"ধোনি মাঝে না আসলে ওদিন..." ইশান্ত শর্মার সাথে কথাকাটাকাটি নিয়ে মুখ খুললেন কামরান আকমল, করলেন এক বেফাঁস মন্তব্য !! 1

Kamran Akmal: সামনেই বিশ্বকাপ (WC 2023) আর এই বিশ্বকাপে ভারত ও পাকিস্তান (IND vs PAK) দুই দল মুখোমুখি হতে চলেছে। দুই দল মুখোমুখি হলে উষ্ণতার পারদ ঠিকরে পরে, ঠিক তেমনই দুই দলের একটাই লক্ষমাত্রা থাকে আর সেটি হলো বিপক্ষ দলকে হারানো। তবে, বর্তমান দিনে ইন্ডিয়া-পাক ম্যাচে প্লেয়াররা ফাইন এড়াতে খুব বেশি কথা কাটাকাটি করতে দেখা যায়না। তবে, পুরানো দিনে প্লেয়ারদের মধ্যেই কিছু না কিছু নিয়ে লেগেই থাকতো। ঠিক তেমনই পাকিস্তানের প্রাক্তন উইকেট-রক্ষক ব্যাটসম্যান কামরান আকমল (Kamran Akmal) ইশান্ত শর্মার (Ishant Sharma) সাথে তার লড়াইয়ের সময় সেদিন কী ঘটেছিল তা প্রকাশ করেছেন। পাশাপাশি এটাও বলেন যে, এম এসধোনি (MS Dhoni) মাঝে না আসলে ঘটনার পরিণাম অন্য হত।

Read More: “ও একজন নার্ভাস ক্যাপ্টেন…” বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে একহাত নিলেন শোয়েব আখতার !!

 

ঈশান্তের সাথে ঝামেলায় জড়ান কামরান

Ishant Sharma kamran akmal
Ishant Sharma and Kamran Akmal | Image: Getty Images

শুধু যে ঈশান্তের সঙ্গেই কামরানের ঝামেলা হয়েছিল এমনটা নয়, তার সাথে কথা কাটাকাটি হয়েছিল গৌতম গম্ভীরেরও (Gautam Gambhir)। গম্ভীরের বিষয়েই প্রথম মুখ খোলেন কামরান। তিনি বলেন যে এটি ভুল বোঝাবুঝির কারণেই হয়েছিল। কামরান আকমল (Kamran Akmal) একটি পডকাস্টে গৌতম গম্ভীরের সাথে তার লড়াই সম্পর্কে প্রকাশ করে বলেছেন, “ওটা এশিয়া কাপের কথা ছিল, বোলিং করছিলেন সাঈদ আজমল। আমি গৌতম গম্ভীরের একটা ক্যাচ লুপি, যদিও সেটি তার ব্যাটে লাগেনি তাই আম্পায়ার নটআউটের ঘোষণা দেন। তবে আমি জানতাম না যে তিনি আক্রমণাত্মক ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি নিজের সাথে কথা বলে। আর ওদিন উনি নিজেকেই কিছু বলেছিলেন আর সেটা আমি ভেবেছিলাম আমাকে বলেছেন। ওটা শুধু মাত্র ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে।“পাশাপাশি গম্ভীরের প্রশংসা করে তিনি বলেন, “তিনি খুব ভালো লোক, আমরা পরে একই দলের হয়ে খেলেছি এবং আমরা ভালো বন্ধুও।

ধোনি ও রায়না বাঁচান কামরানের ক্যারিয়ার

Ishant Sharma , kamran akmal , suresh raina
Ishant Sharma, Kamran Akmal and Suresh Raina | Image: Getty Images

গম্ভীরের পর আকমল ঈশান্তের প্রসঙ্গ টানেন। তার সঙ্গে লড়াই প্রসঙ্গে কামরান আকমল বলেন, “আমি সত্যি বলছি, তিনি আমাকে একটা গালি দিয়েছিলেন, তারপর আমি তাকে ২০ টা গালি দেই। এবার তখন আমরা ভারতে ছিলাম আর
টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আহমেদাবাদ যাচ্ছিলাম। ফ্লাইটে ইন্ডিয়া-পাক দল একসাথেই যাতায়াত করে। সামনের সিটে বসে বিরাট, আমি, শোয়েব মালিক, হাফিজরা বসে গল্প করছিলাম। ঠিক তখনই ইশান্ত তার বলা কথাটি মেনে নেন তখন আমার সাথে যারা ছিলেন তারা সবাইই আমার পক্ষ নেন।” পাশাপাশি সুরেশ রায়না (Suresh Raina) ও এমএস ধোনির (MS Dhoni) বেশ প্রশংসা করেন কামরান। এবিষয়ে আরও বলতে গিয়ে বলেন, “ওদিন আমাদের মাঝে রায়না ও ধোনি চলে আসেন, ওনারা জানতেন কে কি করেছেন তাই বিষয়টি মিটমাট করে দেন। আসলে আমি সমস্যায় পোর্টের পারতাম এবং আমার ম্যাচ ফি ও হতো, এমনকি আমাকে কয়েক ম্যাচের জন্য ব্যান হতে হতো।

Read More: লক্ষৌ দল থেকে বিদায় নিশ্চিত গৌতম গম্ভীরের, ঠিক হয়ে গেলো আগামী মরসুমের গন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *