World Cup 2023: “ওর খেলার সম্ভাবনা কম…” এই ক্রিকেটারকে বিশ্বকাপের দলে দেখছেন না মহম্মদ কাইফ !! 1

World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপ। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। টুর্নামেন্টের সম্পূর্ণ সূচিও প্রকাশ করা হয়েছে আয়োজক সংস্থা আইসিসির তরফে। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসতে চলেছে ভারতে। তবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালের টুর্নামেন্টের থেকে একটু আলাদা এবারের বিশ্বকাপ। এই প্রথম সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজিত হবে ভারতে। ৪৬দিন ধরে দেশের দশ শহরে খেলা হবে ৪৮টি ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনের পর ১৯ নভেম্বর সেই আহমেদাবাদেই যবনিকা পড়বে প্রতিযোগিতার। দুটি সেমিফাইনাল আয়োজিত হবে মুম্বই এবং কলকাতায়। এছাড়াও আয়োজক শহরের তালকায় রয়েছে হায়দ্রাবাদ, দিল্লী, চেন্নাই, পুণে, লক্ষ্ণৌ, বেঙ্গালুরু এবং ধর্মশালা।

দেশের মাঠে এই বার বিশ্বকাপ (ICC World Cup 2023)  খেলতে নামবে ভারত। ২০১১ সালে ওয়াংখেড়েতে ভারতীয় ক্রিকেটজনতার প্রত্যাশা পূরণ করে ট্রফি জিতেছিলো দল। তারপর থেকে বিশ্বমঞ্চে কেবলই জুটেছে ব্যর্থতা। ২০১৫ এবং ২০১৯ সালে সেমিফাইনালেই থেমে গিয়েছে অভিযান। এবার বারো বছরের অপেক্ষা শেষে তৃতীয় খেতাব জয়ের আশায় মরিয়া ভারতীয় দল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ‘মেন ইন ব্লু’ সেই কারণে শুরু করেছে নিবিড় প্রস্তুতিও। কেমন হবে ভারতীয় দল, কারা পাবেন জায়গা? কাদেরই বা রাখা হবে বাতিলের খাতায়? এই চর্চা এখন চলছে ঘরে-ঘরে। বিশ্বকাপের উত্তাপ থেকে দূরে থাকতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরাও। আসন্ন প্রতিযোগিতায় ভারতের সম্ভাব্য স্ট্র্যাটেজি নিয়ে চলছে কাটাছেঁড়া। সম্প্রতি মহম্মদ কাইফ (Mohammad Kaif) বাছলেন পছন্দের বিশ্বকাপ একাদশ। তিনি জায়গা দিলেন না যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)।

Read More: বিশ্বকাপে নেই রোহিত-কোহলি, দলের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার হাতেই তুলে দেওয়ার ভাবনা BCCI-এর !!

ব্যাটে-বলে ভারসাম্য থাকছে কাইফের একাদশে-

Indian Cricket Team | World CUp 2023 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

আসন্ন বিশ্বকাপের জন্য যে একাদশ বেছে নিয়েছেন প্রাক্তনী মহম্মদ কাইফ (Mohammad Kaif) সেখানে সাম্প্রতিক ফর্মের পাশাপাশি নজরে রাখা হয়েছে দলের ভারসাম্য’র দিকটিও। কাইফের দলে শুরুতেই থাকছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সাথে ওপেনার হিসেবে ইনিংসের সূচনা করবেন শুভমান গিল (Shubman Gill)। তিন নম্বরে ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। চোট সারিয়ে ফিরে চার নম্বরে খেলবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভালো ছন্দে থাকলেও বিশ্বকাপের চূড়ান্ত দলে উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষণের (Ishan Kishan) জায়গা হবে না বলেই মত তাঁর। বরং চোট সারিয়ে ফিরে স্টাম্পের পিছনে দাঁড়াবেন কে এল রাহুল (KL Rahul)। পাঁচে ব্যাট করবেন তিনি। ছয় ও সাতে কাইফের পছন্দ দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

পিচের চরিত্র অনুযায়ী আট নম্বরে কখনও অক্ষর প্যাটেল আবার কখনও শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) খেলানোর পক্ষে সওয়াল করেছেন কাইফ (Mohammad Kaif)। তাঁর একাদশে দুই পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami) এবং জসপ্রীত বুমরাহ। শামি বর্তমানে রয়েছেন বিশ্রামে। আর চোট সারিয়ে উঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী ১৮ অগস্ট থেকে মাঠে ফেরার অপেক্ষায় জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) অভিজ্ঞ দুই পেসারকে খেলিয়েই বিশ্বকাপে ভারত বাজিমাত করতে পারবে বলে মনে করেন ২০০২ ন্যাটওয়েস্ট ফাইনালের নায়ক। বিশেষ করে বুমরাহ’র প্রত্যাবর্তনের উপর বেশ জোর দিতে দেখা গিয়েছে তাঁকে। মহম্মদ সিরাজের জায়গা হয় নি তাঁর বিশ্বকাপ (ICC World Cup 2023)  একাদশে। এছাড়া এক বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তিনি কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) জায়গা দেওয়ার পক্ষে।

চাহালের সম্ভাবনা দেখছেন না কাইফ-

Yuzvendra Chahal | World Cup 2023 | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

বিশ্বকাপের (ICC World Cup 2023)  জন্য ভারতের যে সম্ভাব্য একাদশ সামনে এনেছেন মহম্মদ কাইফ , তাতে স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব থাকছেন। পিচের চরিত্র বুঝে তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকে (Axar Patel) খেলানো যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু যুজবেন্দ্র চাহাল’কে জায়গা দেওয়ার পথে হাঁটেন নি তিনি। দেশের হয়ে ৭২টি একদিনের ম্যাচে ১২১ উইকেট নেওয়া চাহালকে (Yuzvendra Chahal) হালফিলে একদিনের ম্যাচে খেলানো হচ্ছে না। জানুয়ারি মাসের ২৪ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছিলেন তিনি। এমনকি তাঁর ফর্মও বিশেষ ভালো নয় পঞ্চাশ ওভারের খেলায়। সব দিক মাথায় রেখেই চাহালের বদলে একাদশের জন্য কুলদীপকে বেছে নিয়েছেন কাইফ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “কুলদীপ অবশ্যই খেলবে। কুলদীপ, জাদেজা এবং অক্ষর-এই স্পিনারের পর আদৌ চতুর্থ স্পিনারের জায়গা দলে রয়েছে কিনা তা বলা মুশকিল…” ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি একদিনের ম্যাচেও খেলানো হয় নি চাহালকে। সেই দিকে ইঙ্গিত করে কাইফ (Mohammad Kaif) এর পর বলেন, “…চাহাল যখন এখানে (ওয়েস্ট ইন্ডিজে) প্রথম একাদশে খেলছে না, তাহলে ধরে নেওয়া যায় প্রথম পছন্দ নয় ও। দেখুন অক্ষর প্যাটেল খেলছে, (রবীন্দ্র জাদেজা) খেলছে, কুলদীপ (যাদব) খেলছে। সেই তালিকায় চার নম্বরে রয়েছে চাহাল। ওর পক্ষে বিশ্বকাপ খেলা কঠিন হবে।”

দেখে নিন কাইফের সম্পূর্ণ সাক্ষাৎকারটি-

Also Read: WI vs IND: ‘ধোনির থেকে শিখতে হবে হার্দিককে’, তিলকের হাফ সেঞ্চুরি করতে না দেওয়ায় মাহি-বিরাটের ভিডিও শেয়ার করে তোলপাড় ফ্যানদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *