Jasprit Bumrah: আজ বিসিসিআই ইংল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড প্রকাশ করেছে। ভারতীয় দলের ক্যাপ্টেন্সির ভার তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) হাতে। ভারতীয় ক্রিকেটে এবার শুরু হলো শুভমান-গম্ভীর যুগ। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেটের দুই মহারথী রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) অবসর নিয়েছেন। যে কারণে ভারতীয় ক্রিকেটের মুকুট এবার উঠলো শুভমান গিলের মাথায়। বিরাট কোহলি ও রোহিত শর্মা যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তবে, ক্যাপ্টেন শুভমান গিল ভারতীয় দলকে কেমন ভাবে নেতৃত্ব দেন তা দেখার বিষয়।
ক্যাপ্টেনসি পেলেন না বুমরাহ

ভারতীয় দলের স্কোয়াডে রয়েছেন জসপ্রীত বুমরাহ। যদিও তাকে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন করা হয়নি। আসলে, বুমরাহের চোটের উপর নজর রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এর আগে, অস্ট্রেলিয়াতে ভারত যখন টেস্ট সিরিজ খেলেছে তখন ভারতের ভাইস ক্যাপ্টেন ছিলেন বুমরাহ। অস্ট্রেলিয়াতে দুই ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে, জসপ্রীতকে দিয়ে চাপ বাড়াতে চাইছেন না অজিত। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না। মন্তব্য করে বলেছেন, “মনে হয়না জসপ্রীত ইংল্যান্ডে পাঁচ টেস্ট ম্যাচ খেলবেন। তিনটি কি চারটে টেস্টে হয়তো ওকে দেখা যাবে। বুমরাহ আমাদের দলের সম্পদ। উনি স্কোয়াডে রয়েছেন তাতেই খুশি।”
Read More: টেস্ট ক্রিকেটে সেরাদের তালিকায় কোহলি-ধোনি, শ্রেষ্ঠ একাদশে ঠাঁই হলো না রোহিত শর্মা’র !!
৫ ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন না বুমরাহ

বুমরাহকে দায়িত্ব না দিয়ে না করে গিল ও পন্থ দুজনকে ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের পদ দিতেই মুখ খুললেন অজিত। অজিত জানিয়ে দিয়েছেন, “বুমরাহ আমাদের কাছে ক্রিকেটার হিসাবে গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন হিসাবে বাঁকিদের সামাল দিতে গেলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের থেকে অনেককিছু শুষে নেওয়া হয়। আমরা বুমরাহর সঙ্গে কথা বলেছি। আমাদের সিদ্ধান্তে তিনি সায় দিয়েছেন। নিজের শরীরের অবস্থা নিজেই জানেন বুমরাহ। আপাতত বুমরাহ খুব বেশি ফিট নন। তাঁর শরীর এখন পাঁচ টেস্ট খেলার ধকল নিতে পারবে না। বুমরাহ, আগে ভারতীয় দলের হয়ে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে বুমরাহ দুরন্ত বোলিং করেছেন তাতে ক্রিকেট ভক্তরা ভেবেই নিয়েছিল টেস্ট ফরম্যাটে বুমরাহকেই পরবর্তী অধিনায়ক হিসেবে বাছাই করা হবে। বুমরাহ ভারতীয় টেস্ট দলের জার্সিতে ৪৫ টেস্টে ১৯.৪ গড়ে এবং ৪২.১ স্ট্রাইক রেটে ২০৫টি উইকেট পেয়েছেন।