Joss Buttler, ipl,rr, kkr
Jos Buttler | Image: Getty Images

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। আপাতত পয়েন্ট তালিকার বিচারে আপাতত শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস (RR)। ৯ ম্যাচের মধ্যে ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট পেয়ে প্লে-অফের টিকিট প্রায় কনফার্ম করে ফেলেছে। দলের এই পারফরমেন্সের পিছনে অন্যতম বড় ভূমিকা রয়েছে জস বাটলারের (Jos Buttler)। চলতি আইপিএলে তিনি ৩১৯ রান বানিয়েছেন ১৫০ স্ট্রাইক রেটে।

প্রাণ হারালেন জশ

Josh Baker, ipl 2024
Josh Baker | Image: Getty Images

আর এই আইপিএল চলাকালীন উঠে আসলো এক দুঃসংবাদ। প্রাণ হারালেন জশ বাটলারের সতীর্থ তরুণ ক্রিকেটার জশ। মাত্র ২০ বছর বয়সে প্রাণ হারালেন জশ বেকার (Josh Baker)। উস্টারশায়ারে ১৬ মে ২০০৩ সালে জন্মগ্রহণ করেন এই তরুণ প্লেয়ার। ইংলিশ কাউন্টি দল উস্টারশায়ার মারফত বৃহস্পতিবার খবর পাওয়া গিয়েছে। ঘরোয়া ক্লাবের হয়েই খেলতেন বেকার। গত মাসে তিনি দুটি ম্যাচ খেলেছে এমনকি গত বুধবার সমারসেট দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলার সুযোগ পান এবং ৩ উইকেট তুলে নেন।

Read More:  বিশ্বকাপের আগেই এই খেলোয়াড়কে ব্যান করলো ICC, উঠলো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ !!

যদিও কোন কারণে বেকারের মৃত্যু হয়েছে তা জানায়নি ক্লাব কতৃপক্ষ। ক্লাব কতৃপক্ষর থেকে জানানো হয়েছে, “জশের মৃত্যুর খবর আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। জশ শুধুমাত্র একমাত্র সতীর্থ ছিলেন তিনি সব কিছুর উর্থে ছিলেন। তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই তার অভাব বোধ করবো।

২০ বছর বয়সে প্রাণ হারালেন জশ বেকার

Josh Baker, ipl 2024
Josh Baker | Image: Twitter

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বেকারের (Josh Baker)। বামহাতি স্পিনার রূপে তার আবির্ভাব ঘটে এবং ৪৭ ম্যাচে ৭০ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাছাড়া ২৫ টি সাদা বলের ফরম্যাটে তিনি ২৭ উইকেট তুলে নেন। বল হাতে নয়, ব্যাট হাতেও দলকে জেতাতে অবদান রেখেছিলেন তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন বেকার। পাশাপশি, গর বছর তিনি উস্টারশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করেন।

Read More: IPL 2024: “এতটা অসংবেদনশীন হবেন না…” সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার দীপক চাহার, ফুঁসে উঠলেন বোন মালতী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *