টি-২০ বিশ্বকাপে ভরাডুবির জের, অবসরের পথে হাঁটছেন খোদ অধিনায়ক !! 1

অন্যতম ফেভারিট হিসেবে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরুটা করেছিলো নিউজিল্যান্ড (NZ)। ২০২১ সালে ফাইনাল খেলেছিলো তারা, ২০২২ সালের কুড়ি-বিশের বিশ্বকাপেও পৌঁছেছিলো সেমিফাইনালে। এবারও কেন উইলিয়ামসনদের (Kane Williamson) থেকে ভালো পারফর্ম্যান্সের আশায় ছিলো ক্রিকেটবিশ্ব। তাদের গ্রুপ সি’তে শীর্ষ বাছাই-এর তকমাও দেওয়া হয়েছিলো। কিন্তু বাস্তবে দেখা গেলো সম্পূর্ণ উল্টো চিত্র। মুখ থুবড়ে পড়লো ব্ল্যাক ক্যাপসরা। প্রথম ম্যাচে আফগানিস্তানের (AFG) বিরুদ্ধেই লজ্জার পরাজয়ের সম্মুখীন হতে হয় তাদের। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা গুটিয়ে যায় মাত্র ৭৫ রানে। বেনজির ব্যাটিং ব্যর্থতার সৌজন্যে হারতে হয় ৮৪ রানের বিশাল ব্যবধানে।

দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (WI) বিরুদ্ধেও ঘুরে দাঁড়াতে পারে নি কিউই শিবির। প্রতিপক্ষকে ১৪৯ রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন বোলাররা। কিন্তু আরও একবার ব্যর্থতা সঙ্গী হয় নিউজিল্যান্ড ব্যাটারদের। শেষবেলায় গ্লেন ফিলিপস (Glenn Phillips) চেষ্টা করলেও ১৩৬ রানেই থামতে হয় তাদের। টানা দুই হার টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকেই দিয়েছিলো উইলিয়ামসন-স্যান্টনারদের। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের ভালো পারফর্ম্যান্সের সুবাদে আর ঘুরে দাঁড়াতে পারে নি তারা। কাজে আসে নি উগান্ডা ও পাপুয়া নিউ গিনি’র (PNG) বিরুদ্ধে বড় জয়’ও। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নিউজিল্যান্ডকে। হতশ্রী পারফর্ম্যান্সের পর আতসকাঁচের মুখে ক্রিকেটাররা। ব্যাপক রদবদল আশা করছেন সমর্থকেরা।

Read More: আফগানিস্তান ম্যাচের আগেই অবসর নিলেন এই খেলোয়াড়, সিদ্ধান্তে হতবাক ক্রিকেটবিশ্ব !!

বোল্টের মতই অবসর নিতে পারেন উইলিয়ামসন-

Kane Williamson | T20 World Cup | Image: Getty Images
Kane Williamson | T20 World Cup | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)  মিটতেই নিউজিল্যান্ডের জার্সি তুলে রেখেছেন ট্রেন্ট বোল্ট। তারকা বোলার ইতি টেনেছেন ১৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে। ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে অধিনায়ক কেন উইলিয়ামসন’ও (Kane Williamson) সরে দাঁড়ান কিনা তা নিয়েই এখন চলছে চর্চা। দেশের হয়ে পাকিস্তান সিরিজ না খেলে আইপিএলে অংশ নিয়েছিলেন উইলিয়ামসন। যদিও গুজরাত টাইটান্স অধিকাংশ ম্যাচেই তাঁকে রেখেছিলো রিজার্ভ বেঞ্চে। কুড়ি-বিশের বিশ্বকাপেও (T20 World Cup) আহামরি ফর্মে দেখা যায় নি তাঁকে। আফগানিস্তানের (AFG) বিরুদ্ধে করেন ৯ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১। উগান্ডার বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামতে হয় নি। পাপুয়া নিউ গিনি’র (PNG) বিরুদ্ধে করেন অপরাজিত ১৮। এহেন অফ ফর্মে থাকা ‘অধিনায়ক’কে প্রশ্নবাণে বিদ্ধ হতে হচ্ছে দল ছিটকে যেতেই।

২০২৬-এ ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত পরবর্তী টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলবেন? সাংবাদিকদের প্রশ্নের কোনো স্পষ্ট জবাব দিতে পারেন নি কেন উইলিয়ামসন (Kane Williamson)। খানিক ইতস্তত করে উত্তর দেন, “আমি ঠিক জানি না এখনও।” একই সাথে পারফর্ম্যান্সের ময়নাতদন্ত’ও করেছেন তিনি। জানান, “এটা আমাদের কাছে একটা অভিনব অভিজ্ঞতা। পরিস্থিতি খুবই কঠিন ছিলো ব্যাটারদের জন্য। কিন্তু কোনো না কোনো উপায় খুঁজে বার করতেই হত।” সবার শেষে যাত্রা শুরু করেছিলো নিউজিল্যান্ড। সেইদিকেও ইঙ্গিত করেছেন কেন। বলেন, “এটা (টি-২০ বিশ্বকাপ) শুরু হতে অনেক সময় লাগলো। আর তার কিছুদিনের মধ্যেই আমরা ছিটকে গেলাম। এটা খুবই অস্বস্তিদায়ক ছিলো। আমরা চেয়েছিলাম ভালোভাবে শুরু করতে, কিন্তু পারি নি।”

Also Read: T20 World Cup: জুনিয়র সাকিবের দাপটে নেপালকে হারালো বাংলাদেশ, পা রাখলো সুপার এইটে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *