নাইয়ের চেপকে বাংলাদেশের বিপক্ষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ক্যালেন্ডারের হিসেবে ২১ মাস পর লাল বলের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটান টিম ইন্ডিয়ার অন্যতম ‘ম্যাচ উইনার।’ এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাঠেও হেলায় ভারতকে ম্যাচ জিতিয়েছেন তিনি। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও দলের সাফল্যে অবদান রাখলেন তিনি। প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতিতে করেন লড়াকু ৩৯। আর দ্বিতীয় ইনিংসে মারমুখী ঋষভের ব্যাটে দেখা গেলো ধুন্ধুমার শতরান। কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরানের সাথে সাথে তিনি স্পর্শ করেন ধোনিকেও (MS Dhoni)। কিংবদন্তির ৬ টেস্ট শতক এসেছিলো ৯০ ম্যাচে। মাত্র ৩৪ টেস্টেই সেই রেকর্ডে ভাগ বসালেন ঋষভ।

পন্থে মুগ্ধ দানিশ কানেরিয়া-

Danish Kaneria | Image: Twitter
Danish Kaneria | Image: Twitter

প্রত্যাবর্তন টেস্টে ১২৮ বলে ১০৯ করে ক্রিকেটদুনিয়ার কুর্নিশ আদায় করে নিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর মাঠে ফেরাকে সর্বকালের অন্যতম সেরা বলেছেন অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট’ও। এবার তাঁর প্রশংসায় মাততে শোনা গেলো পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়াকেও (Danish Kaneria)। ভারতীয় সংবাদমাধ্যম IANS-কে দেওয়া সাক্ষাৎকারে পন্থকে আগামী টেস্ট অধিনায়ক হিসেবে বেছেছেন তিনি। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কানেরিয়া জানিয়েছেন, “অধিনায়কত্বের জন্য আমার মনে হয় যে ঋষভ পন্থ হতে পারেন সঠিক পছন্দ। ও (ঋষভ পন্থ) পরবর্তী অধিনায়ক হতে পারে কারণ ও একজন উইকেটরক্ষক, পাশাপাশি বিচক্ষণ আর একজন দারুণ টেস্ট খেলোয়াড়। যেভাবে ও টেস্ট খেলে, যেভাবে বোলারদের সাথে সংযোগ রক্ষা করে, আমার মনে হয় ও অধিনায়ক পদের জন্য যোগ্য প্রার্থী।”

দেখুন কি জানিয়েছেন কানেরিয়া-

Also Read: একই দলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটার’রা, প্রকাশিত সম্মিলিত টি-২০ একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *