আজ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবুধাবিতে ২০২৬ আইপিএলের (IPL 2026) নিলামের আসর বসেছে। এই মিনি নিলামে একাধিক দেশি-বিদেশি তারকাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাদের মধ্যে অনেকেই পুরোনো ক্রিকেটারদের ফিরিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু আগ্ৰহ প্রকাশ করলেও এবং পার্সে টাকা থাকা সত্ত্বেও ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ফিরিয়ে আনেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একইভাবে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) জনি বেয়ারস্টোকে (Jonny Bairstow) উপেক্ষা করে। এবার এই তারকা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন।
Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!
অবিক্রিত জনি বেয়ারস্টো-

২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। তবে তার মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ আসে। টুর্নামেন্ট চলাকালীন উইল জ্যাকস (Will Jacks) জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন। তার পরিবর্তে বেয়ারস্টোকে দলে নিয়ে আসা হয়। প্লে অফে রোহিত শর্মার ( Rohit Sharma) সঙ্গে ওপেনিং করতে নেমে তিনি দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন।
এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানকে নিতা আম্বানির দল আবার ফিরিয়ে আনবে বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। তার বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। কিন্তু মিনি নিলামে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি দুরের কথা মুম্বাই কোনোরকম আগ্ৰহ দেখাইনি। অবিক্রিত থেকে যান এই ইংলিশ তারকা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট-

আইপিএলের মিনি নিলামে অবিক্রিত থাকার পর এবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে রোহিত শর্মার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরে ব্যাটিং করতে নামার একটি ছবি পোস্ট করেন। তার নিচে লেখেন, “আমাদের যাত্রাপথ ছোটো হলেও মধুর ছিল। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।” এই পোস্টের রিপ্লাই করে মুম্বাই ইন্ডিয়ান্স।
ফ্র্যাঞ্চাইজি উত্তর দিয়ে লেখে, “যাত্রাপথ ছোটো হলেও মধুর এবং বিশেষ ছিল। পরবর্তী সময়ের আগে পর্যন্ত আপনাকে ধন্যবাদ জানাই।” ফলে আগামী সময় আবারও এই ফ্রাঞ্চাইজির হয়ে জনি বেয়ারস্টোর খেলার সম্ভাবনা রয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত আইপিএলে ৫২ টি ম্যাচে মোট ১৬৭৪ রান সংগ্রহ করেছেন।