শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে শুভমান গিলরা (Shubman GilI) দুরন্ত শুরু করেছে। সেই দাপুটে মেজাজ দিল্লির মাটিতেও বজায় রাখতে প্রস্তুত গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। তবে একাদশের এখনও একাধিক সমস্যা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকা পেসারকে বিশ্রাম দেওয়া হবে বলে খবর সামনে এসেছে। তার বদলে দলের বোলিং অর্ডারের দায়িত্ব এবার কাঁধে তুলে নিচ্ছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
Read More: চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে ধনশ্রী, এই জনপ্রিয় তারকার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া !!
নেই জসপ্রীত বুমরাহ-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন জসপ্রীত। তিনি প্রথম ইনিংসে ১৪ ম্যাচে ৪২ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও এই তারকা ৬ ম্যাচে ১৬ রান দেন। ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতেও ৫ ম্যাচের ২০ ওভারের সিরিজেও তাকে ছন্দে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু তিনি সিরিজে সবকাটি ম্যাচে অংশগ্রহণ করেননি। তার কাজের চাপ নিয়ন্ত্রণ করে কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন যাতে কোনো চোট সমস্যা না হয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পরেই ভারতীয় দল অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরের জন্য উড়ে যাবে। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রয়েছেন জসপ্রীত। ফলে চাপ কমানোর জন্য ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে সূত্র অনুযায়ী এই তারকা পেসারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। উল্লেখ্য এখনও পর্যন্ত বুমরাহ (Jasprit Bumrah) দেশের হয়ে ৪৯ টি টেস্ট ম্যাচে ২২২ রান সংগ্রহ করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
বোলিং’য়ের দায়িত্বে যশস্বী-

টেস্ট দলের ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সাম্প্রতিক সময় ব্যাট হাতে দৃষ্টান্ত তৈরি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বিপক্ষদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন। সিরিজে ৫ ম্যাচে ৪১১ রান সংগ্রহ করেন এই তরুণ ব্যাটসম্যান। ব্যাট থেকে এসেছিল ২ টি দুরন্ত শতরান। এখনও পর্যন্ত ২৩ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটসম্যান ২৫ ম্যাচে ২২৪৫ রান নিজের ঝুলিতে পুরেছেন।
শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে নয় এবার তিনি বোলার হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করতে চলেছেন। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে নেটে বোলিং করতে দেখা গেছে যশস্বীকে। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে ওভারগুলিতে দরকারের সময় তাকে বল হাতে দায়িত্ব সামলাতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। যশস্বী মূলত ডান-হাতি লেগ স্পিনার। আন্তর্জাতিক মঞ্চে এই ক্রিকেটারের এখনও কোনো উইকেট না থাকলেও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ টি উইকেট তুলে নিয়েছেন তিনি।