এই বছর আইপিএলে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের দীর্ঘদিনের আশা পূরণ করে। এই টুর্নামেন্টে ট্রফি না পাওয়ার স্বপ্নকে বাস্তব করে নতুন ইতিহাস রচনা করেন বিরাট কোহলি (Virat Kohli)। রজত পাটিদারের (Rajat Patidar) অধিনায়কত্বেই কাটে দীর্ঘদিনের ব্যর্থতার হতাশা। কিন্তু এরপর জয়ের আনন্দের মধ্যে সাধারণ ভক্তদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিতর্ক তৈরি হয়। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে সমালোচনার মুখে পড়েন কর্মকর্তা থেকে ক্রিকেটাররা। এরপরই এই দল বিক্রির কথা সামনে উঠে আসে। এবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সহ মালিক আরসিবি কেনার বিষয়ে আগ্ৰহ দেখালেন।
Read More: “ওকে ইচ্ছা করেই সুযোগ দিচ্ছে না…” রোহিতের ছায়ায় ঢাকা জয়সওয়ালের পাশে দাঁড়ালেন মদন লাল !!
আরসিবি কিনতে চলেছে এই কম্পানি-

বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের (RCB) মালিকানা রয়েছে গ্রেট ব্রিটেনের একটি সংস্থার কাছে। তারা একাধিক সমস্যার মুখে দাঁড়িয়ে লাভের অঙ্ক খুঁজে না পেয়ে অবশেষে এই জনপ্রিয় দলটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় কোম্পানি আরসিবিকে কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে আদানি গোষ্ঠী আইপিএল দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করে আসছে। তারা এবার বিরাট কোহলির (Virat Kohli) এই দলটিকে কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে খবর সামনে এসেছে।
তবে এর মধ্যেই সূত্র অনুযায়ী আরসিবি দল কেনার বিষয়ে অনেকটাই এগিয়ে গেছে জেএসডব্লিউ গোষ্ঠী (JSW Group)। সূত্র অনুযায়ী এই কোম্পানির অন্যতম পরিচালক পার্থ জিন্দাল (Parth Jindal) ইতিমধ্যেই দল কেনার বিষয়ে আলোচনা শুরু করেছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল জেএসডব্লিউ গোষ্ঠীর আইপিএলের অপর একটি দল দিল্লি ক্যাপিটালসে ৫০ শতাংশ মালিকানা রয়েছে। নিয়ম অনুযায়ী দুটি দলের মালিকানার সঙ্গে কোনো সংস্থা যুক্ত থাকতে পারবেন না। ফলে আরসিবি কিনতে হলে পার্থ জিন্দালদের দিল্লির মালিকানা ছাড়তে হবে।
ট্রফি জিতেও বিতর্ক-

এই বছর আইপিএলের প্রথম থেকে রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে দুরন্ত ফর্মে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছিল তারা। এরপর শেষ চারের লড়াইয়ে এবং ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে দাপটের সঙ্গে ট্রফি জয় করে প্রথমবারের মতো ভক্তদের আসা পূরণ করে ব্যাঙ্গালুরু। ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
এই তারকা ব্যাটসম্যান ১৫ ম্যাচে সংগ্রহ করেন ৬৫৭ রান। বল হাতে জশ হ্যাজেলউড (Josh Hazlewood) নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। কিন্তু ট্রফি জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে বদলে যায়। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ট্রফি জয়ের উদযাপনকে ঘিরে পদপিষ্টের ঘটনা ঘটে। ১১ জন সাধারণ ক্রিকেট ভক্তের মৃত্যুর ঘটনা সামনে উঠে আসে। তারপরেই কর্মকর্তাদের ব্যবস্থাপনার সমালোচনা করে ছিলেন নেটিজেনরা। তারকা ক্রিকেটারদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছিল।