ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) তৃতীয় টেস্ট ম্যাচ একাধিক নাটকীয় দৃশ্যের মুখোমুখি হয়েছে। সাম্প্রতিক সময়ে এইরকম টানটান উত্তেজনাপূর্ণ লাল বলের ম্যাচ কবে শেষ ক্রিকেট ভক্তরা দেখেছেন মনে করতে পারছেন না। শুভমান গিল (Shubman Gill) থেকে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) লর্ডসের মাঠে ভারতীয়দের দাপট দেখে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইংল্যান্ড দল। তার সঙ্গেই স্টেডিয়ামে উপস্থিত থেকে বহু ভারতীয় সমর্থক ক্রিকেটারদের উৎসাহ দিচ্ছেন। এবার এইরকম অতি উৎসাহী ভক্তের কথায় বিরক্ত হয়ে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) উপযুক্ত জবাব দিলেন। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: IND vs ENG 3rd Test: শেষবেলার ব্যাটিং ধসে বিপর্যস্ত ভারত, জমজমাট পঞ্চম দিনের অপেক্ষায় লর্ডস !!
ভক্তকে মজার জবার জসপ্রীতের-

লর্ডসে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেট (Ben Duckett) ওপেনিং করতে এসেছিলেন। এই সময় তারা বিভিন্ন উপায়ে সময় নষ্ট করার জন্য অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। অন্যদিকে ম্যাচের চতুর্থ দিনে ভারতীয় বোলাররা প্রথম থেকেই ইংলিশ বাহিনীদের বেঁধে ফেলার চেষ্টা করেছিলেন। বল হাতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) থেকে ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) সকলেই জ্বলে ওঠেন। এই সময় জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন।
তখন এই ভারতীয় তারকা পেসারকে এক সমর্থক বারবার এই বলে বিরক্ত করেছিলেন যে, “জসপ্রীত (Jasprit Bumrah) আমার আরও একটি উইকেট চাই।” বুমরাহ সঙ্গে সঙ্গে হাতের ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে সমর্থকটি নিজে মাঠে নেমে উইকেট নিন। এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) স্মার্ট জবাবে মুগ্ধ ক্রিকেট মহল। উল্লেখ্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৯২ রানে অলআউট হয়ে গিয়েছিল।
দেখুন সেই ভিডিওটি-
বিধ্বংসী ফর্মে জসপ্রীত-

অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা পেয়ে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচে ২৪.৪ ওভারে ৫ টি মেডেনের সঙ্গে ৮৩ রান খরচ করে ৫ টি উইকেট সংগ্রহ করেন। এরপর কাজের চাপ কমানোর জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচে এজবাস্টনে এই তারকা পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। লর্ডসে ভারতীয় একাদশে আবার প্রত্যাবর্তন করে জ্বলে উঠেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
তিনি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২৭ ওভারে ৫ টি মেডেনের সঙ্গে ৭৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ২ টি উইকেট সংগ্রহ করেন এই পেসার। অন্যদিকে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) পরিবর্তে দ্বিতীয় টেস্ট ম্যাচে এজবাস্টনে বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন আকাশ দীপ (Akash Deep)। তিনি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট সংগ্রহ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছিলেন।