সৌরভ সরতেই প্রশ্নের মুখে ‘পিঙ্ক বল’ টেস্টের ভবিষ্যৎ, আয়োজনে গড়িমসি বিসিসিআই-এর !! 1

টেস্ট ক্রিকেটের দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম, এই অভিযোগ ওঠে প্রায়শই। ধুন্ধুমার টি-২০তেই মজেছেন আজকের সমাজ, শোনা যায় এমনটাও। প্রায় আইসিইউ’তে পৌঁছে যাওয়া টেস্ট ফর্ম্যাটকে নতুন জীবন দিতেই আমদানি ‘পিঙ্ক বল’ টেস্টের (Pink Ball Test)। লাল বলের সন্ধ্যার সময় কৃত্রিম আলোর নীচে সহজে চোখে পড়ে না। ফলে দিন-রাতের টেস্ট খেলা সম্ভব নয় তা দিয়ে। এই জটিলতা থেকে মুক্তি পেতেই আনা হয় গোলাপী বল। শুরু হয় দিন-রাতের টেস্টের পথচলা। ২০১৫ সালে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড টেস্টে প্রথম চোখে পড়ে এই গোলাপী বিপ্লব। অ্যাডিলেডের মাঠে আয়োজিত এই ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিলো দর্শকদের মধ্যে। পিঙ্ক বল যে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে, তা বোঝা গিয়েছিলো শুরু থেকেই।

ভারতবর্ষে পিঙ্ক বলের আগমন আরও খানিক পর। প্রথমবার গোলাপি বলের ক্রিকেট খেলা আয়োজন করার সাহস দেখিয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ২০১৬-র জুলাই মাসে CAB সুপার লীগের খেলায় মোহনবাগান বনাম ভবানীপুর ম্যাচ দিয়ে ভারতে গোলাপি বলের ক্রিকেট ডানা মেলা শুরু করে। টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি সেই ম্যাচে খেলেছিলেন মোহনবাগানের হয়ে। বৃষ্টিভেজা মাঠেও ইতিহাসের সাক্ষী হতে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ। ক্লাবস্তর, ঘরোয়া ম্যাচে গোলাপি বলে খেলা হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ‘পিঙ্ক বল টেস্ট’  (Pink Ball Test)খেলতে রাজী ছিলো না ভারতীয় দল। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বোর্ডের শীর্ষপদে বসার পরেই বদলায় পরিস্থিতি। তাঁর তত্ত্বাবধানেই দেশে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজিত হয় ২০১৯-এর নভেম্বরে।

Read More: “এক ম্যাচেই কেউ খারাপ অধিনায়ক হয় না…” রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসায় গৌতম গম্ভীর !!

থমকে রয়েছে পিঙ্ক বল টেস্টের অগ্রগতি-

Virat Kohli playing Pink Ball Test | Image: Getty Images
Virat Kohli playing Pink Ball Test | Image: Getty Images

২০১৯-এর নভেম্বর মাসে কলকাতা ইডেন গার্ডেন্সে টেস্টের আঙিনায় মুখোমুখি হয়েছিলো ভারত ও বাংলাদেশ। আন্তর্জাতিক আঙিনায় সেই প্রথমবার গোলাপি বলের মুখোমুখি হয়েছিলেন কোহলি (Virat Kohli), রোহিত’রা। দিন-রাতের টেস্ট ক্রিকেট দেখতে দর্শকের বান ডেকেছিলো ইডেনে। একটি আসন’ও শূন্য ছিলো না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রাক্তনীদের সম্মান জানানো হয়েছিলো ইডেনে।  ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। টেস্ট ম্যাচকে ঘিরে বেনিজির উন্মাদনা তৈরিতে সক্ষম হয়েছিলো বিসিসিআই। এরপর গত চার বছরে ঘরের মাঠে কেবল ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি করে ‘পিঙ্ক বল’ টেস্ট (Pink Ball Test) খেলেছে ভারত। যেখানে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মত দলগুলি নিয়মিত পিঙ্ক বল টেস্ট খেলছে, সেখানে সৌরভ বোর্ডের মসনদ থেকে সরতেই ভারতীয় উপমহাদেশে যেন থমকে গিয়েছে দিন-রাতের টেস্টের অগ্রগতি।

সম্প্রতি মুম্বইতে বসেছিলো উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) ‘মিনি নিলাম।’ সেখানে দিন-রাতের টেস্ট নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিলো বিসিসিআই সচিব জয় শাহ’কে (Jay Shah)। গোলাপি বল ব্যবহার না করার পিছনে যুক্তি দিয়েছেন তিনি। জানান, “আমাদের জনমানসে আগ্রহ জাগাতে হবে। আপনাদের নিশ্চয় মনে থাকবে যে দুই-তিন দিনের মধ্যে পিঙ্ক বল টেস্টগুলি শেষ হয়ে গিয়েছিলো। সবাই চার-পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেখতে চায়। যখন সকলে এর সাথে মানিয়ে নিতে পারবে, তখনই বেশী করে গোলাপি বলের টেস্ট আয়োজন করা হবে। শেষ অস্ট্রেলিয়ায় আয়োজন করা হয়েছিলো। তারপর কোনো দেশই (পিঙ্ক বল টেস্ট) আয়োজন করছে না। আমাদের সাথে ইংল্যান্ডের কথাবার্তা হয়েছিলো। ধীরেসুস্থে পরিকল্পনা নেওয়া হবে।”

গোলাপি বলের টেস্টে ভারতের পরিসংখ্যান-

Indian bowlers with Pink Ball | Image: Getty Images
Indian bowlers with Pink Ball | Image: Getty Images
          ম্যাচ             তারিখ       ভেন্যু           ফলাফল
ভারত বনাম বাংলাদেশ ২২-২৬ নভেম্বর, ২০১৯      কলকাতা ভারত ইনিংস ও ৪৬ রানে জয়ী
অস্ট্রেলিয়া বনাম ভারত ১৭-২১ ডিসেম্বর, ২০২০     অ্যাডিলেড অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ভারত বনাম ইংল্যান্ড ২-২৮ ফেব্রুয়ারি, ২০২১    আহমেদাবাদ ভারত ১০ উইকেটে জয়ী
ভারত বনাম শ্রীলঙ্কা ১২-১৬ মার্চ, ২০২২       বেঙ্গালুরু ভারত ২৩৮ রানে জয়ী
  • ম্যাচ- ০৪, জয়- ০৩, হার- ০১, অমীমাংসিত- ০০।

Also Read: SA vs IND: “টেস্ট সিরিজ জিততে হলে কোহলিকে…” ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগেই বড় মন্তব্য জ্যাক ক্যালিসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *