এশিয়া কাপের সুপার ৪’এ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ছিল প্রতিটা মুহূর্তেই টানটান উত্তেজনাপূর্ণ। রবিবার প্রথমে টসে জিতে সূর্যকুমার যাদব বোলিং করার সিদ্ধান্ত নেন। ওমানের বিপক্ষে জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দেওয়া হলও আজ তাদের একাদশে ফিরিয়ে আনা হয়। তবে ম্যাচের প্রথম ইনিংসেই পাক বাহিনীদের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan) থেকে ফখর জামান (Fakhar Zaman)। ভারতীয় বোলিং অর্ডারের সবচেয়ে ভরসাযোগ্য বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন।
Read More: Asia Cup 2025: পাত্তাই পেলো না পাকিস্তান, অভিষেকের তাণ্ডবে আরও একবার দাপুটে জয় ভারতের !!
ব্যর্থ জসপ্রীত বুমরাহ-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের অন্যতম তারকা পেসার জসপ্রীত (Jasprit Bumrah) সেইভাবে বল হাতে প্রভাব ফেলতে পারছেন না। আজ পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষেও ছন্দে ছিলেন না তিনি। প্রথম ইনিংসে তার প্রথম ওভারে ফখর জামান (Fakhar Zaman) পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান। ভারতীয় দল যখন চাপের মুখে পড়ে যাচ্ছিল জসপ্রীত উইকেট সংগ্রহ করে সাহায্য করতে পারেননি। এমনকি রান আটকাতেও ব্যর্থ হয়েছেন তিনি।
যেখানে আজ প্রতিটি ভারতীয় বোলার ১০’এর নিচে ইকোনমি রেটে বোলিং করেছেন সেখানে রীতিমতো ভক্তদের হতাশ করেছে বুমরাহের পরিসংখ্যান। এই তারকা পেসার ৪ ওভারে ১১.২ ইকোনমি রেটে ৪৫ রান খরচ করেন। ম্যাচে একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। এখনও পর্যন্ত চলতি এশিয়া কাপে ৩ ম্যাচে মাত্র ৩ টি উইকেট সংগ্রহ করেছেন।
এর ফলে পাকিস্তান প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। তবে এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং শুভমান গিল (Shubman Gill)। এই দুজনে জুটি বেঁধে ৫৯ বলে ১০৫ রান করেন। এর সঙ্গেই তিলক বর্মার (Tilak Varma) ব্যাট থেকে আসে ১৯ বলে অপরাজিত ৩০ রান। এই রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ভারত ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে।
সমালোচনার মুখে জসপ্রীত-
ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর এই তারকা পেসার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। “বুড়ো হয়েছো অবসর নাও।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন তারা। একজন ক্রিকেট ভক্ত লিখেছেন, “ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড়ো প্রতারক ক্রিকেটার হলেন জসপ্রীত (Jasprit Bumrah)। যতবারই গুরুত্বপূর্ণ সময় তার খোঁজ হয় তিনি তখনই নিখোঁজ হয়ে যান।” “একে কিছু বোলো না, জসপ্রীত শুধু আইপিএলের বোলার।”, বলেও সমর্থকরা রীতিমত মজা করছেন।
দেখুন ট্যুইট চিত্র-
https://xtwitter.com/Honest_Cric_fan/status/1969775403561800172?t=pfD9bvpAOqx41pfJC6cZIQ&s=19