IPL বন্ধ হতেই RCB ছাড়ছেন এই তারকা ক্রিকেটার, বললেন ধন্যবাদ !! 1

বন্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য বন্ধ করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আসর। একসপ্তাহ বাদে আইপিএল গভর্নিং কাউন্সিল কবে থেকে আইপিএল শুরু হতে পারে তার সিদ্ধান্ত নেবেন। সূত্রের দাবি, এবার ভারতের মাটিতে আইপিএল হওয়ার সম্ভাবনা কম। বিদেশের মাটিতে অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে আইপিএলে। অন্যদিকে, পাকিস্তান সুপার লীগের ম্যাচও পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বাঁকি ম্যাচগুলো আরব আমিরাতে হবে বলে সূত্রের খবর।

দুরন্ত ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল

Ipl
RCB | Image: Getty Images

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের কথা বলতে গেলে, এসময় তারা দুরন্ত ছন্দে রয়েছে। বিগত কয়েক বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স দল আসতে আসতে তাদের ছন্দ খুঁজে পাচ্ছে। ১৮ বছর আইপিএল খেলেও ট্রফি জিততে ব্যার্থ বিরাট কোহলির (Virat Kohli) এই দলটি। তবে, চলতি মৌসুমে কোহলিদের দল ১১টি ম্যাচ খেলে ৮টি ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের বাঁকি থাকা ৩ ম্যাচের মধ্যে একটি ম্যাচেই জিতলে প্লে-অফের টিকিট কনফার্ম ছিল। তবে, আগামী এক সপ্তাহ কোনো রকম খেলা হবে না আর তাতেই সমস্যার পাহাড় ভেঙে পড়লো দলের উপর।

Read More: IPL 2025: মেলে নি ট্রেন ব্যবহারের অনুমতি, ক্রিকেটারদের সরিয়ে আনতে নয়া পরিকল্পনা BCCI-এর !!

বৃহস্পতিবার ধরমশালাতে পাকিস্তানের ড্রোন আক্রমণের জেরে মাঝপথেই বন্ধ করতে হয়েছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের লড়াই। শুক্রবার লখনউ বনাম আরসিবি ম্যাচ শুরুর আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছে আগামী ৭ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে আইপিএল। সূত্রের খবর, ভারত ও পাকিস্তানের যে কঠিন পরিস্থিতি তার মাঝেই ভারত ছাড়ার পরিকল্পনা করেছেন একাধিক বিদেশি খেলোয়াড়।

ভারত ছাড়ছেন তারকা অজি

Ipl 2025
Josh Hazlewood | Image: Getty Imagea

এই সময়ের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তারা জানিয়েছে, গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড, স্থানীয় প্রশাসন, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে। আইপিএলে অংশ নেওয়া অজি ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। আর খেলোয়াড়দের মধ্যে একজন হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের তারকা খেলোয়াড়ও। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের বোলিং বিভাগের মূল মুখ হয়ে উঠেছেন অজি তারকা জোশ হ্যাজেলউড (Josh Hazlewood)। সূত্রের দাবি তিনি এই পরিস্থিতিতে ভারত ছাড়তে চাইছেন এবং যত শীঘ্রই সম্ভব নিজের দেশে ফিরে যেতে চাইছেন। জোশ হ্যাজেলউড এবারের আইপিএলে ১০ ম্যাচে ওভার পিছু ৮.৪৪ রান দিয়ে ১৮ উইকেট নিয়েছেন। তাকে যদি আরসিবি বাঁকি ম্যাচের জন্য দলে না পায় তাহলে তাদের প্রথম ট্রফি জয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

Read Also: PSL খেলতে গিয়ে ফাঁসলো ডেভিড ওয়ার্নার সহ এই বিদেশি খেলোয়াড়রা, দেশে ফেরার রাস্তা হলো বন্ধ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *