Punjab Kings, ipl 2025
Punjab Kings | Image: Getty Images

আজ মরশুমের শেষ ম্যাচটি খেলতে চলেছে পাঞ্জাব কিংস (PBKS)। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আজ লীগের শেষ ম্যাচটি খেলতে চলেছে পাঞ্জাব (SRH vs PBKS)। তবে, আবার একবার নতুন ক্যাপ্টেনের হাতে উঠতে চলেছে পাঞ্জাব কিংসের দায়িত্ব। চলতি মরশুমে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) পাঞ্জাব কিংসে নেতৃত্ব দিচ্ছিলেন, তবে চোটের কারণে তাকে আইপিএল ২০২৪ থেকে ছিটকে যেতে হয়েছে।

দেশে ফিরে গিয়েছেন স্যাম কুরান

Sam Curran, pbks
Sam Curran | Image: Getty Images

ধাওয়ানের অবর্তমানে পাঞ্জাব দলকে নেতৃত্ব দিচ্ছিলেন স্যাম কুরান (Sam Curran)। তবে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে তাদের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের দেশে ফেরার আদেশ দিয়েছিল। যে কারণে একাধিক ইংল্যান্ডের প্লেয়াররা চলে গিয়েছেন ইংল্যান্ডে। পাঞ্জাব দলে রয়েছেন একাধিক ইংলিশ প্লেয়ার, স্যাম কারান (Sam Curran), জনি বেয়ারস্টোরা (Jonny Bairstow), লিয়ম লিভিংস্টোনরা (Liam Livingstone) পাঞ্জাব ক্যাম্প ছেড়ে ইংল্যান্ডে পারি দিয়েছেন। তাই শেষ ম্যাচে পাওয়া যাবে না দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন স্যাম কুরানকে।

Read More: “ধোনি না থাকলে কোনোদিন…” বিরাট কোহলির উপর অকপট সুনীল গাভাস্কার, করলেন বেফাঁস মন্তব্য !!

জিতেশ শর্মা দেবেন পাঞ্জাব দলকে নেতৃত্ব

Ipl 2024, pbks vs mi
Sam Curran and Jitesh Sharma | Image: Getty Images

সেই কারণেই স্যাম কারানের পরিবর্তে শেষ ম্যাচে পঞ্জাবকে নেতৃত্ব দেবেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। এই নিয়ে তৃতীয় বার পরিবর্তন হলো পাঞ্জাব দলের ক্যাপ্টেন। নতুন ক্যাপ্টেন জিতেশ শর্মাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন জয় দিয়েই মরশুমের পরিসমাপ্তি করতে চান তিনি। যদিও, মরশুমের শুরুতে জিতেশ শর্মাকে দলের সহ অধিনায়ক বানানো হলেও জিতেশকে ধাওয়ানের অনুপস্থিতিতে তাকে ক্যাপ্টেন করেনি পাঞ্জাব ম্যানেজমেন্ট। তবে, শেষমেষ দলের অধিনায়ক হতে প্রস্তুত জিতেশ।

চলতি মরশুমে চেনা ছন্দে দেখা যাচ্ছে না জিতেশকে। ১১ ইনিংসে ১৪.০৯ গড়ে ও ১২২.০৫ স্ট্রাইক রেটে তিনি ১৫৫ রান বানিয়েছেন। পাশাপশি, আজ পাঞ্জাব দলে কেবল দুই বিদেশিকে পাওয়া যাবে। অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিশ (Nathan Ellis) ও দক্ষিণ আফ্রিকার রিলি রুশোকে (Rilee Rossouw)। উল্লেখ্য, পঞ্জাব কিংস চলতি আইপিএলে মোট ১৩ ম্যাচ খেলে ৫টি জয়ের সঙ্গে ১০ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় নবম স্থানে বিরাজমান রয়েছে, আজ হায়দ্রাবাদকে পরাস্ত করলে তারা গুজরাত টাইটান্সকে ছাপিয়ে যাবে পয়েন্ট তালিকার বিচারে।

Read Also: IPL 2024: ম্যাচ ফিক্সিং-এর ছায়া চিন্নাস্বামীতে, চেন্নাই তারকার বোলিং অ্যাকশন জাগালো সন্দেহ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *