IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ৩৩৬ রানে জয় সুনিশ্চিত করেছে ভারতীয় দল। এজবাস্টনকে মূলত ইংল্যান্ডের দুর্গ বলা হয়ে থাকে আর সেই ইংল্যান্ডের দুর্গ ভেদ করে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল এই সিরিজে প্রথম টেস্টে পরাজিত হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সমতা ফিরিয়ে এনেছে। ভারতীয় দলের পক্ষ থেকে দ্বিতীয় টেস্টে জোড়া শতরান হাঁকিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। তাঁর অসাধারণ দুই ইনিংসে সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ড দলের সামনে দ্বিতীয় ইনিংসে ৬০৭ রানের লক্ষমাত্রা রেখেছিল ভারত। সেই পাহাড় সমান রান তাড়া করে ইংল্যান্ডের পক্ষে জেতা সহজ ছিল না। ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে ২৭১ রান বানাতে সক্ষম হয়েছিল।
এজবাস্টনে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল হাতে উভয় ইনিংসে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন আকাশ দীপ (Akash Deep)। আকাশ প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। আকাশের পাশাপশি এই টেস্টে ছন্দ দেখিয়েছিলেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। দ্বিতীয় টেস্টে সিরাজ প্রথম ইনিংসে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়ে আকাশ দীপের সঙ্গে অংশীদার হিসাবে বড় ভূমিকা পালন করেছিলেন। তৃতীয় টেস্টটি ক্রিকেটের মাক্কা অর্থাৎ লর্ডসে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দুই ম্যাচের পিচের দিকে তাকালে এটা স্পষ্ট যে, ইংল্যান্ডে ব্যাটসম্যানদের জন্যই তৈরি হয়েছিল পিচ যে পিচে বোলারদের জন্য ছিল না কোনো রকম সুবিধা।
Read More: তৃপ্তি দিমরি নন, সৌরভের বায়োপিকে ‘ডোনার’ চরিত্রে অভিনয় করবেন এই বাঙালি অভিনেত্রী !!
তৃতীয় টেস্টে এন্ট্রি নিচ্ছেন তারকা খেলোয়াড়

তবে এবার তৃতীয় টেস্টে (IND vs ENG) ইংল্যান্ডের লর্ডসে বোলারদের জন্য বেশ সুযোগ থাকতে চলেছে। লর্ডসে বোলারদের জন্য সুযোগ থাকবে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে দলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে চলেছেন ৩১ বছরের তারকা খেলোয়াড়। আর এই বছর ৩১-এর খেলোয়াড়টি হলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ, তবে বাঁকি বোলারদের থেকে কোনরূপ সাহায্য পাননি তিনি। যার ফলে ভুগতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রথম টেস্টেও রানের পাহাড় গড়ে জিততে ব্যার্থ হয়েছিল ভারতীয় দল। এবার, পালা তৃতীয় টেস্ট জয়ের। শেষবার লর্ডসে দুই দল যখন মুখোমুখি হয়েছিল তখন ভারতীয় দল ইংল্যান্ডকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। বুমরাহকে দলে পেয়ে দল বেশ শক্তিশালী হয়ে উঠবে তৃতীয় টেস্টে। প্রসিদ্ধ কৃষ্ণর বদলে জসপ্রীত বুমরাহ এবং ওয়াসিংটন সুন্দরের বদলে অর্ষদীপ সিংয়ের (Arshdeep Singh) খেলার সম্ভবনা প্রবল।