ICC'র চেয়ারম্যান পদে বসছেন জয় শাহ, ছাড়ছেন BCCI সহ এই গুরুদায়িত্ব !! 1

এই মুহূর্তে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন নিঃসন্দেহে জয় শাহ (Jay Shah)। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র রয়েছেন বিসিসিআই সচিবের পদে। একই সাথে এশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ACC-র শীর্ষপদেও রয়েছেন তিনি। জনপ্রিয় ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিজবাজ জানাচ্ছে যে দেশ, মহাদেশ ছাড়িয়ে বর্তমানে বিশ্বক্রিকেটের সর্বেসর্বা হয়ে ওঠার দিকে এগোতে চলেছেন তিনি। আপাতত আইসিসি (ICC) চেয়ারম্যানের মসনদের দিকেই নজর তাঁর। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসতে গেলে আগে এশীয় সংস্থার চেয়ার ছাড়তে হবে তাঁকে। না হলে থাকছে স্বার্থের সংঘাতের সম্ভাবনা। আগামী দিনকয়েকের মধ্যেই জয় শাহ (Jay Shah) সেই পদক্ষেপ নিতে চলেছে বলে ধারণা বিশেষজ্ঞমহলের।

এশীয় ক্রিকেট সংস্থার (ACC) বার্ষিক সাধারণ সভা রয়েছে আগামী কিছুদিনের মধ্যে। পূর্ব এশিয়ার বালিতে বৈঠকে মিলিত হবেন এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের ক্রিকেট কর্তারা। আগামী বছরের এশিয়া কাপ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা সেখানে। নেওয়া হতে পারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এসিসি প্রেসিডেন্ট নির্বাচন সভার অ্যাজেন্ডাতে না থাকলেও বালিতেই সভাপতির কুরসী ছেড়ে দিতে পারেন জয় শাহ। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি কেবল দুই বছর থাকতে পারেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সর্বোচ্চ পদে। জয় শাহের দ্বিতীয় বছর চলছে এখনই। মেয়াদ ফুরানোর আগেই সরে দাঁড়াতে পারেন তিনি। পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হবে কিনা সে সম্পর্কে কোনো তথ্য মেলে নি আপাতত।

Read More: IND vs ENG: অনিশ্চিত কোহলি সহ একঝাঁক তারকা, শেষ তিন টেস্টের দলে সম্ভাবনা ব্যাপক রদবদলের !!

ICC চেয়ারম্যান পদে বসতে পারেন জয় শাহ-

Jay Shah | Image: Getty Images
Jay Shah | Image: Getty Images

নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay) আপাতত রয়েছেন আইসিসি চেয়ারম্যান পদে। ২০২০ সালে দায়িত্ব পেয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সংবিধান অনুযায়ী আইসিসি চেয়ারম্যান পদের মেয়াদকাল দুই বছর। তারপর পদে পুনর্নিয়োগের সুযোগ অবশ্য রয়েছে। সর্বোচ্চ তিনটি ‘টার্ম’ অর্থাৎ ছয় বছর কেউ পদে থাকতে পারেন। গত ২০২২ সালে সর্বসম্মতিক্রমে গ্রেগ বার্কলে’কে (Greg Barclay) দ্বিতীয় দফায় দায়িত্ব দেওয়া হয়েছিলো। আগামী নভেম্বরে তাঁর দ্বিতীয় টার্মের মেয়াদ ফুরোলে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচন আয়োজিত হওয়ার সম্ভাবনা। ভারত থেকে পদপ্রার্থী হতে পারেন জয় শাহ (Jay Shah)।

জয় শাহ যদি নির্বাচনে জয়ী হন তাহলে এন শ্রীনিবাসন (N Srinivasan) ও শশাঙ্ক মনোহরের (Shashank Manohar) পর তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসি’র সর্বোচ্চ পদে বসার কৃতিত্ব অর্জন করবেন। ২০১৪ থেকে ২০১৫ অবধি পদে ছিলেন এন শ্রীনিবাসন। তাঁর পর ২০১৫ থেকে ২০২০, প্রায় ৫ বছর দায়িত্ব সামলেছেন শশাঙ্ক মনোহর (Shashank Manohar)। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে আইসিসি’র শীর্ষপদে বসতে হলে জয় শাহ’কে (Jay Shah) বিসিসিআই-এর সচিবের পদ’ও ছাড়তে হবে। ২০২২ সালে দ্বিতীয় দফায় সচিব পদে নিযুক্ত হয়েছেন তিনি। প্রথম ব্যক্তি হিসেবে বিসিসিআই সচিব হিসেবে পুনর্বহাল হওয়ার নজির’ও গড়েছিলেন অমিত শাহ পুত্র। এখন তিনি ইস্তফা দেন কিনা, নজর রয়েছে সেদিকেই।

Also Read: “আম ও ছালা যেন দুটোই না চলে যায়…”, জয় শাহ’র আইসিসি সভাপতি দৌড়ে নামার খবর ছড়াতেই শুরু ট্রোলের বন্যা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *