ICC-র  শীর্ষপদে বসা হচ্ছে না জয় শাহের, অঙ্কুরেই বিনষ্ট হলো ভারতীয় বোর্ড সচিবের স্বপ্ন !! 1

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম নিঃসন্দেহে জয় শাহ (Jay Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রথমবার বাইশ গজের দুনিয়ায় পা রাখেন। এরপর কেবলই উপরের দিকে উঠেছেন তিনি। পেয়েছেন ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর সচিব পদে। প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দ্বিতীয়বার মনোনয়ন না পেলেও জয় শাহ (Jay Shah) অভূতপর্ব ভাবে দ্বিতীয় দফাতেও থেকে গিয়েছেন সচিব হিসেবে। নতুন সভাপতি রজার বিনি’র (Roger Binny) সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছেন দায়িত্ব। দেশে ছেড়েও মহাদেশেও নিজের ক্রিকেটীয় কর্তৃত্ব স্থাপন করেছেন তিনি। এশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন দুইবার।

দেশ, মহাদেশের ক্রিকেটের শীর্ষস্তরে দায়িত্ব সামলানোর পর এবার বিশ্ব ক্রিকেটের মসনদে বসার সংকল্প নিয়েছিলেন জয় শাহ (Jay Shah)। বর্তমানে আইসিসি চেয়ারম্যান পদে রয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay)। নিজের দ্বিতীয় টার্মে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আগামী নভেম্বরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদের নির্বাচন হওয়ার সম্ভাবনা। দিনকয়েক আগেই খবর এসেছিলো যে ভারত থেকে পদপ্রার্থী হতে পারেন জয় শাহ (Jay Shah)। এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহরের পর তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসি’র চেয়ারম্যান পদে বসতে পারতেন তিনি। কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হলো সেই সম্ভাবনা। আজ সংবাদসংস্থা PTI সূত্রে জানা গিয়েছে যে বিসিসিআই সচিবের আইসিসি যাত্রার স্বপ্ন আপাতত স্থগিত থাকছে।

Read More: IND vs ENG: হায়দ্রাবাদের গ্যালারিতে ভাইরাল যশস্বী জয়সওয়ালের ‘গার্লফ্রেন্ড’, জেনে নিন তাঁর সম্পূর্ণ পরিচয় !!

আইসিসি নয়, এশীয় ক্রিকেটেই থাকছেন জয় শাহ-

Jay shah | Image: Getty Images
Jay Shah | Image: Getty Images

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সংবিধান অনুযায়ী সভাপতি’র মেয়াদকাল দুই বছর। ২০২১ সাল থেকে পদে রয়েছেন জয় শাহ (Jay Shah)। কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে সংস্থার দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০২১ ও ২০২২ সালে ইতিমধ্যেই একটি টার্ম সম্পূর্ণ করেছেন। ২০২৩ সালে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকেই। ২০২৪ সালে দ্বিতীয় দফায় মেয়াদ ফুরানোর কথা তাঁর। দিনকয়েক আগে সংবাদমাধ্যম সূত্রে শোনা গিয়েছিলো পূর্ব এশিয়ার বালিতে এশীয় ক্রিকেট কাউন্সিলের (ACC) যে সাধারণ বার্ষিক সভা আয়োজিত হবে, সেখানে দ্বিতীয় টার্ম শেষ হওয়ার আগেই সরে দাঁড়াবেন তিনি। আইসিসি’র চেয়ারম্যান পদে থাকতে হলে অন্য কোনো সংস্থার কোনো পদে থাকা যায় না, সেই কারণেই তড়িঘড়ি সরে দাঁড়ানোর সম্ভাবনা ছিলো জয় শাহের (Jay Shah)।

কিন্তু বাস্তবে দেখা গেলো উলটো চিত্র। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে যে এসিসি’র সভায় সর্বসম্মতিক্রমে রেকর্ড তৃতীয় টার্মের জন্য জয় শাহ’ই (Jay Shah) প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। অর্থাৎ ২০২৫ ও ২০২৬ সালেও তিনি থাকছেন মহাদেশীয় ক্রিকেট সংস্থার শীর্ষপদে। এসিসি’র দায়িত্ব গ্রহণ করার পর আপাতত যে তাঁর আইসিসি চেয়ারম্যান পদে বসা হচ্ছে না তা একরকম পরিষ্কার হয়ে গেলো। ২০২২ সালে বিসিসিআই-এর সচিব পদে দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়েছিলেন তিনি। আইসিসি’র পদে না যাওয়ার কারণে সেই দায়িত্বেও আপাতত বহাল থাকবেন জয় শাহ’ই (Jay Shah)। বালিতে আজকের সভায় ২০২৫-এর এশিয়া কাপ নিয়েও আলোচনার কথা ছিলো। আয়োজনের দৌড়ে এগিয়ে ছিলো সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। শেষমেশ কার ভাগ্যে শিকে ছিঁড়েছে, তা দিনকয়েকের মধ্যেই জানানো হবে বলে মনে করা হচ্ছে।

Also Read: বিমানেই অসুস্থ তারকা ওপেনার মায়াঙ্ক আগরওয়াল, ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হলো থানায় !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *